1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনিসে ‘‘তাহরির ২০১১’’

১০ সেপ্টেম্বর ২০১১

ভেনিস চলচ্চিত্র উৎসবে মিশরে আরব বসন্তের সেই আশ্চর্য ১৮ দিন নিয়ে এলো এক তথ্যচিত্র৷ নাম: তাহরির ২০১১৷ যে তাহরির চত্বরে প্রতিবাদকারিদের জমায়েত থেকে মুবারকের পতনের সূচনা৷

A protester waves an Egyptian flag from the top of a street lamp during a demonstration after Friday prayers in Tahrir Square where many have set up protest tent camps in the main city square in Cairo, Egypt, Friday July 29, 2011. Egyptians rallied in Cairo's central Tahrir Square on Friday seeking to unify their demands despite rifts over key issues between liberal activists and Islamist groups. (Foto:Khalil Hamra/AP/dapd)
ছবি: dapd

তিনভাগে গোটা কাহিনীটি দেখিয়েছেন তিন মিশরীয় চিত্রপরিচালক৷ তিনটি ভাগের নাম: ‘‘ভালো'', ‘‘মন্দ'' এবং ‘‘রাজনীতিক''৷ দেখানো হয়েছে - ভালো বলতে - আন্দোলনকারিদের৷ মন্দ বলতে - পুলিশবাহিনী৷ এবং রাজনীতিক বলতে খোদ হোসনি মুবারক৷ প্রতিভাগেই কিছু কিছু করে বাস্তব ফুটেজ আছে: যেমন প্রতিবাদকারিদের; অথবা পুলিশি নিপীড়নের; অথবা ক্রমবর্ধমান বিদ্রোহের মুখে পড়েও মুবারকের বক্তৃতায় একনায়কের হম্বি-তম্বি৷ আর যোগ করা হয়েছে প্রকৃত আন্দেলনকারি, পুলিশ কর্মকর্তা, মুবারকের উপদেষ্টা-সহযোগী এবং সাধারণভাবে রাজনৈতিক বিশ্লষকদের সঙ্গে সাক্ষাৎকার৷

তাহরির চত্বরছবি: picture-alliance/dpa

ছবিটির তিন পরিচালকই আন্দোলন চলাকালীন তা'তে অংশ নিয়েছেন এবং যুগপৎ ছবি তুলেছেন৷ তামের এজ্জাৎ ভেনিসে সাংবাদিকদের বলেন যে, ছবিটির বাণী হল, বিপ্লব এখনও চলেছে৷ মুবারকের পদত্যাগ একটা মোড় ফেরা বটে, কিন্তু কাহিনী যে সেখানেই শেষ হয়েছে, এমন বলা চলে না৷ আমর সালামা, যিনি মুবারক অংশটির পরিচালক, তিনি বলেছেন, ছবিটি হল মুবারকের মাথার মধ্যে কি ঘটছে, তা' বোঝার এবং বোঝানোর একটি আন্তরিক প্রচেষ্টা৷ আন্দোলন চলাকালীন মুবারক যেন বাস্তবকে প্রত্যাখ্যান করার চেষ্টা করেছেন৷ বুঝতেই চাননি, কি ঘটছে অথবা কেন ঘটছে৷

‘‘তাহরির ২০১১'' তথ্যচিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, আরব বসন্তের সেই দিনগুলোতে সোশাল মিডিয়া এবং মোবাইল ফোনের ব্যাপক ব্যবহার৷ এজ্জাৎ বলেছেন: ‘‘তাহরির তত্বরে কোনো আন্দোলনকারি আহত হলেই দেখা যেতো, পাঁচজন তাকে সাহায্য করার চেষ্টা করছে এবং আরো ত্রিশজন সেই দৃশ্যের ছবি তুলছে৷ এভাবেই তথ্যের উপর কর্তৃপক্ষের বজ্রমুষ্টি শিথিল করেছে ‘নাগরিক সংবাদদাতারা'৷ এবং তাদের তোলা সেই সব ফুটেজ যে ভবিষ্যতে আরো অনেক তথ্যচিত্রের জন্ম দেবে, সে'বিষয়ে এজ্জাতের কোনো সন্দেহ নেই৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ