1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগতুরস্ক

ভূমিকম্পে উদ্ধার-কাজে কুকুরের পরিবর্তে রোবট?

৯ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক বা সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে বের করা যেন এক অলৌকিক ঘটনা৷ এ ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সহায়তা নেয়া হচ্ছে৷ তবে ভবিষ্যতে উদ্ধার-কাজে রোবট ব্যবহার করা হতে পারে৷

তুরস্কের বিমান বন্দরে পৌঁছানোর পর জার্মানির উদ্ধারকারী দলের একটি কুকুর
তুরস্কের বিমান বন্দরে পৌঁছানোর পর জার্মানির উদ্ধারকারী দলের একটি কুকুরছবি: Piroschka van de Wouw/REUTERS

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত দেশ দুটিতে উদ্ধারকারীরা এখনো যারা বেঁচে আছেন, তাদের উদ্ধারের জন্য দিন-রাত কাজ করছে৷ তারপরও জীবিতদের সবাইকে উদ্ধারের সম্ভাবনা দিনে দিনে কমছে৷

বিভিন্নভাবে ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিত ব্যাক্তিদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে৷ যেখানে জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা, উদ্ধারকারীরা সেখানে সরাসরি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন৷ চিৎকার করে অবস্থান জানানোর পাশাপাশি মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের বার্তা দেয়ারও অনুরোধ করছেন উদ্ধারকারীরা৷

তবে এ ধরনের উদ্ধার তৎপরতায় সাধারণত আধুনিক যন্ত্রপাতির উপর নির্ভর করতে হয়৷ নতুন নতুন অনেক সরঞ্জাম যুক্ত হচ্ছে উদ্ধার কাজে৷

গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন এক প্রকল্পের আওতায় ধ্বংসস্তূপ থেকে মানুষ উদ্ধারে রোবট ও ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে৷

অনুসন্ধান অভিযানে রোবোটিক সরঞ্জাম ও উন্নত সেন্সর সমন্বিত ইনফ্রারেড এবং থার্মাল ক্যামেরার মাধ্যমে ধ্বংসস্তূপের মাঝে কার্বন ডাই অক্সাইড এবং মানুষের প্রোটিন বাতাসে পরীক্ষা করা হবে৷ ফলে জীবিত কেউ থাকলে তা জানা সম্ভব হবে৷ এরপর উদ্ধারকারীরা লাউডস্পিকার এবং মাইক্রোফোনের সাহায্যে সম্ভাব্য বেঁচে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করবেন৷ এ ক্ষেত্রে জীবিত ব্যক্তির অবস্থান নির্ণয়ে ড্রোনের নেয়া থ্রি-ডি চিত্র কাজে আসবে৷

‘‘জীবিতদের অনুসন্ধান উদ্ধারকারী দলের জন্য অত্যন্ত বিপজ্জনক,” কম্পিউটার বিজ্ঞানী ও রাইনল্যান্ড-পালাটিনেট টেকনিক্যাল ইউনিভার্সিটি অব কাইজারস্লটার্ন-লান্ডাউয়ের রোবোটিক সিস্টেম চেয়ারের প্রধান কার্স্টেন বার্নস জানান৷

বার্নস রোবট ভূমিকম্পে উদ্ধারের ক্ষেত্রে বিশেষজ্ঞ৷ ২০১৬ সালে তার দল ইইউ'র একটি প্রকল্পের সাথে জড়িত ছিল৷

তার মতে, বৃহৎ আকারের রোবট আটকে পড়া মানুষদের ত্রান পৌঁছে দেয়া ছাড়াও ভেঙে পড়া ভবনের বড় অংশ বিশেষ সরিয়ে ফেলতে সক্ষম৷ ধসে পড়া ভবনের যেখানে ক্ষতিগ্রস্থ গ্যাস পাইপ থেকে বিস্ফোরণের ঝুঁকি আছে রোবটগুলো সেখানে ঢুকেও কাজ করতে পারে৷

দুটি প্রকল্পের আওতায় কিছু রোবটের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে৷ এর ফলে ভবিষ্যতে ভূমিকম্পে উদ্ধার-কাজে রোবট ব্যবহারের সম্ভাবনা রয়েছে৷

তবে সত্যিকার ভূমিকম্পের উদ্ধারে রোবট এখনো ব্যবহৃত হয়নি৷ এছাড়াও ভূমিকম্পের ধ্বংসস্তূপে ব্যবহার করতে হলে নতুন করে রোবট তৈরি করতে হবে, যা অনেক ব্যয়বহুল৷ এ কারণে সিরিয়া ও তুরস্কের উদ্ধার তৎপরতায় এগুলো ব্যবহার করার কোনো সম্বাভনা নাই৷ তাই আপাতত উদ্ধারকারী কুকুরের উপর নির্ভর করতে হচ্ছে৷

কার্লা ব্লাইকার/একেএ

বিপর্যয়ের সময়ে প্রাণ বাঁচায় যে রোবট

04:04

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ