1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিভেনেজুয়েলা

ভেনেজুয়েলা: নির্বাচনে 'কারচুপির' প্রতিবাদ বিরোধীদের

১৮ আগস্ট ২০২৪

ভেনেজুয়েলার বিরোধী দলের সমর্থকেরা এদমুন্দো গঞ্জালেজকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে দেশে এবং বিদেশের নানা জায়গায় জড়ো হয়েছিলেন।

কারাকাসে জড়ো হওয়া বৃহত্তর সমাবেশের একটিতে বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো (এই ফ্রেমের মাঝখানে গাড়ির উপর দাঁড়িয়ে ভেনিজুয়েলার পতাকা নাড়ছেন) বিক্ষোভে অংশ নেওয়ার জন্য আত্মগোপনীয়তা থেকে বেরিয়ে এসেছিলেন।
ভেনেজুয়েলার বিরোধী দলের সমর্থকেরা এদমুন্দো গঞ্জালেজকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে দেশে এবং বিদেশের নানা জায়গায় জড়ো হয়েছিলেন। ছবি: Gaby Oraa/REUTERS

বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ২৮শে জুলাইয়ের নির্বাচনে কারচুপি করেছেন।

নিকোলাস মাদুরো ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন৷ বিরোধী সমর্থকদের অভিযোগ, এই নির্বাচনে কারচুপি করে জয়ী হয়েছেন নিকোলাস

আমরা প্রতিবাদ সম্পর্কে কী জানি?

শনিবার, হাজারো মানুষ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জড়ো হন। বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২৮শে জুলাইয়ের নির্বাচনের স্বাধীন, আন্তর্জাতিক যাচাইয়ের আহ্বান জানিয়েছেন এবং বিক্ষোভকারীদের রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জনগণের কণ্ঠস্বরের ঊর্ধ্বে কিছু নেই, জনগণই এ কথা বলেছে। তিনি নিরাপত্তা বাহিনীকে পক্ষ পরিবর্তন করতে এবং বিরোধীদের সমর্থন করার আহ্বান জানান।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মারাকাইবোতে, শনিবার স্থানীয় সময় সকাল নয়টার মধ্যে শত শত লোক জড়ো হয়েছিল।

বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো প্রতিবাদী মানুষদের রাস্তায় অবস্থানের আহ্বান জানান।ছবি: Leonardo Fernandez Viloria/REUTERS

ভালেন্সিয়া, সান ক্রিস্তোবাল, এবং বারকিসিমেতো শহরেও শত শত বিক্ষোভকারী উপস্থিত ছিলেন৷

ভেনিজুয়েলার বিরোধীদের মতে, স্পেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম এবং সুইজারল্যান্ডেও সমাবেশ হয়েছে। ৭০ লাখেরও বেশি ভেনেজুয়েলান প্রবাসী।

ভেনিজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভের জন্ম

ভেনেজুয়েলার নির্বাচনী কর্তৃপক্ষ, ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল (সিএনই), বলেছে যে মাদুরো এই বছরের রাষ্ট্রপতি নির্বাচনে ৫২ শতাংশের কম ভোট পেয়ে জয়ী হন৷ যদিও এর ফলে তার প্রেসিডেন্ট হিসাবে তৃতীয় মেয়াদ নিশ্চিত হেছে।

বিরোধীদের অভিযোগ, সিএনই মাদুরোর ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনিজুয়েলার (পিএসইউভি) একটি শাখা হিসাবে কাজ করে।

স্পেনের বার্সেলোনায় হাজারো ভেনেজুয়েলান তাদের দেশের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেন।ছবি: Manaure Quintero/AFP/Getty Images

বিরোধী দল প্রকাশ করেছে, ভোটিং মেশিনের ৮৩ শতাংশের মধ্যে তাদের প্রার্থী এদমুন্দো গঞ্জালেজ প্রায় ৬৭ শতাংশ সমর্থন পেয়েছেন।

বিক্ষোভ রুখতে সরকারি দমন-পীড়নে কমপক্ষে দুই হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ সংঘর্ষের ফলে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন এবং অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস (ওএএস) বিস্তারিত ফলাফলের তালিকা প্রকাশের অনুরোধ করেছে।যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি লাতিন আমেরিকান দেশ এদমুন্দো গঞ্জালেজকে নির্বাচনে জয়ী হিসাবে স্বীকৃতি দিয়েছে

চলতি সপ্তাহের শুরুতে, জাতিসংঘের একটি প্যানেল জানিয়েছে, ভেনেজুয়েলার নির্বাচনে ‘স্বচ্ছতা ও সততার‘‚ অভাব রয়েছে।

আরকেসি/এআই (রয়টার্স, এএফপি, ডিপিএ, ইএফই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ