1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেষজ ওষুধ কতটা নির্ভরযোগ্য?

১ অক্টোবর ২০১৯

হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ – কোন চিকিৎসা পদ্ধতির উপর আপনার সবচেয়ে বেশি আস্থা রয়েছে? প্রায় সব শাখারই মূল ভিত্তি ভেষজ পদার্থ৷ আদিবাসীরা তার নানা গুণাগুণ আবিষ্কার করেছিল৷

ছবি: picture-alliance/dpa/Bildagentur-online/Ohde

যে কারণে ভেষজ চিকিৎসা আজও জনপ্রিয়

02:39

This browser does not support the video element.

ভেষজ চিকিৎসা পদ্ধতির গুরুত্ব কতটা? এই পদ্ধতিই প্রচলিত চিকিৎসাশাস্ত্রের উৎস৷ আসলে প্রায় ৭০ শতাংশ ওষুধই ভেষজ পদার্থ দিয়ে তৈরি৷ হাজার হাজার বছর ধরে আদিবাসীরা প্রকৃতির ঔষধির গুণাগুণ কাজে লাগিয়ে আসছে৷ ওঝারা গাছের পাতা, ফুল, ফল, শিকড়বাকড় দিয়ে অসুখ সারানোর চেষ্টা করতেন৷ যেমন সেড্রিলো গাছের বাকল ব্যথা কমায়৷ কানগোরোসা গাছের পাতা মাথাব্যথা দূর করে এবং প্রুনুস আফ্রিকানা গাছের বাকল প্রস্টেট ক্যানসারের মোকাবিলা করে৷ 

গ্রীষ্মপ্রধান এলাকার রেন ফরেস্টেই সবচেয়ে বেশি ঔষধি গাছ পাওয়া যায়৷ বৈচিত্র্যে ভরা এই সব গাছপালার সামান্য এক ভগ্নাংশ নিয়ে এখনো পর্যন্ত গবেষণা হয়েছে৷ সে কারণে বিজ্ঞানীরা সেখানে আরও নতুন ধরনের অ্যাকটিভ সাবস্টেন্স বা সক্রিয় পদার্থের সন্ধান করছেন৷ এ ক্ষেত্রে তাঁরা আদিবাসীদের হাজার হাজার বছর ধরে অর্জিত জ্ঞানের প্রতি আগ্রহ দেখাচ্ছেন৷ চিকিৎসার কাজে উদ্ভিদের বিষাক্ত পদার্থের পরিমিত প্রয়োগ সম্পর্কে আদিবাসীরা ওয়াকিবহাল৷

ভেষজ চিকিৎসা শুধু সক্রিয় পদার্থের মধ্যে সীমাবদ্ধ নেই৷ অনেকে সরাসরি প্রকৃতির মধ্যেই রোগ নিরাময়ের পথ খোঁজেন – সূর্যালোক, বাতাস অথবা পানির মধ্যে৷ যেমন গরম ও শীতল শেঁকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়৷

স্বাস্থ্যের উপর খাদ্যাভ্যাসেরও প্রভাব রয়েছে৷ চীনের ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতির ভিত্তিও ভেষজ চিকিৎসা৷ অর্থাৎ নানা ধরনের অ্যাকটিভ সাবস্টেন্স ও চিকিৎসা রয়েছে৷ ভেষজ চিকিৎসার জনপ্রিয়তা আজ শীর্ষে পৌঁছেছে৷ অনেক ডাক্তরই সম্পূরক চিকিৎসা হিসেবে এই শাখাকে গুরুত্ব দিচ্ছেন৷

আন্দ্রেয়াস নয়হাউস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ