1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট দিলেন ভিআইপিরা

সাগর সরওয়ার/আরাফাতুল ইসলাম২৯ ডিসেম্বর ২০০৮

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান ও শীর্ষ দুই নেত্রী৷ ভিআইপিরা সবাই নির্বাচন সম্পর্কে একই ধরনের মন্তব্য করেন৷ এদিকে প্রাপ্ত খবরে জানা গেছে, সারাদেশে ভোট গ্রহণ চলছে সুষ্ঠুভাবে৷

সকাল দশটা পাঁচ মিনিটে গুলশান মডেল স্কুল এন্ড কলেজে ভোট দিতে যান প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ৷ (ফাইল ফটো)ছবি: DW

সকাল দশটা পাঁচ মিনিটে গুলশান মডেল স্কুল এন্ড কলেজে ভোট দিতে যান প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ৷ ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বলেন, আমি আশা করছি সকলে নির্বাচনের ফলাফল মেনে নেবেন৷

প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা৷

প্রধান উপদেষ্টা বলেন, সকাল থেকে সারাদেশে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে৷ ব্যাপক সংখ্যক মানুষ ভোট দিচ্ছে৷ জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে৷ নির্বাচনে কোন ধরনের কারচুপি হওয়ার অবকাশ নেই৷

গুলশানের এই ভোটকেন্দ্রটিতে সকাল থেকেই উপস্থিত ছিলেন সাগর সরওয়ার৷ তিনি জানান, প্রধান উপদেষ্টা ভোট দেবার ঠিক পাঁচ মিনিট আগে ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা৷ ডয়চে ভেলেকে শামসুল হুদা বলেন, আমি খুশি৷ প্রায় দুই বছর ধরে আমরা যে চেষ্টা করেছি, এই চেষ্টার একটা সফল ফলাফল এখন আসছে৷

হুদা বলেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে৷ গতকাল টিভিতে দেখলাম মানুষ নিজের টাকা খরচ করে দেশের বাড়ি যাচ্ছে ভোট দিতে৷ এতেই বোঝা যায় যে, মানুষ ভোট দিয়ে একটি সুন্দর সরকার গঠন করতে চায়৷

এদিকে, ধানমণ্ডির সিটি কলেজ কেন্দ্রে সকাল সাড়ে আটটায় ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা৷ ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেছেন, 'ইনশাল্লাহ মহাজোট ক্ষমতায় যাবে৷' একমাত্র আওয়ামী লীগই কোন ঝামেলা না করে ক্ষমতা হস্তান্তর করেছে৷ এছাড়া অন্য রাজনৈতিক দলগুলো কখনও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি৷ তিনি বলেন, এ কারণেই এই দুই বছর সাধারণ মানুষকে কষ্ট করতে হয়েছে৷

শেখ হাসিনা বলেন, গত রাতে চারদলীয় জোটের প্রার্থীরা যেভাবে টাকা ছড়িয়েছে তা উদ্বেগের৷ টাকাসহ কয়েক প্রার্থীর লোকজনকে গ্রেফতার করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এবারও তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে৷

সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ৷ছবি: DW / Samir Kumar Dey

দুপুর সোয়া ১২টা নাগাদ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন৷ সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এই পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে৷

নির্বাচনের ফলাফল মেনে নিবেন কিনা- সংক্রান্ত এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, এটা এখনই বলার মত কোন বিষয় নেই৷ নির্বাচনের ফলাফল আসুক তারপর আমরা বলতে পারবো৷

একই কেন্দ্রে সাড়ে ১১টা নাগাদ ভোট দিতে আসেন সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ৷ সাংবাদিকদের তিনি বলেন, গণতন্ত্রের পথে এই নির্বাচন একটি বড় বিজয়৷

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ভোট দিয়েছেন ঢাকার বাইরে৷ রংপুর-৩ (সদর) আসনের সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল ৮টা এক মিনিটে প্রথম ভোটটি দেন এরশাদ৷ ভোট প্রদানের পর এরশাদ জানান যে, তার দল কমপক্ষে ৩০টি আসনে জয়ী হবে৷ সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হলে মহাজোট ক্ষমতায় আসবে বলেও তিনি দৃঢ় আশা প্রকাশ করেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ