ভোটাররা নির্বাচন গ্রহণ করেছেন, নাকি বর্জন? এই প্রশ্নে বিপরীত অবস্থানে রয়েছে সরকারে থাকা দল আওয়ামী লীগ এবং ভোট বয়কট করা বিএনপি।
বিজ্ঞাপন
বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিয়ে কখনো আপস করেনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘‘বিএনপি এবং ৬২টি সমমনা দল যারা এই প্রহসনের নির্বাচন বর্জন করেছেন, তাদের সকলের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্যালুট জানাই৷''
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকায় জনগণ ভোট বর্জন করেছেন বলে তিনি বলেন, ‘‘ভোটকেন্দ্রের সামনে কুকুর শুয়ে রোদ পোহাচ্ছে৷''
ঢাকার কয়েকটি ভোটকেন্দ্রের সার্বিক চিত্র
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে ধারণা সিইসি’র। ১৪০টি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার হয়েছে ৪২ জন। রাজধানী ঢাকার মিরপুর এবং ফার্মগেটের বেশ কয়েকটি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি থাকছে ছবিঘরে৷
ছবি: Mortuza Rashed/DW
অনেকের তথ্য মিলছে না
সারাদিন ব্যাপী বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে প্রতিবেদক দেখতে পান, অনেকেরই ভোটার স্লিপের সাথে সার্ভারের তথ্য মিলছে না। তাঁরা জানান, মোবাইল অ্যাপে যা এসেছে, তা-ই লিখে দিলেও এখন ভোটকেন্দ্রে এসে দেখছেন তথ্যে গরমিল রয়েছে।
ছবি: Mortuza Rashed/DW
সকালে ভোটার উপস্থিতি একদম কম
ঢাকার একাধিক স্থানের ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, দুপুর ১২টা পর্যন্ত গড়ে ৩০-৪০টি ভোট হয়েছে প্রতিটি বুথে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।
ছবি: Mortuza Rashed/DW
হেভিওয়েট প্রার্থীর কেন্দ্রও ফাঁকা
ঢাকার কচুক্ষেতের মুসলিম মডার্ণ একাডেমিতে ঢাকা-১৭ আসনের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের একজন মনোনীত নৌকা প্রতীক প্রার্থী। কিন্তু দুপুর ১২:৩০ গিয়েও দেখা গেল এখানে ভোট পড়েছে গড়ে ২০-২৫ শতাংশ।
ছবি: Mortuza Rashed/DW
হেল্প ডেস্ক
ঢাকার কচুক্ষেতের মুসলিম মডার্ণ একাডেমির সামনে বেশ কিছু হেল্প ডেস্ক দেখা যায়। এখান থেকে বিভিন্ন প্রতীকের পোলিং এজেন্টগণ ভোটারদের ভোট স্লিপ দিয়ে সাহায্য করছেন বলে জানান তারা।
ছবি: Mortuza Rashed/DW
আগের চিত্র এখন আর নেই
ঢাকার কচুক্ষেতের তাওসিফ ট্রেডার্সের অন্যতম স্বত্বাধিকারী মোঃ ইসমাইল (ডানে)। তিনি জানান, তিনি কিশোরগঞ্জের ভোটার। আগে ভোটের এলাকা থেকে ফোন দিয়ে ভোট দেওয়ার জন্য প্রার্থীরা আহবান জানালেও এখন আর তাদের ভোটের দরকার হয়।
ছবি: Mortuza Rashed/DW
প্রার্থীর কেন্দ্র পরিদর্শন
ঢাকার ফার্মগেট তেজকুনিপাড়ার বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনে আসেন ধাকা-১২ আসনের এমপি পদপ্রার্থী স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংশ্লিষ্টদের সাথে কথা বলে তিনি ভোটকেন্দ্র ত্যাগ করেন।
ছবি: Mortuza Rashed/DW
প্রার্থী চলে যেতেই ভোটার গায়েব
ঢাকার ফার্মগেটের বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর ২টায় গিয়ে দেখা যায়, সেখানে ভোটারদের ৫-৬টি লাইন। কিছুক্ষণ পর কেন্দ্র পরিদর্শনে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিন্তু তিনি চলে যাওয়ার পরেই সব’কটি লাইন এবং ভোটার উধাও হয়ে যান।
ছবি: Mortuza Rashed/DW
তরুণ ভোটারদের আগ্রহ
ঢাকার ফার্মগেট তেজকুনিপাড়ার বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় সেখানে তরুণ ভোটারের উপস্থিতি এবং ভোটের হারও বেশি।
ছবি: Mortuza Rashed/DW
ব্যালট বাক্স লক করা
সকাল ৮ টার আগেই ব্যালট বাক্স পোলিং এজেন্টের উপস্থিতিতে লক করতে দেখা যায় ভোট কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। মিরপুরের ভোটকেন্দ্র হাজী আশরাফ আলী হাইস্কুলের চিত্র এটি।
ছবি: Mortuza Rashed/DW
ভোট গণনা
বিকাল ০৪:১০ মিনিটে ঢাকার তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুলের ভোট গণনা শুরু হয়। এসময় সেখানে প্রতিটি প্রতীকের পোলিং এজেন্ট, পোলিং অফিসার, পুলিশ, সহকারী প্রিজাইডিং অফিসারের এবং প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়। কেন্দ্রটিতে ভোট পড়ে গড়ে ৩৫ শতাংশ বলে জানান তারা।
ছবি: Indranil Mukherjee/AFP
10 ছবি1 | 10
বিএনপির এই বর্ষীয়ান নেতা গণমাধ্যমের প্রতি নিরপেক্ষভাবে ঢাকা এবং সারা দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান৷ সাংবাদিকদের উদ্দেশে মঈন খান বলেন ‘‘আপনারা সরকারের হুমকিতে ভীত না হয়ে, আজকের নির্বাচনে যা সত্য, তা দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে উদ্ভাসিত করুন৷''
এক অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী বলেন, ‘‘আজকের নির্বাচন ইয়ার্কি ঠাট্টার একটি নির্বাচন৷ যেখানে কে কোথায় বিজয়ী হবে তা তারা আগেই ঠিক করে রেখেছিলো৷''
এর আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘‘ভোটারদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি তাদের আন্দোলনে পরাজিত হয়েছে৷ আজকে যারা বর্জন করার আহ্বান জানিয়েছিলেন, ভোটাররা তাদেরই বর্জন করেছেন৷''
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘‘ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করে যারা ভোট বর্জন করে নাশকতার আশ্রয় নিয়েছে, তারা আবার পরাজিত হলো৷''
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, ‘‘নির্বাচনে ৪০ শতাংশেরর মতো ভোট পড়েছে৷'' তবে ভোট গণনা শেষে হলে এই সংখ্যাটি বাড়তেও পারে, কমতেও পারে বলে তিনি যুক্ত করেন৷
জনগণের কাছে গ্রহণযোগ্য হলে নির্বাচন গ্রহণযোগ্য: শেখ হাসিনা