1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভোটের ফলাফলকে শ্রদ্ধা করুন’

২ নভেম্বর ২০১৫

তুর্কিরা স্থায়িত্বের সপক্ষে ভোট দিয়েছেন, বিশ্বের সেই ফলাফলকে মেনে চলা উচিত, বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান৷ প্রদত্ত ভোটের প্রায় অর্ধেক পেয়েছে এর্দোয়ানের প্রতিষ্ঠিত একেপি দল৷

Wahl in der Türkei AKP gewinnt deutlich
ছবি: picture-alliance/dpa/T. Bozoglu

সোমবার ইস্তানবুলের একটি মসজিদে নামাজ পড়ার পর এর্দোয়ান তুরস্কের ঐক্যের ডাক দিয়েছেন এবং তাঁর প্রতি বিরূপ মনোভাবের জন্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন৷

‘‘গণতন্ত্র সম্পর্কে আপনাদের ধারণা কি এই?'' বলেছেন এর্দোয়ান৷ ‘‘তুরস্কে একটি দল ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসেছে... সারা বিশ্বের এটাকে মেনে চলা উচিত৷ কিন্তু আমি সেরকম পরিপক্কতা দেখছি না৷'' ১লা নভেম্বর জাতি স্থায়িত্বের সপক্ষে ভোট দিয়েছে, বলে এর্দোয়ান মন্তব্য করেন৷ অপরদিকে তুরস্ককে গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রের দিকে এগোতে দেখছে পশ্চিমি গণমাধ্যম৷

ইসলামপন্থি ঐতিহ্যে প্রোথিত একেপি দল ৫০ শতাংশের কিছু কম ভোট পেয়েছে – অর্থাৎ সংসদের ৫৫০টি আসনের মধ্যে প্রায় ৩১৬টি আসন তাদের দখলে৷ গত জুন মাসের নির্বাচনে এর্দোয়ানের দল ২০০২ সালে যাবৎ প্রথমবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারায়৷ অতঃপর জোট সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এর্দোয়ান নতুন নির্বাচনের ডাক দেন৷

তিনি যে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করতে চান, তা কারো অজানা নয়৷ এই নির্বাচনের ফলাফল তাঁর সেই উচ্চাশাকে আবার উস্কে দেবে, বলে ধরে নেওয়া হচ্ছে৷ সেই লক্ষণ দেখছেন অনেকে: যেমন প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর সমালোচনা করা হয়েছে এই টুইটার বার্তায়৷

তুরস্ক যে ‘এর্দোয়ানিস্তানে' পরিণত হতে চলেছে, এমন আশঙ্কা ব্যঙ্গচিত্রেও স্থান পেয়েছে৷

সমালোচকরা বলছেন, সহিংসতা ও বিশৃঙ্খলা সম্পর্কে জনতার আশঙ্কাকে মূলধন করে এর্দোয়ান এই নির্বাচন জিতেছেন৷ গত পাঁচ মাসে কুর্দ জঙ্গি গোষ্ঠী পিকেকে-র সঙ্গে নতুন সশস্ত্র সংঘাতের সূচনা ঘটেছে৷ দক্ষিণের সুরুচ শহরে ও রাজধানী আংকারায় বোমাবাজিতে অক্টোবরের সূচনায় শতাধিক মানুষ নিহত হন৷

অর্থনৈতিকভাবে একেপি-র জয়কে দৃশ্যত ইতিবাচক বলে গণ্য করা হচ্ছে৷ সোমবার সকালে মার্কিন ডলারের তুলনায় তুর্কি লিরা-র বিনিময়মূল্য বাড়ে চার দশমিক চার শতাংশ – পৌঁছায় সাত বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে৷ ইস্তানবুল স্টক এক্সচেঞ্জের মুখ্য ইন্ডেক্স বাড়ে পাঁচ দশমিক চার শতাংশ৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রতিনিধি ফেদেরিকা মোঘেরিনি ও ইইউ-র সম্প্রসারণ কমিশনার ইওহানেস হান একটি বিবৃতিতে বলেছেন যে, তুরস্কের সাধারণ নির্বাচন ‘‘গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তুর্কি জনগণের জোরালো সমর্থন'' নতুন করে সাবুদ করেছে৷

এসি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ