ভোটে জোটের জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু
৪ নভেম্বর ২০২২ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দক্ষিণপন্থি সরকার ক্ষমতায় আসতে চলেছে। চার বছরের মধ্যে পঞ্চম নির্বাচনে নেতানিয়াহুর দক্ষিণপন্থি জোট পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৬৪টি আসনে জিতেছে। তার মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি জিতেছে ৩২টি আসনে। কট্টর রক্ষণশীল পার্টি পেয়েছে ১৮টি আসন এবং চরম-দক্ষিণপন্থি দলগুলির জোট ১৪টি আসন পেয়েছে বলে ইসরায়েলের নির্বাচন কমিশন জানিয়েছে।
তার অর্থ হলো, ইতিমধ্যেই সবচেয়ে বেশিদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকা নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী হবেন। আর ইসরায়েল তার ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে দক্ষিণপন্থি সরকার পাবে।
প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বৃহস্পতিবারই নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি তার অফিসের কর্মীদের নির্দেশ দিয়েছেন, ক্ষমতার হস্তান্তর যেন মসৃনভাবে হয়। সংবাদসংস্থা এএফপি-কে তিনি বলেছেন, রাজনৈতিক বিবেচনার অনেক আগে আসে ইসরায়েলের স্বার্থের কথা। আমি নেতানিয়াহুর সাফল্য কামনা করি। তিনি ইসরায়েলের মানুষ ও দেশের স্বার্থে যেন কাজ করেন।
লাপিদের জোট ৫১টি আসনে জয়ী হয়েছে।
নেতানিয়াহুর এই জয়ের ফলে ইসরায়েলের রাজনীতির একটি ঘটনাবহুল ও অস্থির সময় শেষ হলো বলে মনে করা হচ্ছে। অবশ্য ৭৫ বছর বয়সি নেতানিয়াহুর বিরুদ্ধে এখনো দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।
সরকার কীরকম হতে পারে?
নির্বাচন কমিশনের কাছ থেকে চূড়ান্ত ফলাফল পাওয়ার পর নেতানিয়াহুকে সরকার গঠনের জন্য ৪২ দিন সময় দেবেন সেদেশের প্রেসিডেন্ট।
লিকুদের পর যারা সবচেয়ে বেশি আসন পেয়েছে, সেই চরম রক্ষণশীল দলের কাছেই স্বরষ্ট্রমন্ত্রণালয় যাবে।
দলের আরব-বিরোধী নেতা ইতামার বেন-গাভির পাবলিক সিকিউরিটি মন্ত্রী হতে চাইছেন। তাহলে তিনি ইসরায়েলের পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তিনি টুইট করে বলেছেন, ইসরায়েলে শৃঙ্খলা ফেরানোর সময় এসেছে।
দলের আরেক নেতা স্মটরিক প্রতিরক্ষামন্ত্রী হতে চান।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, ইসরায়েলের কর্মকর্তারা গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করবেন। যুক্তরাজ্য বলেছে, ইসরায়েলের নেতারা যেন উত্তেজক কথা না বলেন। তারা যেন সংখ্যালঘুদের সম্মান করেন।
ইটালি ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ''ইসরায়েলে আসল গণতন্ত্র কাজ করছে, এটাই আমরা দেখতে চাই। ইউক্রেন ইসরায়েলের কাছ থেকে আরো খোলাখুলি সমর্থন ও সাহায্য চায়।''
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)