করোনা যাবে তারপর হবে- অর্থনীতির চাকা তো তা ভেবে থামিয়ে রাখা যায় না৷ তাই দেশে দেশে অর্থনীতিকে সচল করতে তৈরি হচ্ছে ‘ভ্যাকসিন পাসপোর্ট'৷ তবে এর ন্যায়সম্মত কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে শুরুতেই৷
বিজ্ঞাপন
করোনার কারণে ভ্রমণ এবং বিনোদন জগত বন্ধ ছিল দীর্ঘদিন৷ ফলে মানতে হয়েছে ব্যাপক ক্ষতি৷ কিন্তু আর কত? মহামারির প্রকোপ কিছুটা কমতেই শুরু হয়েছে বড় জমায়েত নিরাপদ করার নানা উদ্যোগ৷ ‘ভ্যাকসিন পাসপোর্ট’ তৈরি হচ্ছে বিভিন্ন দেশে৷ এই বিশেষ পাসপোর্টের কাজ সংশ্লিষ্ট ব্যক্তির চেহারা চেনানো এবং তিনি করোনার সংক্রমণমুক্ত কিনা তা জানানো৷
এমন ‘প্রবেশপত্র’ তৈরির কাজ করছে বায়োমেট্রিক কোম্পানি আইপ্রুভ এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এমভাইন৷ ব্রিটিশ সরকারের টাকায় সে দেশের জাতীয় স্বাস্থ্য সংস্থা এনএইচএস-এর জন্য ভ্যাকসিন পাসপোর্ট তৈরি করছে তারা৷ আশা করা হচ্ছে, ভ্যাকসিন পাসপোর্ট এলে ব্রিটেনের অনেক অঞ্চল, বিশেষ করে ম্যানচেস্টারে রাতের জীবনে অন্তত বিনোদন ফিরবে, ফলে আবার চাঙ্গা হবে বিনোদন জগতের ব্যবসা৷
শক্তিশালী পাসপোর্ট: কোন দেশের কেমন অবস্থান?
বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রতি বছর র্যাংকিং প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স৷ ২০২৫ সালের সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
ছবি: picture alliance/Bildagentur-online/Tetra
যেভাবে সূচকটি তৈরি
কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ও অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিট (আইএটিএ) এর এই তথ্যের ভিত্তিতে সূচকটি তৈরি করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স৷
ছবি: imago/Paul von Stroheim
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট
এ বছরের সূচকে এককভাবে শীর্ষে অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান। ১৯৩ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন জাপানের পাসপোর্টধারীরা।
ছবি: imago/AFLO
সার্কে শক্তিশালী মালদ্বীপ
সূচকে এ বছর সবার নিচে আফগানিস্তানের (১০৬তম) অবস্থান। আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৮টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৫তম), ইরাক (১০৪তম) ও পাকিস্তান ও ইয়েমেন (১০৩তম)। শ্রীলঙ্কার অবস্থান ৯৬তম৷ নেপাল ১০১তম৷ ভারতের অবস্থান ৮৫তম। র্যাংকিং-এ মালদ্বীপের অবস্থান ৫৩৷
ছবি: picture-alliance/Dinodia Photo Library
বাংলাদেশের উন্নতি
শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ৷ বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। আর ১৪৮টি দেশে ভ্রমণে ভিসা প্রয়োজন হয়।
হেনলির তথ্য অনুযায়ী ভুটান, গাম্বিয়া, লেসোথো, ফিজি, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ভানুয়াতু ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশিদের৷ শ্রীলঙ্কায় যাওয়া যাবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ভিসার মাধ্যমে৷
ছবি: picture-alliance/Huber
অন অ্যারাইভাল ভিসা
এশিয়ার দেশেগুলোর মধ্যে মালদ্বীপ, নেপাল, তিমুর লেস্টেতে বাংলাদেশি পাসপোর্টে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়৷ এছাড়া আফ্রিকার কেইপ ভার্দ, কমোর্স দ্বীপপুঞ্জ, গিনিয়া-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিচেলেস, সিয়েরা লিয়ন, সোমালিয়া, টোগো, উগান্ডায় রয়েছে এমন সুবিধা৷ ওসেনিয়া অঞ্চলের সামোয়া, টুভালু আর দক্ষিণ অ্যামেরিকার বলিভিয়াতেও যাওয়া যাবে অন অ্যারাইভাল ভিসাতে৷
ছবি: picture-alliance/NurPhoto/N. Maharjan
6 ছবি1 | 6
ম্যানচেস্টারের পার্কলাইফ মিউজিক ফেস্টিভ্যালের উপদেষ্টা এবং সহ-প্রতিষ্ঠাতা স্যাচা লর্ড মনে করেন, এমন পরিচয়পত্র খুব দরকার৷ তার মতে, বন্ধুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপভোগ করা না গেলে উৎসবকে কখনো উৎসব মন হয় না৷ স্যাচা মনে করেন, সেভাবে সংগীত উৎসব উপভোগের সুযোগ করে দিতে করোনায় সংক্রমিত কেউ আসরে ঢুকে পড়ছে না তা নিশ্চিত করা খুব দরকার এবং ভ্যাকসিন পাসপোর্ট সেই কাজে দারুণ সহায়ক৷
কিন্তু এই ‘পাসপোর্ট’ যেমন কাউকে করোনামুক্ত বলে অনুষ্ঠান উপভোগের অবারিত সুযোগ করে দিতে পারে, তেমনি আবার একজনের কারণে তার সঙ্গের সবাইকেই ফেলতে পারে বাতিলের খাতায়৷ ফলে উঠতে পারে বৈষম্যমূলক আচরণের অভিযোগ৷
আইপ্রুভ-এর প্রধান নির্বাহী আন্দ্রে বাড অবশ্য মনে করেন, জরুরি ভিত্তিতে অনুষ্ঠান স্থলে প্রবেশের জন্য দ্রুত করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা যেতে পারে৷ সঙ্গে তিনি এ-ও জানান, সবাইকে প্রবেশের সুযোগ করে দেয়ার বিষয়টি দেখা তাদের দায়িত্ব নয়, তাদের দায়িত্ব শুধু ভ্যাকসিন পাসপোর্ট তৈরি করে অর্থনীতির চাকা আবার সচল করায় ভূমিকা রাখা৷
এসিবি/কেএম (রয়টার্স)
করোনা ভ্যাকসিনের যত পার্শ্বপ্রতিক্রিয়া
বিশ্বের অনেক দেশে শুরু হয়েছে করোনার টিকাদান৷ তবে এর পার্শ্বপ্রতিক্রিয়া কী সেটি নিয়ে এখনও অনেকের মনে প্রশ্ন রয়েছে৷ ছবিঘরে থাকছে সে সম্পর্কে কিছু তথ্য৷
ছবি: Robin Utrecht/picture alliance
সাধারণ প্রতিক্রিয়া
যেকোন টিকারই সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে৷ যেমন, শরীরে ইনজেকশন দেয়ার স্থানটি লাল হয় বা ফুলে যায়৷ তিনদিনের মধ্যে অবসাদ, জ্বর, মাথা ব্যাথা, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে ব্যাথা হতে পারে৷ তবে এর কোনটিই দীর্ঘস্থায়ী নয়৷ শরীরে টিকার কার্যকারিতা শুরু হলে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ায় এমন প্রতিক্রিয়া স্বাভাবিক৷ অনুমোদন পাওয়া করোনা ভ্যাকসিনগুলোর ক্ষেত্রেও এমন পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে৷
ছবি: Mark Lenninhan/AFP/Getty Images
গুরুতর প্রতিক্রিয়া
বিরল হলেও কিছু ক্ষেত্রে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া ঘটার সম্ভাবনা থাকে৷ যেমন, যুক্তরাজ্যে টিকা কর্মসূচি চালুর পর ১১ ডিসেম্বর পর্যন্ত দুইজনের অ্যালার্জি দেখা দেয়৷ দেশটির কর্তৃপক্ষ এ ধরনের সমস্যা যাদের আছে তাদেরকে সতর্ক করেছে৷ তবে সার্বিকভাবে নিরাপদ হিসেবে বিবেচিত হওয়ার কারণেই করোনার বিভিন্ন টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি, যুক্তরাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
ছবি: Robin Utrecht/picture alliance
টিকার উপাদান
সাধারণত টিকায় দুর্বল বা মৃত ভাইরাস থাকে৷ যার মাধ্যমে শরীর সেই ভাইরাসের বিপরীতে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে৷ তবে করোনার টিকাগুলোর মধ্যে কয়েকটি প্রথমবারের মতো এমআরএনএ প্রযুক্তিতে তৈরি৷ এতে কোন ভাইরাস থাকে না৷ তার বদলে কোভিড-১৯ এর জীবাণুর ব্লুপ্রিন্ট বা প্রতিরূপ থাকে৷ তাই দুই ধরনের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দুই রকম হতে পারে৷
ছবি: picture-alliance/AP Photo/J. Cairns
বায়োনটেক-ফাইজার
অনুমোদন পর্যায়ে বায়োনটেক-ফাইজার উদ্ভাবিত টিকার গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ কোন কোন ক্ষেত্রে টিকা গ্রহীতা সাময়িক অবসাদ আর মাথা ব্যাথায় ভুগেছেন৷ এমআরএনএ ভ্যাকসিনটির ব্যবহার শুরুর পর যুক্তরাষ্ট্রে একজন ও ব্রিটিনে দুইজনের ত্বক লাল হওয়া এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিয়েছিল৷ যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদেরকে সতর্ক করেছে বিট্রিশ মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি৷
ছবি: Jacob King/REUTERS
মডার্না
বায়োনটেক-ফাইজারের মতোই এমআরএনএ ভিত্তিক মডার্নার টিকাটি৷ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ক্লিনিক্যাল ট্রায়ালে এই টিকাগ্রহীতাদের তেমন কোন সমস্যা হয়নি৷ হালকা যেসব পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে সেগুলো ছিল সাময়িক৷ তবে ১০ শতাংশ অবসাদে ভুগেছেন বলে জানিয়েছে একটি স্বাধীন পর্যবেক্ষক প্যানেল৷ অল্প কয়েকজন রোগী অ্যালার্জি ও মুখের স্নায়ু নিষ্ক্রিয় হওয়ার মতো জটিলতায় ভুগেছেন৷ তবে কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি৷
ছবি: Dado Ruvic/Reuters
অক্সফোর্ড-আস্ট্রাজেনেকা
অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে একজন মেরুদণ্ডের প্রদাহে ভুগেছেন৷ সেপ্টেম্বরে এই ঘটনার পর কিছুদিন ট্রায়াল বন্ধ ছিল৷ কিন্তু পরে একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল পরীক্ষার পর জানিয়েছে সেটির কারণ ভ্যাকসিন নয়৷ এছাড়া টিকাটি নেয়ার পর ইনজেকশনের স্থানে ও পেশিতে ব্যথা, মাথাব্যাথা ও অবসাদগ্রস্ততার মতো সাধারণ প্রতিক্রিয়া দেখা গেছে৷ তবে বয়স্কদের ক্ষেত্রে তা তুলনামূলক কম ছিল৷
ছবি: picture-alliance/NurPhoto/J. Porzycki
স্পুটনিক ফাইভ
তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরুর আগে গত আগস্টেই নিজেদের টিকা স্পুটনিক ফাইভ এর অনুমোদন দেয় রাশিয়া৷ দুই ধরনের পরিবর্তিত অ্যাডেনোভাইরাস ব্যবহার করা হয়েছে এতে৷ রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, জ্বর, মাথাব্যাথার মতো টিকাটির কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে৷ তবে কোন গুরুতর প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি৷ তবে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রকাশ না করার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে৷
ছবি: Sergei Karpukhin/TASS/dpa/picture alliance
দীর্ঘ প্রতিক্রিয়া
এখন পর্যন্ত যত তথ্য জানা গেছে সেগুলোর কোনটিই আসলে পরিপূর্ণ চিত্র তুলে ধরছে না৷ দীর্ঘ মেয়াদে টিকাগুলোর ব্যবহার মানবদেহে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে তা অজানা৷ সেটি হয়ত সামনের মাস বা বছরগুলোতেই পরিস্কার হবে৷