সামরিক বাহিনীর সঙ্গে গুয়াইদোর গোপন বৈঠক
৩১ জানুয়ারি ২০১৯ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো জানিয়েছেন, তিনি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন৷ এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রতিদিন টিভিতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে দেখা যাচ্ছে৷
নিউইয়র্ক টাইমসে লেখা এক প্রবন্ধে গুয়াইদো বলেন, তিনি ‘সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন’৷ তিনি লিখেছেন, ‘‘সরকার পরিবর্তনের জন্য মাদুরোর উপর থেকে সামরিক বাহিনীর সমর্থন প্রত্যাহার জরুরি৷ দেশটির বর্তমান অবস্থা যে সমর্থনযোগ্য নয়, সে ব্যাপারে সামরিক বাহিনীর অধিকাংশ সদস্যই একমত৷’’
এদিকে, প্রেসিডেন্ট মাদুরোকে প্রতিদিন সরকারি টেলিভিশনে সামরিক কর্মকর্তাদের সঙ্গে দেখা যাচ্ছে৷ এভাবে তিনি তাঁর সরকারের শক্তি দেখাতে চাইছেন বলে মনে করছেন বিশ্লেষকরা৷ বুধবার টিভিতে দেখানো এক ফুটেজে মাদুরোকে একটি সেনা ক্যাম্পে দেখা গেছে৷ সেখানে তিনি সৈন্য ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘‘আপনারা কি দেশকে ভালোবাসেন? আপনারা কি সংবিধান রক্ষা করবেন? আপনারা কি আপনাদের কমান্ডার-ইন-চিফকে রক্ষা করবেন?’’ উত্তরে সামরিক সদস্যরা বলেন, ‘‘হ্যাঁ, কমান্ডার-ইন-চিফ৷’’
এদিকে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বুধবার বলেন, ‘‘স্পষ্ট করে বললে নিকোলাস মাদুরোর গণতান্ত্রিক বৈধতার অভাব আছে৷ তিনি ভেনেজুয়েলার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নন৷’’ দেশটিতে শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান প্রয়োজন বলে মনে করেন তিনি৷
তবে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে মাদুরো নতুন নির্বাচন আয়োজন নিয়ে কিছু বলেননি৷ অবশ্য তিনি সমস্যার সমাধানে বিরোধীদের সঙ্গে কথা বলতে রাজি আছেন বলে জানিয়েছেন৷
উল্লেখ্য, প্রথমে উগো চাবেস, তারপর নিকোলাস মাদুরো – দক্ষিণ অ্যামেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর শাসন করে গেছেন দুই কট্টর বামপন্থি নেতা৷ চাবেসের মৃত্যুর পর ২০১৩ সাল থেকে সমাজতান্ত্রিক কাঠামোর আওতায় দেশ শাসন করছেন মাদুরো৷ সদ্য সমাপ্ত বিতর্কিত নির্বাচনে জয়লাভ করে ১০ জানুয়ারি তিনি আবার ক্ষমতায় এসেছেন৷ সেই নির্বাচনে বিরোধীদের কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল৷ তখন থেকেই প্রতিবাদ, বিক্ষোভ চলে আসছে৷
এই অবস্থায় সপ্তাহখানেক আগে হুয়ান গুয়াইদো নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ ইতিমধ্যে তাঁকে স্বীকৃতি দিয়েছে৷ তবে রাশিয়া, চীন, তুরস্ক মাদুরোর পক্ষে তাদের সমর্থনের কথা জানিয়েছে৷
গুয়াইদোকে সমর্থন জানিয়ে এবং মাদুরোর বিপক্ষে সারা দেশে নিয়মিত বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে৷ শনিবারও বিশাল সমাবেশের ডাক দেয়া হয়েছে৷
এদিকে, গুয়াইদোর দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট৷ তাঁর বিরুদ্ধে সাংবিধানিক নির্দেশ লঙ্ঘনের অভিযোগের তদন্ত শুরু হয়েছে৷ তবে গুয়াইদো জানিয়েছেন, তিনি দেশ ছাড়তে চান না৷ বরং অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় যে নাগরিকরা দেশ ছেড়ে গেছেন, তাঁদের তিনি ফিরিয়ে আনতে চান বলে জানিয়েছেন৷
জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স)