ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথম বাংলাদেশি ছবি08.09.2010৮ সেপ্টেম্বর ২০১০ইদানিং বাংলা ছবির কথা শুনলেই অনেক নাক সিঁটকান৷ আরে, এখন কী আর রাজ্জাক-কবরীর সেই সোনালি দিন আছে! সূর্য্যকন্যা কিংবা ছুটির ঘণ্টার মতো চলচ্চিত্র কী আর তৈরি হয় এখন৷ এখনতো সিনেমা মানেই অবাস্তব গোলাগুলি আর উদ্দাম নৃত্য৷লিংক কপিবিজ্ঞাপন