1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মায়াবতীর ইস্তফা

৭ মার্চ ২০১২

ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের পর দলগত পরিস্থিতি পর্যালোচনায় বসেছে রাজনৈতিক দলগুলি৷ উত্তরপ্রদেশে পালাবদল৷ মুখ্যমন্ত্রী মায়াবতী ইস্তফা দিয়েছেন৷ আর সমাজবাদী পার্টি সরকার গড়তে চলেছে রাজ্যে৷

ছবি: AP

ভোটের ফলাফলের পর দলগত আত্মসমীক্ষা৷ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের পরাজয় স্বীকার করে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রার্থী নির্বাচনে ভুল, অনেক বেশি নেতা থাকা ইত্যাদিই এ পরাজয়ের অন্যতম কারণ৷ তবে দলের এই বিপর্যয়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংকে সরানোর প্রশ্ন নেই৷ তাই ফলাফলে কেন্দ্রের সরকারের কোনো বিপদ হবেনা৷ প্রতিটি নির্বাচনই দলের কাছে এক শিক্ষা, তা সে জয় হোক বা পরাজয়৷ আগামী নির্বাচনে সেই ভুল শুধরে নেব, জানান সোনিয়া৷

এদিকে, ভোটে হেরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন মায়াবতী৷ তাঁর দল বিএসপি'র পরাজয়ের জন্য তিনি দায়ী করেন কংগ্রেস ও বিজেপি'র সাম্প্রদায়িক রাজনীতিকে৷ বলেন এজন্য ৭০% ভোট যায় সমাজবাদী পার্টির ঝুলিতে৷ উচ্চবর্ণের হিন্দু ভোট ভাগ হওয়াতেও লাভ হয় সমাজবাদী পার্টির৷ তবে দলিত ভোটের জোরেই তারা পায় ৮০টি আসন, এমনটাই বললেন বিদায়ী মুখ্যমন্ত্রী মায়াবতী৷

ওদিকে, বিপুল ভোটে জয়ী সমাজবাদী পার্টির বিধায়ক দলের বৈঠক বসে আজ৷ কে মুখ্যমন্ত্রী হবেন, সে সিদ্ধান্ত নেয়া হবে শুক্রবার৷ প্রার্থী দুজন৷ বাবা মুলায়েম সিং এবং ছেলে অখিলেশ সিং যাদব৷ পাল্লা কিছুটা ভারি অখিলেশের দিকে৷ কারণ দলের অনেকের মতে, তাঁরই নিরলস পরিশ্রম ও সাংগঠনিক ক্ষমতার ফলে দলের এই বিপুল জয় সম্ভব হয়েছে৷ তিনি ১০ হাজার কিলোমিটার সফর করেন দলীয় প্রতীক সাইকেলে৷ সভা করেন ৮০০টি৷

নির্বাচনী ফলাফলে কেন্দ্রের মনমোহন সিং সরকারের ভবিষ্যত এবং জাতীয় রাজনীতি নিয়েও প্রশ্ন উঠেছে৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরি সে প্রসঙ্গে ডয়চে ভেলেকে বললেন, সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দল বিজেপি ছাড়াও আঞ্চলিক দলগুলি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের নীতি, দুর্নীতি নিয়ে চাপ বাড়াবে৷ অন্যদিকে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস তার প্রার্থীকে জেতাতে পারবে কিনা সেটাও দেখার৷ মোটকথা জাতীয় রাজনীতির চেহারাটা খানিকটা গোলমেলে হবে৷

উত্তরপ্রদেশে কংগ্রেস বুঝতে পারেনি, দলের একলা চলো নীতি, কোনো আঞ্চলিক দলের সঙ্গে বোঝাপড়ায় না এসে রাজনীতিতে জায়গা পাওয়া কঠিন৷ দ্বিতীয়ত, রাহুল গান্ধীর ম্যাজিক কাজ করেনি৷ কংগ্রেসের সাংগঠনিক ভিতটা ছিল দুর্বল৷ রাহুলের আর্থ-সামাজিক ব্যাকগ্রাউন্ড তাঁকে ভূমিপুত্রের মর্যাদা দেয়নি৷ যেটা পেয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ