1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভোটটা যেন জনগণ দিতে পারে, সেটাই লক্ষ্য'

৩ জুন ২০২২

আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিবাদী' আখ্যা দিয়ে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি জানিয়েছেন, আন্দোলন ছাড়া এই রাজনৈতিক ব্যবস্থা বদলানো সম্ভব নয়৷ সেজন্য তারা আন্দোলনের ডাক দিয়েছেন৷

Khaled Muhiuddin Asks | SM Kamal Hossain and Zonayed Saki
ছবি: DW

শুক্রবার ‘‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়'' টকশোতে যোগ দিয়ে এ কথা বলেন সাকি৷ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে ২০৪০ সাল পর্যন্ত এমন প্রশ্নবিদ্ধ নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকা৷ সেটা প্রতিরোধে সংবিধান সংস্কার করে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থার পরিবর্তন দরকার৷

‘‘আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক উপায়ে এই সংস্কারে রাজি হবে না৷ তাই আন্দোলনের বিকল্প নেই,'' বলেন তিনি৷

সাকি যোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তারা৷ তিনি বলেন, ‘‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা সংস্কারের যে প্রস্তাবগুলো তারা করছেন তা বিএনপি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে৷ এই আন্দোলনের সঙ্গে বিএনপির সঙ্গে জোট বা পরে নির্বাচনে জয়ী হলে সরকার গঠনের কোন যোগসূত্র আপাতত নেই৷''

অনুষ্ঠানের সঞ্চালক ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের এক প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি জানান, তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান৷ সেক্ষেত্রে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে৷

অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন৷ তিনি এ প্রসঙ্গে বলেন, ‘‘আলোচনার ভিত্তিতে নির্বাচন হতে পারে৷ তবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকেই এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে৷''

২০১৮ সালের নির্বাচনে কারচুপি হয়েছে স্বীকার করলেও তিনি তার জন্য বিরোধী দলগুলোকে দায়ী করেন৷ তিনি বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠু হতে হলে শক্তিশালী বিরোধী দল থাকা দরকার৷ তারা মাঠে না থাকলে, ভোটকেন্দ্রে তাদের এজেন্টরা না থাকলে কিছুটা কারচুপি হবেই৷ তখন অতি উৎসাহী সমর্থকরা কারচুপি করে৷'' 

তিনি দাবি করেন, জনগণ বর্তমান সরকারের সঙ্গে আছে৷ তাই এই সরকার এখনো টিকে আছে৷

‘‘২০১৮ সালের নির্বাচনের পর তো কেউ রাস্তায় নামেনি৷ কেউ এর বিরুদ্ধে আন্দোলন করেনি,'' যুক্তি দেন তিনি৷

জেডএ/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ