1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যাটিকানের আর্কাইভ আর ‘গোপন' নয়: পোপ

২৯ অক্টোবর ২০১৯

ক্যাথলিক খ্রিস্টানদের পবিত্র স্থান ভ্যাটিকানে যে আর্কাইভ আছে, তার নাম পরিবর্তন করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন পোপ ফ্রান্সিস৷ নামের সঙ্গে থাকা ‘গোপন' শব্দটি মুছে দেয়া হয়েছে৷

Vatikan Messe mit Papst Franziskus
ছবি: Getty Images/AFP/A. Solaro

এতদিন ‘সিক্রেট আর্কাইভ' নামে আর্কাইভটি পরিচিত ছিল৷ এখন থেকে তার নাম হবে ‘ভ্যাটিকান অ্যাপোস্টলিক আর্কাইভ'৷

পোপ ফ্রান্সিস বলছেন, নামের সঙ্গে ‘সিক্রেট' অর্থাৎ গোপন শব্দটি থাকার কারণে মানুষের মধ্যে একটি ভুল বার্তা যাচ্ছিল৷

সতের শতকের শুরুতে তৎকালীন পোপ পল পঞ্চম আর্কাইভটি চালু করেছিলেন৷ সেখানে অষ্টম শতক থেকে শুরু করে এখন পর্যন্ত ভ্যাটিকান সরকারের গুরুত্বপূর্ণ সব তথ্য ও নথি জমা আছে৷

১৮৮১ সালে পণ্ডিত ব্যক্তিদের জন্য এসব নথি দেখার সুযোগ করে দেয়া হয়৷ তবে তাঁরা অষ্টম শতক থেকে শুরু করে পোপ পিয়স একাদশের সময়কাল (১৯৩৯ সালের ফেব্রুয়ারি) পর্যন্ত নথিপত্র দেখতে পারেন৷

এরপর পোপ পিয়স দ্বাদশ পোপের দায়িত্ব নিয়েছিলেন৷ তিনি মারা যান ১৯৫৮ সালে৷

প্রচলিত নিয়মে একজন পোপের দায়িত্ব শেষ হওয়ার ৭০ বছর পর তাঁর নথি উন্মুক্ত করা হয়৷ সে হিসেবে পোপ পিয়স দ্বাদশের সময়কার কাগজপত্র ২০২৮ সালে দেখতে পাওয়ার কথা৷ কিন্তু পোপ ফ্রান্সিস সেই সময়টা এগিয়ে এনেছেন৷ আগামী বছরের ২ মার্চ থেকে পণ্ডিতরা এসব নথি দেখতে পারবেন বলে জানিয়েছেন তিনি৷

পোপ পিয়স দ্বাদশ এমন সময়ে পোপ ছিলেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল৷ সেই সময় তিনি হলোকস্ট নিয়ে যথেষ্ট সোচ্চার ছিলেন না বলে অনেকে অভিযোগ করেন৷ পোপ ফ্রান্সিস আশা করছেন, উন্মুক্ত হওয়া নথি পোপ পিয়স দ্বাদশকে সেই অভিযোগ থেকে উতরে যেতে সহায়তা করবে৷

জেডএইচ/কেএম (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ