1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোটারদের অনাগ্রহের ভোট

১ ফেব্রুয়ারি ২০২০

ভোটারদের স্বল্প উপস্থিতির মধ্য দিয়ে শেষ হল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন৷ অনেক ভোটকেন্দ্রই বিএনপির কোন এজেন্ট ছিল না৷ তাদেরকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ দলটির৷

ছবি: DW/Sazzad Hossain

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি তেমন একটা ছিল না৷ শনিবার সকাল ৮ টায় ভোট শুরুর পর নগরীর বিভিন্ন এলাকার বেশ কিছু কেন্দ্রে ঘুরে এমন চিত্রের খবর দিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ বিভিন্ন কেন্দ্র ঘুরে একই পরিস্থিতি দেখেছেন ডয়চে ভেলের প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন ও সমীর কুমার দে৷

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে নিউ মডেল ডিগ্রি কলেজে সাত হাজার ৩৭জন ভোটারের মধ্যে দুপুর বারোটা পর্যন্ত মাত্র ১৬ ভাগ ভোট পড়েছে৷ সেখানকার একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনিসুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ভোটার উপস্থিতি আশানুরূপ নয়, তবে দুপুরের পরে ভোটার বাড়তে পারে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এজি চার্চ কেন্দ্রের চার নম্বর কক্ষে ৩৩৩ জন ভোটারের মধ্যে সকাল ১০ টা ২৬ মিনিট পর্যন্ত ভোট দেন মাত্র ১২ জন৷

ইভিএম বিড়ম্বনা

ইভিএম এ ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা৷ সকালে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে যান তিনি। দুবার যাচাই করেও তার আঙ্গুলের ছাপ মেলেনি৷ এরপর ভোটার নম্বর ব্যবহার করে তিনি ভোট দেন৷  ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইভিএমে ভোট দেওয়ার আগে আঙ্গুলের ছাপ মেলাতে হয়। সিইসি মহোদয় আঙ্গুলের ছাপ দু-তিন বার ট্রাই করেন। পরে ভোটার শণাক্তকরণ করে ইভিএম ভোট দেন।’’

শুধু সিইসি নন এমন বিড়ম্বনায় পড়েছেন আইনজীবী ড. কামাল হোসেনও৷ বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে যান তিনি৷ একাধিকবার চেষ্টার পরও ইভিএম এ তার আঙ্গুলের ছাপ মেলানো যায়নি৷ পরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সহায়তায় ভোট দেন তিনি।

সংবাদমাধ্যমগুলোর কাছে ইভিএম এ ভোটের এমন সমস্যা হওয়ার কথা জানিয়েছেন সাধারণ ভোটাররাও৷    

বিএনপির এজেন্ট নেই

বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীদের এজেন্ট ছিল না সকাল থেকেই৷ দৈনিক সমকালের প্রতিবেদক দেলোয়ার সকাল থেকে ধানমণ্ডির ১৫ টি কেন্দ্র ঘুরে দলটির কোন এজেন্ট দেখেননি বলে জানিয়েছেন ডয়চে ভেলেকে৷

ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেন৷ দলটির নির্বাচন পরিচালনা কমিটির মনিটরিং সেলের সদস্য আব্দুর সালাম আজাদ জানান, প্রায় শতাধিক কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে৷

অভিযোগ প্রসঙ্গে নানক বলেন, ‘‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীতি মেয়রপ্রার্থী ইশরাক হোসেন চিরাচরিত মিথ্যাচার দিয়ে দিন শুরু করেছেন৷ তিনি নিজে গোপীবাগ শহীদ শাহজাহান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন৷ সেই কেন্দ্রে তিনি যখন ভোট প্রদান করেন তখন তাদের পোলিং এজেন্ট ছিল না৷ অথচ তারা বায়বীয় কায়দায় মিথ্যাচার করছে যে, বিভিন্ন কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে৷''

একই ধরনের অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম রুমী৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, গতকাল (শুক্রবার) রাতে তার অফিস ভাংচুর করা হয়েছে৷ সকালে তার সব এজেন্টদের কেন্দ্রগুলো থেকে বের করে দেয়া হয়েছে৷ নির্দিষ্ট প্রতীকে ভোটারদের জোর করে ভোট দেয়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷ এ সময় তার স্ত্রী সায়মা খানম বলেন, সকালে তিনি শুক্রাবাদে একটি কেন্দ্রে পোলিং এজেন্টসহ গেলে তাদেরকে প্রবেশে বাধা দেয়া হয়৷ পুলিশের কাছে অভিযোগ করা হলে তারাও নির্বিকার ছিল৷   

সাংবাদিককে মারধর

এদিকে বিভিন্ন জায়গায় আওয়ামি লীগ বিএনপির সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷

বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিএনপি ও আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়৷ এ সময় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীদের দিকে বিএনপির সমর্থকরা ঢিল ছুড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷

মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত এক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মিছিল থেকে এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে৷ তিনি ইন্টারনেটভিত্তিক নিউজ পোর্টাল আগামীর কর্মী মুস্তাফিজুর রহমান সুমন৷ ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের পক্ষে একটি মিছিল মিছিলের ছবি তুলতে গেলে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে৷    

মুস্তাফিজুর রহমান সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ 

এমন ভোট আমরা চাই না: সিইসি

শনিবার সকাল ১১টার দিকে উত্তরা পাঁচ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন সিইসি৷ এসময় তিনিও ভোটার উপস্থিতি ভাল নয় বলে উল্লেখ করেন৷ বলেন, ‘‘ভোটারের উপস্থিতি এখন পর্যন্ত ভালো না৷ দেখলাম ২৭৬ জন ভোটার এখানে আসছেন সকালের দিকে৷ পরে আসবে আশা করি৷''

তিনি বলেন, ‘‘আমরা পরিবেশ সৃষ্টি করেছি৷ আমাদের দিক থেকে প্রস্তুতির কোনো কমতি নেই৷''

এজেন্টদের বের করে দেয়া হচ্ছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘‘আইনশৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট যারা আছে তাদের প্রতি কড়া নির্দেশ- এরকম অভিযোগ যদি পায় সাথে সাথে সেই এজেন্টকে আবার কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করবে৷''

গোলযোগের বিষয়ে এক প্রশ্নে নূরুল হুদা বলেন, ‘‘এমন ভোট আমরা চাই না৷ আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছে তাদের প্রতি আমার নির্দেশ তারা এ জাতীয় পরিস্থিতি ঘটলে সাথে সাথে যাতে ব্যবস্থা নেয়৷''

সবশেষে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘‘ভোট নিয়ে সন্তুষ্ট৷''

এফএস/এসএনএল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ