1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোলায় ভোটগ্রহণ চলছে

২৪ এপ্রিল ২০১০

ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোলা ৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে৷ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে৷ চলবে বিকাল ৪টা পর্যন্ত৷ প্রায় সোয়া ২ লাখ ভোটার এ নির্বাচনে ভোটদান করছেন৷

ছবি: Mustafiz Mamun

নির্বাচন কমিশন প্রায় অর্ধশত ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে৷ উপনির্বাচন উপলক্ষে সেখানে সাড়ে তিন হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে৷ সেখানকার প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ১৪ জন করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে৷ এছাড়া রয়েছে ভ্রাম্যমান সশস্ত্র বাহিনী৷ এর বাইরে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে৷ উপনির্বাচন উপলক্ষে সেখানে রয়েছে ১০ টি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা৷ এছাড়া ইউএনডিপি এবং মার্কিন দূতাবাসের প্রতিনিধিরাও নির্বাচন উপলক্ষে সেখানে অবস্থান করছে৷

এবারের উপনির্বাচনে লালমোহন ও তজমুদ্দিন উপজেলার মোট দুই লাখ ২৪ হাজারেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন৷ এবারের উপনির্বাচনে ভোটার সংখ্যা আগের বারের চেয়ে ১৯ হাজার বেশি৷ এবারের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দাঁড়িয়েছেন নুরুন্নবী চৌধুরী শাওন, অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ৷

এর আগে ২০০৮ সালের সর্বশেষ জাতীয় নির্বাচনে এই আসনে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. জসিম উদ্দিন৷ তবে নির্বাচনী আইন লংঘনের কারণে তার এই আসনটি খালি ঘোষণা করে নির্বাচন কমিশন৷ এই নিয়ে আদালতে মামলাও হয়, তবে শেষ পর্যন্ত তা নির্বাচন কমিশনের পক্ষেই যায়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ