1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্প-সুনামিতে ইন্দোনেশিয়ায় নিহত অন্তত ৪০০

২৯ সেপ্টেম্বর ২০১৮

সুনামিতে দেশটির সুলাওয়েসি দ্বীপের ট্যুরিস্ট রিসোর্ট পালুসহ দুটি শহরের ওপর দিয়ে বয়ে গেছে দুই মিটার উঁচু জলোচ্ছ্বাস৷ কমপক্ষে ৪০০ মানুষের মৃত্যুর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে৷ কর্তৃপক্ষের আশঙ্কা এ সংখ্যা আরো বাড়তে পারে৷

Erdbeben Tsunami in Indonesien Palu
ছবি: Getty Images/AFP/M. Rifki

৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এ সুনামিতে আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ৷

সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালুর পাশাপাশি ভূমিকম্পের কেন্দ্রের ৮০ কিলোমিটার দূরে থাকা ডোঙ্গালা শহরেও আঘাত হেনেছে সুনামি৷ পালু ও ডোঙ্গালায় প্রায় সাত লাখ মানুষ বাস করেন৷

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা আনুষ্ঠানিকভাবে ৩৮৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ সংস্থাটি বলছে, নিহতদের বেশিরভাগই পালুর বাসিন্দা৷ তবে এ সংখ্যা চারশ' ছাড়িয়েছে বলে তথ্য দিচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো৷

দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র সুতোপো পুরুও বলছেন, ‘‘যখন সুনামির হুমকি দেখা দেয়, তখনও অনেকেই সৈকতে ঘুরে বেড়াচ্ছিল এবং পালিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে না যাওয়ায় তাঁরাই এর শিকারে পরণত হয়েছেন৷''

সুনামির আঘাতে পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে স্বাভাবিক উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে৷ রানওয়ে ও কন্ট্রোল টাওয়ার বিধ্বস্ত হয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে শহরটির বিমানবন্দর৷ দ্রুত বিমানবন্দর মেরামত করে ত্রাণ তৎপরতা শুরুর চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পালু শহরে সুনামি যখন আঘাত করে, আতঙ্কে লোকজন ছুটাছুটি করছেন৷

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, অঞ্চলটিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করতে সেনাবাহিনীকে তলব করা হয়েছে৷

‘তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকা'

শুক্রবারের ভূমিকম্পটি মাটির খুব বেশি গভীরে ছিল না৷ ফলে শত শত কিলোমিটার দূরেও এর ভয়াবহতা টের পাওয়া গিয়েছিল৷ শনিবার সকাল পর্যন্তও এর আফটারশক টের পাওয়া যাচ্ছিলো৷

অগভীর এসব ভূমিকম্প সাধারণত মাত্রা কম হলেও বেশি বিধ্বংসী হয়ে থাকে৷ বিশেষজ্ঞরা বলছেন, জুলাই ও আগস্টে লম্বক দ্বীপের যে ভূমিকম্পে কয়েকশ' মানুষ নিহত হয়েছিলেন, এবারের ভূমিকম্প তার চেয়েও ভয়ঙ্কর৷

ইন্দোনেশিয়া একটি তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত৷২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ভারত মহাসাগরে ভয়াবহ আকারের সুনামির সৃষ্টি হয়৷ এ সুনামিতে ১৩টি দেশে অন্তত দুই লাখ ৩০ হাজার মানুষ নিহত হন৷ শুধু ইন্দোনেশিয়াতেই নিহত হয়েছিলেন এক লাখ ২০ হাজারের বেশি মানুষ৷

এডিকে/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ