1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্প প্রতিরোধী কাঠামো

২৪ ফেব্রুয়ারি ২০২০

ভূমিকম্পের ফলে মারাত্মক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির অসংখ্য দৃষ্টান্ত আমরা দেখেছি৷ আধুনিক যুগে ভূমিকম্প প্রতিরোধক নির্মাণকাজের মাধ্যমে কাঠামোকে সেই ঝুঁকি থেকে অনেকটাই রেহাই দেওয়া যায়৷

ছবি: Reuters/Stringer

ভারতের রুরকি শহরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ভূমিকম্প প্রকৌশল বিভাগে বালুর আচরণ বিশ্লেষণ করা হয়৷ যে কোনো নির্মাণকাজের ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি অত্যন্ত জরুরি৷ সেটি নিশ্চিত করতে নির্মাণের আগে ভালো করে সেখানকার মাটি পরীক্ষা করতে হয়৷

মূলত দুই ধরনের মাটি রয়েছে – কাদামাটি ও বালু৷ মাটিতে বালু বেশি থাকলে ভূমিকম্পের সময় নীচের পানি উপরে উঠে আসে৷ এই প্রক্রিয়াকে লিকুয়িফ্যাকশন বা দ্রবণ বলা হয়৷ প্রোফেসর বি কে মাহেশ্বরী তাঁর ছাত্রদের বিষয়টি হাতেনাতে দেখাচ্ছেন৷ তাঁর মতে, ‘‘বিভিন্ন স্তরে মাটির আচরণ ভিন্ন হয়৷ তাছাড়া মাটির ক্ষেত্রে কিছু বিশেষ ঘটনা দেখা যায়৷ যেমন, দ্রবণ৷ এই প্রক্রিয়ার সময় মাটি তরলের মতো আচরণ করে৷ মাটির বৈশিষ্ট্য অক্ষত না থাকলে ভীতও টিকবে না৷ তখন মাটির উপর তৈরি কাঠামো ভেঙে পড়বে৷ তাই সবার আগে ভূমিকম্প-প্রতিরোধী ভীতের ডিজাইন করতে হবে৷ তারপর ভূমিকম্প প্রতিরোধী কাঠামো তৈরি করা যাবে৷’’

ভূমিকম্পের পূর্বাভাষ বা প্রতিরোধ – কোনোটাই করা যায় না৷ আমরা বড়জোর ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কম রাখার চেষ্টা করতে পারি৷ তাই আমাদের ভূমিকম্প প্রতিরোধী কাঠামো তৈরি করতে হবে৷ গত দুই দশকে ভারতে বেশ কয়েকটি মারাত্মক ভূমিকম্প হয়েছে৷ কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷

ভূমিকম্প প্রতিরোধে সক্ষম ভবন বানাচ্ছে ভারত

04:09

This browser does not support the video element.

ভারতের উত্তরাংশের একটা বড় অংশ জুড়ে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে৷ এটিকে ‘সিসমিক জোন ফোর’ বলা হয়৷ অর্থাৎ, সেখানে ক্ষয়ক্ষতির বিশাল ঝুঁকি রয়েছে৷ প্রোফেসর ওয়াই সিং সেই এলাকার ঝুঁকির বিস্তারিত মূল্যায়ন করেছেন৷ তিনি বলেন, ‘‘আমাদের দেশে চারটি জোন রয়েছে৷ হিমালয় থেকে দিল্লি পর্যন্ত এলাকাকে ‘জোন ফোর' বলা হয়৷ ক্ষয়ক্ষতির ঝুঁকির নিরিখে যার স্থান দ্বিতীয়৷ গুজরাটে রয়েছে জোন ফোর ও ফাইভ৷ বিশাল এলাকা জুড়ে মারাত্মক ভূমিকম্প হতে পারে৷ আমার মতে, দেশের কোনো প্রান্তই ভূমিকম্পের ঝুঁকিমুক্ত নয়৷ তাই সব জায়গায়ই ভূমিকম্প প্রতিরোধী কাঠামো নির্মাণ করা উচিত৷’’

এমন ভূমিকম্প প্রতিরোধী কাঠামো কম্পনের সময় ঝাঁকুনি সত্ত্বেও ভেঙে পড়ে না৷ যে কোনো ভূমিকম্প প্রতিরোধী কাঠামোর মূল বৈশিষ্ট্য হলো শক্তি ও নমনীয়তা৷ উচ্চ মানের কংক্রিট ব্যবহার করে কাঠামোকে শক্তিশালী করা যায়৷ কাঠামো আরো মজবুত করতে যেসব অংশ প্রস্তুত করা হয়, সেগুলি সঠিক জায়গায় রাখলে নমনীয়তাও নিশ্চিত করা যায়৷ নির্মাণ বিশেষজ্ঞ অমিত শ্রীবাস্তব বলেন, ‘‘সাধারণত নিয়ন্ত্রিত উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি ইস্পাত এখানে ব্যবহার করা হয়৷ তাই সেটি যথেষ্ট ওজন নেবার ক্ষমতা রাখে৷ কিন্তু কখনো কখনো ভালো কংক্রিট তৈরির কাজ সহজ হয় না৷ তাই কংক্রিট তৈরির ক্ষেত্রে মানের উপর নজর রাখা অত্যন্ত জরুরি৷ ভূমিকম্পের সময়ে সেটির বাড়তি চাপ সামলানোর ক্ষমতা থাকতে হবে৷ অর্থাৎ, ভালো কংক্রিট কাঠামো নিরাপদ রাখবে৷’’

দিল্লির কাছে নয়ডা শহরে ‘ক্লিও কাউন্টি' নামের আবাসন প্রকল্পের বাসিন্দারা সব রকম আধুনিক পরিষেবা ভোগ করতে পারেন৷ সেইসঙ্গে উঁচু ভবনগুলি ভূমিকম্প প্রতিরোধ ডিজাইন অনুযায়ী তৈরি করা হয়েছে৷

নিরাপদ বাসার চাহিদা আমাদের সবারই রয়েছে৷ তাই ভূমিকম্প প্রতিরোধক নির্মাণ অত্যন্ত জরুরি৷

অশোক কুমার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ