1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগভারত

ভূমিকম্পে কেঁপে উঠলো সিকিম, কাঁপলো আসামও

১৩ ফেব্রুয়ারি ২০২৩

সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো সিকিম। রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ছিল চার দশমিক তিন।

ছবি: dapd

সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১২০ কিলোমিটার দূরের শহর ইউকোসাম। এই শহরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সোমবার ভোর চারটে ১৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়। প্রায় পুরো সিকিমই কেঁপে ওঠে।

সিকিমের ইউকোসাম শহরটি পর্যটকদের কাছে প্রিয় শহর। অনেকেই এখানে বেড়াতে যান। এটা সিকিমের ঐতিহাসিক শহর। ১৬৪২ সালে সিকিমের রাজাদের রাজধানী ছিল এই শহর। তবে যেহেতু ভূমিকম্প খুব তীব্র ছিল না, তাই  ক্ষয়ক্ষতি বেশি হয়নি বলে অনুমান করা হচ্ছে।

রোববার আসামেও ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর পরিমাপ ছিল চার। উত্তরপূর্বের দুইটি রাজ্যে পরপর দুই দিন ভূমিকম্প হওয়ায় প্রশাসন সতর্ক।

কয়েকদিন আগেই বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তুরস্ক ও সিরিয়ায়। বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে উদ্ধারকাজ এখনো চলছে। ৫০ হাজার মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

জিএইচ/এসজি (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ