1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যাকুয়াম ক্লিনার? কিনবেন কেন, ভাড়া করুন

১৪ সেপ্টেম্বর ২০১৭

বার্লিনের একটি স্টার্ট-আপ ইলেকট্রিকের যন্ত্রপাতি বিক্রি করে না – ভাড়া দেয়৷ গ্রাহকের সুবিধা এই যে, তাঁকে মান্ধাতার আমলের প্রযুক্তি নিয়ে দিন কাটাতে হয় না৷

Mann mit Staubsauger
ছবি: Imago/O. Döring

কম না বেশি, বেশি না কম? বই কি আসবাবপত্র, সব কিছু সাজানো-গোছানো, ছিমছাম – কিন্তু কম৷ মিমি একজন ‘মিনিমালিস্ট'৷ দু'বছর আগে তিনি তাঁর জীবনধারা পুরোপুরি পালটে ফেলার সিদ্ধান্ত নেন৷

মিমি বলেন, ‘‘গোড়ায় আমি নিজেও ঠিক বুঝিনি যে, এ ভাবে বেঁচে থাকার একটা নাম আছে, এটা একটা লাইফস্টাইল৷ আমার শুধু মনে হয়েছিল: আমি আমার জীবনে কিছু একটা বদলাতে চাই, আমি কমাতে চাই৷''

জিনিসপত্র খুব কম থাকবে বা আদৌ থাকবে না৷ জার্মানিতে কেনার বদলে ভাড়া করা এখন একটি গ্রহণযোগ্য বিকল্প৷ গাড়ি না কিনে শেয়ার করা আজ বহু মানুষের কাছে সাধারণ ব্যাপার৷ তাহলে তা অন্যান্য যন্ত্রপাতি, সাজসরঞ্জামের বেলাতেই বা চলবে না কেন? প্রশ্নটা মাথায় আসবার পরেই মিশায়েল কাসাউ বার্লিনে তাঁর স্টার্ট-আপটি প্রতিষ্ঠা করেন – সেও দু'বছর আগের কথা৷ আজ তিনি ইলেকট্রিকের যন্ত্রপাতি ভাড়া দিয়ে থাকেন৷

মিশায়েল বললেন, ‘‘গ্রাহকদের পক্ষে যখন দরকার, তখন একটা পণ্য ব্যবহার করতে পারা ও তার জন্য মাসিক একটা সস্তার ভাড়া দেওয়া অনেক বেশি সুবিধের৷ প্রথমে জার্মানিতে, তারপর সম্ভব হলে সারা বিশ্বের গ্রাহকদের এই কথাটা বুঝিয়ে দেওয়া হল আমাদের কাজ৷ সেটাকেই আমরা আমাদের লক্ষ্য বলে ধরে নিয়েছি৷''

ভাড়া করুন ভ্যাকুয়াম ক্লিনার

02:50

This browser does not support the video element.

হালফ্যাশন

বাজারে সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি যা পাওয়া যাচ্ছে, ‘গ্রোভার' কোম্পানির গ্রাহকরা সেটাই চান৷ ৩১ বছর বয়সি মাইক কচ স্টার্ট-আপটির প্রথম গ্রাহকদের মধ্যে গণ্য৷ তিনি চান, বাজারে সবচেয়ে নতুন যে অ্যাপ্লায়ান্সটি এসেছে, সেটি ব্যবহার করতে – কিন্তু কিনে নয়, ভাড়ায়, যা কোনো সমস্যাই নয়৷ আজ তিনি যে স্বয়ংক্রিয় হুভার যন্ত্রটি পেয়েছেন, তা নিজে থেকেই গোটা ফ্ল্যাটের ভ্যাকুয়াম ক্লিনিং করতে পারে৷

মাইক কচ-এর বক্তব্য হল, ‘‘প্রযুক্তি সত্যিই এত তাড়াতাড়ি এগিয়ে চলেছে যে, বাস্তবিক কোনো কিছু কিনে কোনো লাভ নেই – কেননা এক বছরের মধ্যেই তার চেয়ে ভালো মডেল বাজারে এসে যাবে৷ তখন সেই পুরনো মডেল নিয়ে বসে থাকতে হবে৷''

অন্তত এক মাসের জন্য যন্ত্রটি ভাড়া করতে হবে – কেনার চেয়ে শেষমেষ ২৫ শতাংশ বেশি দাম দেওয়াও আশ্চর্যের কিছু নয়৷ তবে মাইকের মতো গ্রাহকদের কাছে নিত্যনতুন মডেল ব্যবহার করতে পারার স্বাধীনতার দামও তার চেয়ে কিছু কম নয়৷

মার্টা  গ্রুন্ডসিনস্কা/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ