1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লায়ন’ লুফে নিলো ‘ফাউস্ট’

১২ সেপ্টেম্বর ২০১১

শনিবার সন্ধ্যায় অবশেষে পর্দা পড়লো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের৷ গত ১১ দিন ধরে ভেনিসে ফিল্ম জগতের বহু নামি ব্যক্তিত্বের সমাগম দেখা যাচ্ছিল, ঐ উৎসবেরই সূত্র ধরে৷ তাঁদের সবার চোখে তাক লাগিয়ে পুরস্কার জিতলো ‘ফাউস্ট’৷

‘স্বর্ণ সিংহ’ হাতে পরিচালক আলেকজান্ডার সকুরভছবি: dapd

এবছর ‘গোল্ডেন লায়ন' বা স্বর্ণ সিংহ পুরস্কারের জন্য প্রতিযোগিতার দৌড়ে ছিল ২৩টি ছবি৷ উৎসবের শেষ মুহূর্তে, তারই একটি ছিনিয়ে নিলো বিশ্বের সবচেয়ে পুরানো এই চলচ্চিত্র উৎসবের ৬৮তম স্বর্ণ সিংহ পুরস্কার৷

ছবির নাম ‘ফাউস্ট'৷ হ্যাঁ, মহাকবি গ্যোয়েটের আকর উপন্যাস ‘ফাউস্ট' উপন্যাসের ওপর ভিত্তি করে ছবি বানিয়েই, এবারের ভেনিস চলচ্চিত্র উত্সবের শীর্ষ পুরস্কারটি জিতে নিলেন রুশ পরিচালক আলেকজান্ডার সকুরভ৷ জার্মান ভাষায় তৈরি এই জ্ঞানী অধ্যাপক ফাউস্ট'এর চরিত্রে অভিনয় করেছেন ইওহানেস সাইলার, যিনি প্রাকৃতিক ক্ষমতার প্রতিনিধিত্ব করতে গিয়ে শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দেন৷ প্রেমিকা মার্গারেটকে পাওয়ার জন্য জ্ঞানের তৃষ্ণা তাঁর মেটেনা৷ 

ছবিতে সুন্দরী মার্গারেট-এর চরিত্রে অভিনয় করেন ইসোল্ডা দাইচক এবং শয়তান ‘মেফিস্টোফেলিস'-এর চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন আন্টন আডাসিনস্কি৷

পুরস্কার জেতার পর, ‘ফাউস্ট' ছবির প্রশংসা করেন জুরিমণ্ডলীর প্রধান মার্কিন পরিচালক ড্যারেন অ্যারনফস্কি৷ বলেন, ‘‘কিছু ছবি আছে যা আপনাকে কাঁদাবে, কিছু আছে যা আপনাকে হাসাবে৷ আর কিছু আছে যা দেখার পর পুরোপুরি বদলে যাবেন আপনি৷ সকুরভ-এর ফাউস্ট তেমনই আপনাকে বদলে দেওয়ার মতো একটা ছবি৷''

জার্মানিতে জন্ম নেওয়া আইরিশ অভিনেতা মিখাইল ফাসবেন্ডার সেরা অভিনেতার পুরস্কার পানছবি: dapd

বিজয়ী পরিচালকের কথাতেও যেন ফুটে ওঠে ফাউস্ট-এর ছায়া৷ শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সরকারের কাছে অর্থ সাহায্যের অনুরোধ জানান৷ বলেন, ‘‘সংস্কৃতি বিলাসবহুল কোনো জিনিস নয়৷ এটা সমাজের উন্নতির ভিত্তি গড়ে দেয়৷ তাই সরকারের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত৷''

ওদিকে, জার্মানিতে জন্ম নেওয়া আইরিশ অভিনেতা মিখাইল ফাসবেন্ডার ব্রিটিশ পরিচালক স্টিভ ম্যাককুইন-এর পরিচালনায় কাজ করে জিতে নেন সেরা অভিনেতার পুরস্কার৷ ছবির নাম ‘শেম'৷আর সেরা অভিনেত্রীর পুরস্কার পান হংকং-এর ডিনি ইপ৷

৩৪ বছর বয়সি ফাসবেন্ডার এর আগেও ম্যাককুইন-এর সঙ্গে ‘বাফটা' চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘হাঙ্গার' ছবিতে কাজ করেছিলেন৷ পুরস্কার পাওয়ার পর ফাসবেন্ডার বলেন, ‘‘এটা সত্যিই আনন্দের যখন আপনি কোনো সুযোগকে ঠিকভাবে কাজে লাগাতে সক্ষম হন৷ এতে দর্শকের কাছ থেকেও আশাতীত সাড়া মেলে৷''

উল্লেখ্য, ১৯৩৭ সালে ভারতের ‘সন্ত তুকারাম' ছবিটি ভেনিসেই মুক্তি পায়৷ আর ১৯৫৭ সালে এখানেই ‘গোল্ডেন লায়ন' পেয়েছিল সত্যজিত রায়ের ‘অপরাজিত' ছবিটি৷ এরপর অবশ্য ভারতীয় চলচ্চিত্র ভেনিসে এতো বড় মর্যাদা আর পায় নি৷ তবে ৬৬তম ভেনিস চলচ্চিত্র উৎসবে অমিত দত্তের ‘আদমি কি অওরৎ অউর অন্য কাহানীয়া' ছবিটি জয় করে বিশেষ জুরি পুরস্কার৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ