ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পূর্ণ ফল প্রকাশের আগেই তা প্রত্যাখ্যান করেছে বিএনপি৷ ‘ভোট চুরির' অভিযোগে রোববার ঢাকায় হরতালও ডেকেছে দলটি৷
বিজ্ঞাপন
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন৷ এসময় দুই সিটিতেই সবশেষ ভোটের ফলেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা এগিয়ে ছিলেন৷
ফখরুল বলেন, ‘‘ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে নির্বাচনের ফলাফলকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি৷ দুই সিটির নির্বাচনে ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি, জবরদস্তি করে নির্বাচন অনুষ্ঠানের কারণে এবং জনগণের রায়কে একেবারে পদদলিত করে দলীয় দৃষ্টিকোণ থেকে এই নির্বাচনকে প্রভাবিত ও লুট করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে৷ আমরা এর তীব্র প্রতিবাদ করছি৷''
ছবিতে ঢাকা সিটি নির্বাচন
ঢাকা সিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছে৷ দুই সিটি মিলিয়ে মোট ভোটার প্রায় ৫৪ লাখ৷ এবার ভোট হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)৷ ভোটকেন্দ্রগুলো সকালে ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে৷
ছবি: DW/Sazzad Hossain
ব্যাপক নিরাপত্তা
১ ফেব্রুয়ারি ভোটের দুইদিন আগে থেকেই ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়৷ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় অর্ধ লাখ সদস্য নগরীর নিরাপত্তায় নিয়োজিত আছেন৷
ছবি: DW/Sazzad Hossain
সকালে ফাঁকা
শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়৷ যদিও দিনের শুরুতে ভোটার উপস্থিতি কম ছিল৷
ছবি: DW/Sazzad Hossain
ভোটার
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেন৷
ছবি: DW/Sazzad Hossain
নাগরিক অধিকার
ভোট প্রদান নাগরিক অধিকার, দায়িত্বও বটে৷ সে কারণেই হয়তো মেয়ের হাত ধরে ভোট দিতে এসেছেন বয়োবৃদ্ধ এই নারী৷
ছবি: DW/Sazzad Hossain
নারী ভোটার
আরমানিটোলার নিউ গভর্নমেন্ট গার্লস হাইস্কুল কেন্দ্রে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন৷
ছবি: DW/Sazzad Hossain
ভোটকেন্দ্র
কালো কাপড়ে ঘেরা একটি জায়গায় ইভিএম মেশিন বসানো হয়েছে৷ ভেতরে একজন ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন৷
ছবি: DW/Sazzad Hossain
ইভিএম
আঙ্গুলের ছাপ, এনআইডি নম্বর এবং স্মার্ট এনআইডি কার্ড যাচাইয়ের পর একজন ভোটার ভোট দিতে পারছেন৷
ছবি: DW/Sazzad Hossain
ফজলে নূর তাপস
ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ফজলে নূর তাপস রাজধানীর ধানমন্ডির ৭/এ তে ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন৷
ছবি: DW/Sazzad Hossain
ইশরাক হোসেন
ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন৷
ছবি: DW/Sazzad Hossain
আতিকুল ইসলাম
ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর বেরিয়ে আছেন৷
ছবি: DW/Asif Mahmud Ove
তাবিথ আউয়াল
ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ঢাকার গুলশান-২ নম্বরের মানারাত স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেন৷
ছবি: DW/Sazzad Hossain
11 ছবি1 | 11
তিনি বলেন, ‘‘এর প্রতিবাদে আমরা আগামীকাল (রোববার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা শহরে হরতাল আহ্বান করছি৷ আমরা আশা করব, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য সহযোগিতা করবেন৷''
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি৷ নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে ২০১৫ সালের শুরু থেকেই টানা তিন মাস হরতাল-অবরোধ পালন করে দলটি৷ কিন্তু সে সরকারের কঠোর অবস্থান ও পুলিশের ধরপাকড়ে আন্দোলন একসময় থমকে যায়৷ সেসব ঘটনার পাঁচ বছর পর এই প্রথম হরতালের ডাক দিল দলটি৷
পাঁচ বছর আগের সেই আন্দোলনে বাসে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপসহ নাশকতার নানা ঘটনায় দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে৷
অভিযোগ আর হতাশার ভোট
শেষ হয়েছে ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণ৷ হতাশাজনক ভোটার উপস্থিতি আর পছন্দ মত ভোট দিতে না পারার বেশ কিছু অভিযোগ উঠেছে৷ বিএনপির এজেন্টদের বের করে দেওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে কোথাও কোথাও৷
ছবি: Asif Mahmud Ove
ভোটার উপস্থিতি হতাশাজনক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ভোট কেন্দ্র৷ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর প্রায় দুই ঘণ্টাতেও পড়েনি একটি ভোট৷
ছবি: Sazzad Hossain
ভোট দিতে না পারার অভিযোগ
শনিবার ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত কম৷ যারা এসেছিলেন তাদের অনেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার অভিযোগ করেছেন৷
ছবি: Sazzad Hossain
সংঘর্ষ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তভুর্ক্ত বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোট শুরুর কিছুক্ষণ পরই আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়৷ এক পর্যায়ে উভয়পক্ষ ঢিল ছোড়াছুড়ি শুরু করে৷ ককটেল বিস্ফোরণও হয়েছে৷
ছবি: Sazzad Hossain
সাংবাদিকদের উপর হামলা
সিটি নির্বাচনে দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে৷ মোহাম্মদপুরে দায়িত্ব পালনের সময় মুস্তাফিজুর রহমান সুমন নামে একজন সংবাদকর্মী গুরুতর আহত হন৷
ছবি: Sazzad Hossain
অভিযোগের তীর আওয়ামী লীগের দিকে
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের কর্মীরাই ভোটের দিন দায়িত্ব পালনরত সাংবাদিকদের মারধর করেছে বলে অভিযোগ রয়েছে৷
ছবি: Sazzad Hossain
বিএনপির এজেন্ট নেই
বিএনপির প্রার্থীদের অভিযোগ ভোটকেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে৷ অন্যদিকে, আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, বিএনপির কোনো এজেন্ট কেন্দ্রেই আসেননি৷
ছবি: Sazzad Hossain
বারবার লাইনে
আঙুল থেকে অমোচনীয় কালি তুলে বারবার ভোট দেওয়া এবং ভোটার উপস্থিতি বেশি দেখাতে ভোট দেওয়ার পরও লাইনে দাঁড়িয়ে থাকার কিছু অভিযোগও এদিন উঠেছে৷
ছবি: Asif Mahmud Ove
ইভিএম বিড়ম্বনা
এবারই প্রথম কোনো নির্বাচনে সব ভোট ইভিএম এ নেওয়া হয়েছে৷ কিন্তু ইভিএম নিয়ে বিড়ম্বনার শেষ ছিল না৷ আধা ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পরও ঐক্যফ্রন্ট নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের আঙ্গুলের ছাপ মেলানো যায়নি। খোদ ইসি নূরুল হুদার আঙ্গুর ছাপ দুইবার না মেলায় ভোটার নম্বর ব্যবহার করে তিনি ভোট দেন৷
ছবি: Asif Mahmud Ove
মন্দের ভালো
অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার ছিল না৷ ভোট দিতে না পারার অভিযোগও অসংখ্য৷ তবে হাতে গোনা কয়েকটি কেন্দ্রে ভিন্ন চিত্র দেখা গেছে৷ উত্তরার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে৷ ভোট দিতে না পারার অভিযোগও সেখানে ছিল না৷
ছবি: Asif Mahmud Ove
নয়া পল্টনে সংঘর্ষ
ঢাকা সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই নয়া পল্টনে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা৷ দুই পক্ষ ইট ছোড়া শুরু করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়৷