1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোটের সংঘাতে দুই ভাইকে কুপিয়ে হত্যা

৮ নভেম্বর ২০২১

মেহেরপুরের গাংনী উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে জানিয়েছে স্হানীয় পুলিশ৷

Bangladesch - Unfall mit zwei Todesfällen
ছবি: bdnews24.com

সোমবার সকালের গাংনী উপজেলার ধলা লক্ষ্মীনারায়ণপুর গ্রামে এই সংঘর্ষে আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল ইসলাম জানিয়েছেন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে৷

নিহত দুই ভাই হলেন সুলতান মিয়ার ছেলে জাহারুল ইসলাম ও সাহারুল ইসলাম৷ সংঘর্ষের পর রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন৷ মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে আহতদের পাঠানো হয়েছে৷

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষটি ঘটে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় কাথুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদের দুই প্রার্থী আজমাইন হোসেন টুটুল ও আতিয়ার রহমান সমর্থকদের মধ্যে৷ টুটুল ওই ওয়ার্ডের বর্তমানে সদস্য এবং তাদের দুইজনই আওয়ামী লীগের সাথে জাড়িত৷  ভোট চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা শুরু হয়৷

হামলায় দুইজন নিহত হয়েছেন জানিয়ে পুলিশ সুপার রাফিউল ইসলাম বলেন, ‘‘বর্তমান মেম্বার এবং নতুন মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে আকস্মিক এই ঘটনা৷ পরিস্থিতি শান্ত করতে গ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে৷ দোষীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমেছে৷''

এই ঘটনাটি নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলায় ভোটারদের উৎসাহ কমে গিয়ে শঙ্কা বাড়বে বলে মনে করেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ