1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগথাইল্যান্ড

ভেঙে পড়লো থাই চার্টার বিমান, নিহত ৯

২৩ আগস্ট ২০২৪

৯জন যাত্রী ও দুই বিমানচালককে নিয়ে একটি থাই চার্টার বিমান ব্যাংককের কাছে ভেঙে পড়ে৷ কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই, জানাচ্ছে কর্তৃপক্ষ৷

জঙ্গলে বিমানের ধ্বংসাবশেষ দেখছেন চার ব্যক্তি
জঙ্গলের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে আছে বিমানের ভেঙে পড়া অংশছবি: Patipat Janthong/REUTERS

বৃহস্পতিবার পাঁচজন চীনা পর্যটক, চারজন থাই ব্যক্তি ও দুই বিমানচালককে নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে উড়ে যায় সেসনা কারাভান সি২০৮বি বিমানটি৷ মাত্র ১১ মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ও তারপর ভেঙে পড়ে৷

থাইল্যান্ডের চাচোয়েংসাও অঞ্চলের রাজ্যপাল চোনলাটি ইয়ংট্রং জানান যে, বিমানের কোনো যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা নেই৷ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘আমরা মানুষের অবশেষ পেয়েছি৷ বিমানটি সোজাসুজি নীচে নেমে আসায় আমাদের মাটির নীচে প্রায় ৩৩ ফিট গভীরে খনন করতে হবে৷’’

দুর্ঘটনাস্থলে কাদামাটি থাকায় সেই কাজ কঠিন হয়ে পড়েছে, জানান তিনি৷

মাটি খনন করে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করতে হচ্ছেছবি: Patipat Janthong/REUTERS

ঘটনাস্থলের চিত্র

ঘন জঙ্গলে ভরা এই এলাকায় সম্প্রতি বৃষ্টি হওয়ায় চার দিকে ছিল কাদা৷ নিড়ানি, কোদাল ও পাম্প দিয়ে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে পানি ও কাদা সরানোর চেষ্টা করেন৷

ঘটনাস্থলের ছবিতে দেখা যায় এই এলাকাতেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ভেঙে পড়া বিমানের ভগ্নাংশ৷ পুলিশ ও ফরেনসিক বিভাগের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন মৃতদেহের অবশেষ সংগ্রহ করার৷

দুপুর ২টা ৪৬মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে বিমানটি ওড়ে৷ গন্তব্য ছিল দেশটির পূর্বাঞ্চলের ট্রাট৷

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, যাত্রীদের মধ্যে ১২ ও ১৩ বছর বয়সি দুই শিশুও ছিল৷

দুর্ঘটনাটির কারণ অনুসন্ধান ও প্রমাণ সংগ্রহ করতে সেখানে অন্তত তিনশ সেনা সদস্য ও স্বেচ্ছাসেবী মোতায়েন করেছে কর্তৃপক্ষ৷ কিন্তু অবিরাম বৃষ্টি কাজে ব্যাঘাত ঘটাচ্ছে৷

এসএস/এসিবি (রয়টার্স, এএফপি)

নেপালে যাত্রীবাহী বিমানের ভেঙে পড়া

01:51

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ