1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি

৭ জানুয়ারি ২০২৪

ভোটাররা নির্বাচন গ্রহণ করেছেন, নাকি বর্জন? এই প্রশ্নে বিপরীত অবস্থানে রয়েছে সরকারে থাকা দল আওয়ামী লীগ এবং ভোট বয়কট করা বিএনপি।

বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিয়ে কখনো আপস করেনি: মঈন খান
বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিয়ে কখনো আপস করেনি: মঈন খানছবি: Munir Uz Zaman/AFP

বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিয়ে কখনো আপস করেনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘‘বিএনপি এবং ৬২টি সমমনা দল যারা এই প্রহসনের নির্বাচন বর্জন করেছেন, তাদের সকলের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্যালুট জানাই৷''

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকায় জনগণ ভোট বর্জন করেছেন বলে তিনি বলেন, ‘‘ভোটকেন্দ্রের সামনে কুকুর শুয়ে রোদ পোহাচ্ছে৷''

বিএনপির এই বর্ষীয়ান নেতা গণমাধ্যমের প্রতি নিরপেক্ষভাবে ঢাকা এবং সারা দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান৷ সাংবাদিকদের উদ্দেশে মঈন খান বলেন ‘‘আপনারা সরকারের হুমকিতে ভীত না হয়ে, আজকের নির্বাচনে যা সত্য, তা দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে উদ্ভাসিত করুন৷''   

এক অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী বলেন, ‘‘আজকের নির্বাচন ইয়ার্কি ঠাট্টার একটি নির্বাচন৷ যেখানে কে কোথায় বিজয়ী হবে তা তারা আগেই ঠিক করে রেখেছিলো৷''

এর আগে  সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘‘ভোটারদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি তাদের আন্দোলনে পরাজিত হয়েছে৷ আজকে যারা বর্জন করার আহ্বান জানিয়েছিলেন, ভোটাররা তাদেরই বর্জন করেছেন৷''

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘‘ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করে যারা ভোট বর্জন করে নাশকতার আশ্রয় নিয়েছে, তারা আবার পরাজিত হলো৷''

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, ‘‘নির্বাচনে ৪০ শতাংশেরর মতো ভোট পড়েছে৷'' তবে ভোট গণনা শেষে হলে এই সংখ্যাটি বাড়তেও পারে, কমতেও পারে বলে তিনি যুক্ত করেন৷

জনগণের কাছে গ্রহণযোগ্য হলে নির্বাচন গ্রহণযোগ্য: শেখ হাসিনা

02:38

This browser does not support the video element.

এসএইচ/এডিকে

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ