1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমি ধসে মৃত্যু: কারণ পাহাড় কাটা ও বন উজাড়?

২৮ জুলাই ২০২১

দুই দিনে পাহাড় ও ভূমি ধসে কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ দুই এলাকায় ১২ জন নিহত হয়েছেন৷ তাদের মধ্যে এক পরিবারেরই পাঁচজন৷ বিশেষজ্ঞদের মতে, এমন ধসের প্রধান কারণ পাহাড় কাটা ও বন উজাড় করা৷

ছবি: bdnews24.com

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ভূমি ধসের ঘটনায় মঙ্গলবার মারা গেছেন ৬ জন৷ আর টেকনাফের হ্নিলা এলাকায় বুধবার মারা গেছেন ৬ জন৷ তাদের মধ্যে একই পরিবারে পাঁচজন রয়েছেন৷ আরো ধসের আশঙ্কায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাইকিং করা হচ্ছে৷ জেলা প্রশাসন এসব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলছে৷ সরিয়ে নেয়ার উদ্যোগও নেয়া হচ্ছে বলে জেলা প্রশাসন জানিয়েছে৷

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন বলেন, ‘‘প্রত্যেকটি ক্যাম্পেই ঝুঁকিপূর্ণ ঘর আছে৷ আমরা ক্যাম্প ইনচার্জদের বলেছি তাদের সরিয়ে নিতে, অথবা নিজ উদ্যোগে সরে যেতে৷ পাহাড় কেটে বালুর ওপর ঘর তৈরি করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে৷’’ তিনি বলেন, ‘‘টানা বৃষ্টির কারণে বালু সরে গিয়ে এই ধস হয়েছে৷’’

প্রত্যেকটি ক্যাম্পেই ঝুঁকিপূর্ণ ঘর আছে: শামসুদ্দোজা নয়ন

This browser does not support the audio element.

টেকনাফের ধসও একই কারণে বলে জানা গেছে৷ সেখানেও পাহাড় কেটে বসতি তৈরি করা হয়েছে৷

কক্সবাজার সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ-এর চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ বলেন, ‘‘একসঙ্গে অনেক পাহাড় কেটে ক্যাম্প তৈরি করা হয়েছে৷ পাহাড় মাটি ধরে রাখতো৷ মাটি পানি ধরে রাখতো৷ এখন পাহাড় ও মাটি কেটে বালুর ওপর ঘর বানানো হয়েছে৷ ফলে বৃষ্টিতে বালু সরে গিয়ে ধস হচ্ছে৷ আর এখানে অনেক গভীর নলকুপ আছে৷ ফলে পানির স্তরও নেমে গেছে৷ শুধু বৃষ্টি নয়, এখানে এখন চোরাবলিও হয়েছে৷ হঠাৎ করে মাটি দেবে যাচ্ছে৷’’

তিনি আরো বলেন, ‘‘ক্যাম্পের বাইরে স্থানীয় প্রভাবশালীরাও পাহাড় ও মাটি কাটছে৷ গত কয়েক বছরে আমাদের হিসেবে ১০ হাজার একর পাহাড় ও বন উজাড় হয়েছে৷’’

একসঙ্গে অনেক পাহাড় কেটে ক্যাম্প তৈরি করা হয়েছে: আ ন ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ

This browser does not support the audio element.

এর আগে ২০১০ সালের  জুন মাসে প্রবল বৃষ্টি ও বন্যায় পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামে পাহাড় ধসে পাঁচজন জন নিহত হন৷ ২০১১ সালের জুলাই মাসে থিমছড়ি এলাকায় পাহাড় ধসে সাত জন নিহত হয়৷ ২০১২ সালের জুন মাসে ভালুকিয়া আমতলী চিকনঝিরি এলাকায় পাহাড় ধসে ১১ জন নিহত হন৷

এখন উখিয়া পাহাড়ের পাদদেশে ১৫ হাজারের বেশি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে বলে স্থানীয় সূত্র জানায়৷ আর ঘরগুলো যে মাটিতে তৈরি তাতে ৭০ ভাগই বালু৷

পরিবেশ অধিদপ্তরও এই ঝুঁকি ও পাহাড় কাটার কথা স্বীকার করেছে৷ তারা জানায়, পরিস্থিতি যা তাতে আরো ধস হতে পারে৷ তবে অধিবাসীদের সরিয়ে নেয়ার পর্যাপ্ত জায়গা এখন আর নেই৷ তাছাড়া মাইকিং করে সরে যেতে বললেও সেখান বসবাসরতরা শোনেন না৷

স্থানীয় প্রভাবশালীরা বছরের পর বছর পাহাড় কাটছে: শেখ মোহাম্মদ নাজমুল হুদা

This browser does not support the audio element.

স্থানীয় উপজেলা প্রশাসন বলছে ধস আর পানির উচ্চতা মিলে এখন পরিস্থিতি খুবই খারাপ৷ অনেকে পানিবন্দি হয়ে পড়েছেন৷

কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মোহাম্মদ নাজমুল হুদা বলেন, ‘‘রোহিঙ্গাদের জন্য পাহাড় কেটে ক্যাম্প বানানোর পাশাপাশি স্থানীয় প্রভাবশালীরাও বছরের পর বছর পাহাড় কাটছে৷ আমরা সাধ্যমতো আইনি ব্যবস্থা নিয়েও তা বন্ধ করতে পারছি না৷ আমাদের লোক মাত্র তিনজন৷ গত কয়েক বছরে আমরা সাড়ে তিনশ'র মতো মামলা করেছি৷ গ্রেপ্তার করেছি৷ কিন্তু আমরা চলে আসার পরপরই আবার পাহাড় ও বনের গাছ কাটা শুরু হয়ে যায়৷ আমরা ঠেকাতে পারছি না৷’’

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ