1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার পাশে দাঁড়াতে রাশিয়ার ‘সহযোগিতা’ চায় জার্মানি

৭ ফেব্রুয়ারি ২০২৩

ভূমিকম্পে দুর্গতদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে সিরিয়াকে দ্রুত রাজি করানো দরকার বলে মনে করে জার্মানি৷ তাই রাশিয়ার প্রতি সিরিয়াকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷

অস্ত্র পাশে রেখে ভূমিকম্প-দুর্গত অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
অস্ত্র পাশে রেখে ভূমিকম্প-দুর্গত অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানান জার্মানির পররাষ্ট্রমন্ত্রীছবি: Kira Hofmann/photothek/IMAGO

সোমবারের ভূমিকম্পের পর তুরস্কের আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে মানবিক সহায়তা ও উদ্ধারকারী দল পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ কিন্তু সিরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷ দেশটির ভূমিকম্প দুর্গতদের সহায়তা করতে তাই আসাদ সরকারের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা উচিত বলে মনে করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷ বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়াসহ সব আন্তর্জাতিক পক্ষের সিরীয় শাসন ব্যবস্থার উপর চাপ প্রয়োগ করা উচিত যাতে দুর্গতদের কাছে সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা যায়৷’’

তার মতে অস্ত্র পাশে রেখে ভূমিকম্প-দুর্গত এই অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য সমস্ত উদ্যোগ নেয়া এখন গুরুত্বপূর্ণ৷

ভূমিকম্পে সিরিয়ায় যুদ্ধবিধ্বস্ত ইদলিব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বহু মানুষ সেখানে এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে৷ এমন অবস্থায় প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ বলে স্মরণ করিয়ে দেন বেয়ারবক৷

সিরিয়ার সঙ্গে জার্মানির আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও আন্তর্জাতিক এনজিওগুলোর মাধ্যমে সহায়তা পাঠিয়েছে বার্লিন৷ মাল্টেসের ইন্টারন্যাশনাল নামের একটি সহায়তা সংস্থাসহ আরো কয়েকটি সংগঠনের মাধ্যমে সেখানে কয়েক লাখ ডলারের সহায়তা দেয়া হবে বলে ঘোষণা করেন বেয়ারবক৷

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে মিত্র হিসেবে বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া৷ অন্যদিকে বিদ্রোহীদের সমর্থন দেয় তুরস্ক৷

এফএস/এসিবি (রয়টার্স)

তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছুঁতে চলেছে

01:16

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ