1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেজাল ধরতে ‘চপস্টিক্স'

৫ সেপ্টেম্বর ২০১৪

প্রয়োজনে-অপ্রয়োজনে প্রায় সকলকেই বাইরের খাবার খেতেই হয়৷ কিন্তু সেই খাবার কতটা টাটকা, খেলে শরীরের ক্ষতি হবে কিনা – শুধু চোখে দেখে বলা কঠিন৷ চীনে তৈরি ‘স্মার্ট চপস্টিক্স' এবার সেই সমস্যার সমাধান করতে পারে৷

Essen mit Stäbchen Frau Nudeln
ছবি: Fotolia/WavebreakmediaMicro

আইডিয়াটা এসেছিল নিছক ঠাট্টা হিসেবে৷ ১লা এপ্রিল ‘এপ্রিল ফুলস ডে' উপলক্ষ্যে৷ সে দিন চীনের ইন্টারনেট কোম্পানি বাইডু ‘স্মার্ট চপস্টিক্স' নিয়ে একটি কাল্পনিক ভিডিও প্রকাশ করেছিল৷ উদ্দেশ্য ছিল ব্যবহারকারীদের বোকা বানানো৷ কিন্তু বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে যায়৷ তখন বাইডু কোম্পানিরই উপলব্ধি হয়েছিল, যে বাজারে এমন এক ‘টেস্টার' আনলে মন্দ হয় না৷

চীনে ভেজাল ও নিম্ন মানের খাদ্য কেলেঙ্কারি লেগেই রয়েছে৷ একই তেল দিয়ে বার বার রান্না করা, ভেজাল মাছ-মাংস ও বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করার মতো ঘটনার অভাব নেই৷ এমন খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে বার বার৷ অতএব খাবারের মান পরীক্ষার সহজ উপায়ের চাহিদা যে রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই৷

বৃহস্পতিবার কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, ‘স্মার্ট চপস্টিক্স'-এর এক প্রোটোটাইপ তৈরি হয়ে গেছে৷ অতএব খাবারের গুণাগুণ ও নিরাপত্তা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না৷ কারণ হাইটেক এই চপস্টিক তাপমাত্রা, অ্যাসিডিটি ও ‘টোটাল পোলার মেটিরিয়ালস' বা টিপিএম পরীক্ষা করতে পারবে৷ অর্থাৎ খাবারে যে ফ্যাট বা তেল রয়েছে, তার মানও জানা যাবে৷ তবে সরু চপস্টিকে তো আর ফলাফল দেখানো সম্ভব নয়, তাই ওয়্যারলেস পদ্ধতিতে অ্যাপ-এর মাধ্যমে স্মার্টফোনে চলে যাবে সেই তথ্য৷ খাবারে টিপিএম মাত্রা যদি খুবই বিপজ্জনক হয়, তখন চপস্টিকেরই লাল বাতি জ্বলে উঠবে৷

ভেজাল খাবার ধরবে ‘স্মার্ট চপস্টিক্স'ছবি: NOAH SEELAM/AFP/Getty Images

চপস্টিক একাই সব কাজ করবে না৷ তার চার্জিং স্টেশন-ও বেশ করিতকর্মা৷ ফলের শর্করা, ক্যালোরি ও পুষ্টির মাত্রা বলে দিতে পারে সে৷ এমনকি ফলটি ঠিক কোথা থেকে এসেছে, সে বিষয়েও মোটামুটি একটা অনুমান করতে পারে৷

‘স্মার্ট চপস্টিক্স'-এর কাজ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বাইডু-র৷ নতুন অ্যাপ-এর মাধ্যমে সেটি তখন জলের মধ্যে লবণ ও ধাতুর পরিমাণও বলে দিতে পারবে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ