1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভোট না পেলে ক্ষমতা ছেড়ে দেবো’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৯ ডিসেম্বর ২০১২

শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ ভোট দিলে ক্ষমতায় থাকবেন, নয়তো ক্ষমতা ছেড়ে দেবেন৷ অন্যদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷

March 7, 2012 - Dhaka, Bangladesh - 07 March 2012 Dhaka Bangladesh- Bangladesh's ruling Awami League supporters participate in a street march in Dhaka. The rally was organized to mark the call for the nation's independence struggle on this day in 1971. © Monirul Alam Schlagworte 20120307_zaf_a101_003.jpg, zcontractphotographer, zlast24, zselect, INT
ছবি: picture alliance / ZUMA Press

নিয়ম রক্ষার কাউন্সিল হলেও সারা দেশ থেকে আসা আওয়ামী লীগের কাউন্সিলরদের প্রত্যাশা আরো শক্তিশালী নেতৃত্বের৷ তাদের কথা সেই নেতৃত্বই পারবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থান ধরে রাখতে৷ আর দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও জোর দেন সামনের নির্বাচনের ওপর৷

প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী শেখ হাসিনার কথায়ও উঠে এল আগামী নির্বাচনের কথা৷ তিনি বলেন, রক্ত দিয়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে তা কোনোভাবেই নস্যাৎ করতে দেয়া হবে না৷ আগামী নির্বাচনেই ঠিক হবে কারা ক্ষমতায় থাকবে৷ দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিলে তারা ক্ষমতায় থাকবেন৷ আর না চাইলে ক্ষমতা ছেড়ে দেবেন৷ তিনি দলের সুবিধাবাধী নেতা এবং স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে নেতা-কর্মীদের সতর্ক করে দেন৷

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় প্রতিবাদ মিছিল করেছে বিএনপি৷ মিছিলপূর্ব সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, মানবাধিকার এবং গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগের কোনো বিকল্প নাই৷ তিনি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান৷

এদিকে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে৷ জানা গেছে এই বৈঠকে সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি নিয়ে কথা হবে৷ নতুন বছরে বিএনপি কি কি ধরনের কর্মসূচি দেবে তা চূড়ান্ত হতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ