ভেঙে পড়লো থাই চার্টার বিমান, নিহত ৯
২৩ আগস্ট ২০২৪বৃহস্পতিবার পাঁচজন চীনা পর্যটক, চারজন থাই ব্যক্তি ও দুই বিমানচালককে নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে উড়ে যায় সেসনা কারাভান সি২০৮বি বিমানটি৷ মাত্র ১১ মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ও তারপর ভেঙে পড়ে৷
থাইল্যান্ডের চাচোয়েংসাও অঞ্চলের রাজ্যপাল চোনলাটি ইয়ংট্রং জানান যে, বিমানের কোনো যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা নেই৷ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘আমরা মানুষের অবশেষ পেয়েছি৷ বিমানটি সোজাসুজি নীচে নেমে আসায় আমাদের মাটির নীচে প্রায় ৩৩ ফিট গভীরে খনন করতে হবে৷’’
দুর্ঘটনাস্থলে কাদামাটি থাকায় সেই কাজ কঠিন হয়ে পড়েছে, জানান তিনি৷
ঘটনাস্থলের চিত্র
ঘন জঙ্গলে ভরা এই এলাকায় সম্প্রতি বৃষ্টি হওয়ায় চার দিকে ছিল কাদা৷ নিড়ানি, কোদাল ও পাম্প দিয়ে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে পানি ও কাদা সরানোর চেষ্টা করেন৷
ঘটনাস্থলের ছবিতে দেখা যায় এই এলাকাতেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ভেঙে পড়া বিমানের ভগ্নাংশ৷ পুলিশ ও ফরেনসিক বিভাগের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন মৃতদেহের অবশেষ সংগ্রহ করার৷
দুপুর ২টা ৪৬মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে বিমানটি ওড়ে৷ গন্তব্য ছিল দেশটির পূর্বাঞ্চলের ট্রাট৷
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, যাত্রীদের মধ্যে ১২ ও ১৩ বছর বয়সি দুই শিশুও ছিল৷
দুর্ঘটনাটির কারণ অনুসন্ধান ও প্রমাণ সংগ্রহ করতে সেখানে অন্তত তিনশ সেনা সদস্য ও স্বেচ্ছাসেবী মোতায়েন করেছে কর্তৃপক্ষ৷ কিন্তু অবিরাম বৃষ্টি কাজে ব্যাঘাত ঘটাচ্ছে৷
এসএস/এসিবি (রয়টার্স, এএফপি)