1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোল্ফসবুর্গকে ৩-০ গোলে হারালো বায়ার্ন মিউনিখ

৩০ আগস্ট ২০০৯

রিয়াল মাদ্রিদ থেকে আরিয়েন রবেনকে কেনার সার্থকতা পেল বায়ার্ন মিউনিখ৷ শনিবার বুন্দেসলিগা চ্যাম্পিয়ন ভোল্ফসবুর্গের বিরুদ্ধে খেলার দ্বিতীয়ার্ধে দু'টি গোল করেন রবেন৷ এর ফলেই ৩-০ গোলে জয়ের ফল এলো বায়ার্ন মিউনিখের ঝুলিতে৷

দলের পক্ষে তৃতীয় গোলটি করার পর রিবেরিকে সাথে নিয়ে রবেনের উল্লাসছবি: AP

এই জয়ের মধ্য দিয়ে ১৬তম অবস্থান থেকে ৭ম স্থানে উঠে আসল বাভারিয়ানরা৷ অন্যদিকে লেভারকুজেন এর পর আবারও বায়ার্ন মিউনিখের কাছে পরাজয়ের ফলে ভোল্ফসবুর্গের স্থান এখন ষষ্ঠ৷

২৮ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করে বায়ার্নকে এগিয়ে দেয় জার্মান স্ট্রাইকার মারিও গোমেজ৷ ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ৷ আর হামিট আলটিন্টপ এর জায়গায় মাঠে নামেন ডাচ উইংগার রবেন৷ মাত্র একদিন আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা রবেন তাঁর প্রথম গোলটি করেন খেলার ৬৮ মিনিটে৷ তাঁর দ্বিতীয় এবং দলের জন্য জয়সূচক গোলটি আসে ৮০ মিনিটের মাথায়৷

গত সপ্তাহে মাইনৎস এর কাছে ২-১ গোলে পরাজয়ের পর এটাকে বায়ার্ন মিউনিখের ঘুরে দাঁড়ানো বলেই দেখছেন অনেকে৷ এছাড়া গত এপ্রিলে ভোল্ফসবুর্গের কাছে ৫-১ গোলে পরাজয়ের প্রতিশোধও নিল বায়ার্ন মিউনিখ৷ খেলার শেষে রবেনের মন্তব্য, 'আমি এর চেয়ে ভালো একটা শুরুর কথা ভাবতে পারিনি৷ আমি মনে করি, দল হিসেবে আমরা ভালই খেলেছি৷ আজকেই প্রথম আমি তাদের খেলা দেখলাম৷ তবে খেলা আমাদের নিয়ন্ত্রণেই ছিল৷'

দিনের অপর খেলায় ফ্রাইবুর্গ ১-০ গোলে হারায় শাল্কেকে৷ ফ্রাইবুর্গের পক্ষে একমাত্র গোলটি করেন দক্ষিণ কোরীয় চা ডু-রি৷ এছাড়া লেভারকুজেন বোখুমকে হারিয়েছে ২-১ গোলে ৷ এদিকে, হফেনহাইম ১-০ গোলে হারালো হ্যানোভারকে এবং ফ্রাংকফুর্ট বনাম ডর্টমুন্ডের খেলা ১-১ এ ড্র হয়েছে৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ