1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫ বছর পর বিএনপির হরতাল

১ ফেব্রুয়ারি ২০২০

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পূর্ণ ফল প্রকাশের আগেই তা প্রত্যাখ্যান করেছে বিএনপি৷ ‘ভোট চুরির' অভিযোগে রোববার ঢাকায় হরতালও ডেকেছে দলটি৷

ছবি: Getty Images/AFP/M.U. Zaman

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন৷ এসময় দুই সিটিতেই সবশেষ ভোটের ফলেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা এগিয়ে ছিলেন৷

ফখরুল বলেন, ‘‘ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে নির্বাচনের ফলাফলকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি৷ দুই সিটির নির্বাচনে ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি, জবরদস্তি করে নির্বাচন অনুষ্ঠানের কারণে এবং জনগণের রায়কে একেবারে পদদলিত করে দলীয় দৃষ্টিকোণ থেকে এই নির্বাচনকে প্রভাবিত ও লুট করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে৷ আমরা এর তীব্র প্রতিবাদ করছি৷''

তিনি বলেন, ‘‘এর প্রতিবাদে আমরা আগামীকাল (রোববার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা শহরে হরতাল আহ্বান করছি৷ আমরা আশা করব, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য সহযোগিতা করবেন৷''

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি৷ নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে ২০১৫ সালের শুরু থেকেই টানা তিন মাস হরতাল-অবরোধ পালন করে দলটি৷ কিন্তু সে সরকারের কঠোর অবস্থান ও পুলিশের ধরপাকড়ে আন্দোলন একসময় থমকে যায়৷ সেসব ঘটনার পাঁচ বছর পর এই প্রথম হরতালের ডাক দিল দলটি৷

পাঁচ বছর আগের সেই আন্দোলনে বাসে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপসহ নাশকতার নানা ঘটনায় দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে৷

এডিকে/এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ