1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদুরো বনাম গুয়াইদো

১ ফেব্রুয়ারি ২০১৯

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাদুরো ও তাঁর উপদেষ্টাদের নির্বাসনে চলে যাবার ডাক দিয়েছেন৷ ইইউ পার্লামেন্ট গুইয়াদোকে স্বীকৃতি দিয়ে মাদুরোর উপর চাপ বাড়িয়ে দিলো৷

হুয়ান গুয়াইদো ও নিকোলাস মাদুরো
ছবি: Reuters/C. G. Rawlins - picture-alliance/dpa/Xinhua

ভেনেজুয়েলায় রাজনৈতিক অচলাবস্থা কাটাতে আন্তর্জাতিক উদ্যোগ আরো জোরালো হচ্ছে৷ তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর মধ্যে কেউই নিজের অবস্থান থেকে সরে দাঁড়াতে প্রস্তুত নন৷ আন্তর্জাতিক সমর্থনের ক্ষেত্রে এখনো গুয়াইদোর পাল্লাভারী৷ এমনকি তিনি মাদুরোর মদতকারী দুই প্রধান দেশ রাশিয়া ও চীনের সঙ্গে সংলাপ শুরু করেছেন বলে দাবি করেন৷ তাঁর মতে, মাদুরোকে ছেড়ে বিরোধী শক্তির প্রতি সমর্থন দেখালে ভেনেজুয়েলায় এই দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে৷

সোমবার মার্কিন প্রশাসন ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানির উপর নিষেধাজ্ঞা চাপানোর পর সে দেশের বিপর্যস্ত অর্থনীতি আরো চাপের মুখে পড়েছে৷ এই অবস্থায় মাদুরো সরকার মরিয়া হয়ে রাশিয়া, চীন ও অন্যান্য দেশের কাছে অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রোলিয়াম ও দেশের কেন্দ্রীয় ব্যাংকে রাখা সোনা বিক্রি করছে বলে অভিযোগ উঠছে৷ সংযুক্ত আরব আমিরাতের কাছে সোনা বিক্রির পরিকলল্পনার খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স৷ মার্কিন প্রশাসন সব দেশের উদ্দেশ্যে এমন লেনদেন সম্পর্কে সতর্ক করে দিয়েছে৷ ভেনেজুয়েলা থেকে সোনা পাচার করলে সেই দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞা চাপানো হতে পারে বলে হুমকি দিয়েছে ওয়াশিংটন৷

ইউরোপীয় পার্লামেন্ট হুয়ান গুইয়াদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ায় মাদুরোর উপর চাপ আরো বেড়ে গেল৷ এর আগে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও স্পেন মাদুরোর উদ্দেশ্যে আগামী সপ্তাহান্তের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণার ডাক দিয়েছিল৷ মাদুরো নিজেও বিরোধীদের সঙ্গে সংলাপে প্রস্তুত বলে জানিয়েছেন৷ আগাম সাধারণ নির্বাচন আয়োজনে তাঁর আপত্তি না থাকলেও নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ও বিশেষ দূত ইদ্রিস জাজাইরি ভেনেজুয়েলার উপর মার্কিন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর মতে, কোনো সার্বভৌম দেশে সরকার পরিবর্তনের প্রচাষ্টার ক্ষেত্রে সামরিক বা অর্থনৈতিক জোর খাটানো উচিত নয়৷ এর ফলে মারাত্মক মানবিক সংকট দেখা দিতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন৷

মাদুরোর উপর চাপ আরো বাড়াতে মার্কিন প্রশাসন তাঁকে স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইয়াদোর ক্ষমার প্রস্তাব মেনে নেবার ডাক দিয়েছে৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এক টুইট বার্তায় মাদুরোকে দেশ ছেড়ে চলে যাবার প্রচ্ছন্ন প্রস্তাব দেন৷ তিনি লেখেন, ‘‘নিকোলাস মাদুরো ও তাঁর প্রধান উপদেষ্টারা ভেনেজুয়েলা থেকে দূরে কোনো সৈকতে দীর্ঘ, শান্তিপূর্ণ অবসর জীবনযাপন করছেন, তিনি এমনটাই দেখতে চান৷'' তাঁর মতে, মাদুরোর দ্রুত এমন সিদ্ধান্ত নেওয়া উচিত৷ উল্লেখ্য, গুইয়াদো মাদুরো প্রশাসনের সঙ্গে যুক্ত যে-কোনো ব্যক্তির ক্ষেত্রে এমন সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছেন৷

এদিকে হুয়ান গুইয়াদো মাদুরো প্রশাসনের বিরুদ্ধে তাঁর পরিবারের উপর চাপ সৃষ্টির অভিযোগ করেন৷ দেশের এলিট নিরাপত্তা বাহিনী এফএইএস-এর সদস্যরা বৃহস্পতিবার তাঁর বাসভবনে এসে তাঁর পরিবারকে শাসিয়ে গেছে বলে তিনি দাবি করেন৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ