1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভোটাররা তাইয়িপকে লাল কার্ড দেখিয়েছে'

৮ জুন ২০১৫

তুরস্কে বড় রকমের ধাক্কা খেলো ক্ষমতাসীন একেপি৷ একক সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান সংবিধান সংশোধন করে ক্ষমতা পাকাপোক্ত করতেন৷ একেপি ৪১ ভাগের মতো ভোট পাওয়ায় উল্টো নতুন নির্বাচনের দাবি উঠেছে৷

Türkei Parlamentswahl
ছবি: Getty Images/A. Altan

রবিবারের সংসদ নির্বাচনের ৯৯ দশমিক ৯ ভাগ ভোটগণনা শেষে এর্দোয়ানের একেপি ৪১ ভাগের মতো ভোট পেয়েছে, যার অর্থ, ২০০৩ সালের পর থেকে এই প্রথম দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না৷ সব মিলিয়ে ২৫৮টি আসন পাবে একেপি৷ অথচ একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩৩০টি আসনের দরকার ছিল৷ বিশ্লেষকরা বলছেন, কুর্দিপন্থি দল এইচডিপি-র উত্থানই একেপির প্রত্যাশিত ভোট না পাওয়ার বড় কারণ৷ ১৩ শতাংশের মতো ভোট পেয়ে এবারই প্রথম সংসদে যাচ্ছে তারা৷ সংসদে স্থান নিশ্চিত করতে তাদের ১০ শতাংশ ভোটের দরকার ছিল৷

চমক দেখালেও আসন সংখ্যার দিক থেকে চতুর্থ স্থানে থাকবে এইচডিপি৷ ২৫ শতাংশ ভোট পেয়ে একেপির পরেই থাকছে সিএইচপি, তারপর ১৬ দশমিক ৫ ভাগ ভোট পাওয়া এমএইচপি এবং তারপরই এইচডিপি৷

কারাবন্দি নেতার ছবি নিয়ে কুর্দিদের উল্লাসছবি: Reuters/O. Orsal

নির্বাচনের আগে প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান ভোটারদের প্রতি বারবার তাঁর দলকে বিপুল ভোটে জয়ী করে সংবিধান সংশোধনের সুযোগ দেয়ার আহ্বান জানান৷ কিন্তু প্রত্যাশা অনুযায়ী ভোট না পাওয়ায় তা আর সম্ভব হচ্ছে না৷ আপাতত জোট সরকার গঠনের চেষ্টা করতে হবে একেপি-কে৷ তবে নাটকীয় কিছু না ঘটলে সে চেষ্টায় ব্যর্থ হওয়ার আশঙ্কাই বেশি, কেননা, সম্ভাব্য জোটসঙ্গী এমইচপি-র নেতা ডেভলেট বাহচেলি তাঁর দলের জোট সরকারের অংশ হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন৷ খুব তাড়াতাড়ি নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন তিনি৷

তুরস্কের গণমাধ্যমের বড় একটা অংশও মধ্যবর্তী নির্বাচনের পক্ষে৷ দৈনিক ‘হুরিয়েত' তাই শিরোনামে লিখেছে, ‘তিনটি সম্ভাবনা'৷ তাদের বিশ্লেষন অনুযায়ী তুরস্ক এখন যে তিনটি পথ অবলম্বন করতে পারে, সেগুলো হলো, ১. জোট সরকার গঠন, ২. একেপির দুর্বল সরকার এবং ৩. আগেভাগে নির্বাচন আয়োজন৷

দৈনিক মিল্লেত নির্বাচনের ফলাফলকে দেখছে, ‘নতুন যুগের সূচণা' হিসেবে৷ এর্দোয়ান-বিরোধী সোজচু লিখেছে, ‘ধস৷ ভোটাররা তাইয়িপকে লাল কার্ড দেখিয়েছে৷'

এসিবি/ডিজি (এএফপি, এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ