1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেলুপিলাই প্রভাকরণ নিহত, দাবি শ্রীলংকার

১৮ মে ২০০৯

শ্রীলংকা সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সারাথ ফনসেকা সোমবার তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে তাদের যুদ্ধ সমাপ্তির কথা ঘোষণা করেছেন৷ শ্রীলংকা টেলিভিশনে তিনি এ কথা ঘোষণা করেন৷

ভেলুপিলাই প্রভাকরণ (ফাইল ফটো)ছবি: AP

টেলিভিশনে বলা হয় যে, তামিল বিদ্রোহী নেতা ভেলুপিলাই প্রভাকরণকে হত্যা করা হয়েছে৷

শ্রীলংকা সেনাবাহিনীর প্রধান জেনারেল ফনসেকা শ্রীলংকার টেলিভিশনে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে চূডান্ত বিজয়ের কথা ঘোষণার পর বলেন যে, তামিল বিদ্রোহীদের চরম পরাজয় ঘটেছে৷ তিনি বলেন যে, গোটা দেশ সন্ত্রাসীদের হাত থেকে এখন সম্পুর্ণ মুক্ত ৷ প্রেসিডেন্ট যে দায়িত্ব আমাদের দিয়েছিলেন তা আমরা পূরণ করেছি অর্থাৎ তামিল বিদ্রোহীদের কবল থেকে আমরা দেশকে মুক্ত করেছি৷

তামিল বিদ্রোহীদের চরম পরাজয়ের খবরে জনতার উচ্ছ্বাসছবি: AP

শ্রীলংকার প্রেসিডেন্ট রাজাপাকসে বলেন, অনেকে মনে করেছিলেন আমরা তামিলদের বিরুদ্ধে সামরিক বিজয় লাভে সক্ষম হব না৷ কিন্তু গর্বের সঙ্গে আমি ঘোষণা করছি যে, আমার সরকার গোটা সামরিক বাহিনীর অভিযানে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে অবশেষে জয়লাভ করেছে৷ দেশটি তামিল বিদ্রোহীদের অপকান্ড থেকে মুক্ত হয়েছে৷ এই মুক্তি আসলো দীর্ঘ তিন দশক পর৷ আমার সরকার এবং সংগঠিত মানবিক অভিযানের ফলে প্রায় সকল বেসামরিক নাগরিক মুক্ত হয়েছে বিদ্রোহীদের হাত থেকে-যারা তাদের শিল্ড হিসেবে ব্যবহার করেছে৷

এদিকে, শ্রীলংকার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, তামিল বিদ্রোহী নেতা ভেলুপিলাই প্রভাকরণকে হত্যা করা হয়েছে৷ তাঁর সাথে তাঁর দুজন ডেপুটিকেও হত্যা করা হয়েছে৷ তাঁরা একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করেছিলেন৷ কিন্তু তাঁদেরকে গুলি করে হত্যা করা হয়৷

শ্রীলংকা সেনাবাহিনীর প্রধান জেনারেল ফনসেকা টেলিভিশনে বলেন, তাঁর সৈন্যরা দেশের উত্তরাঞ্চলের যুদ্ধাঞ্চল মুক্ত করেছে সম্পূর্ণরুপে৷ এ কাজে তারা শেষ দুশ পঞ্চাশ জন তামিল যোদ্ধাকে হত্যা করেছে৷

শ্রীলংকার প্রেসিডেন্ট রাজাপাকসেছবি: AP

তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ অবসানের কথা ঘোষিত হওয়ার মধ্য দিয়েই শেষ হল এশিয়ার সবচেয়ে বেশি দিন স্থায়ী এবং বর্বরোচিত জাতিগত সংঘর্ষের -যাতে নিহত হয় সত্তর হাজারেরও বেশি মানুষ৷

তামিল বিদ্রোহীরা তাদের জন্য একটি পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে আসছিল ১৯৭২ সাল থেকে৷

প্রতিবেদক: আবদুস সাত্তার, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ