1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যাট প্রত্যাহার: শিক্ষার্থীদের আন্দোলন রূপ নিল বিজয় উল্লাসে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৪ সেপ্টেম্বর ২০১৫

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি-র ওপর শতকরা সাড়ে সাত ভাগ ভ্যাট প্রত্যাহার করলো সরকার৷ এ ঘোষণার পর শিক্ষার্থীরা টানা পাঁচদিনের আান্দোলন বিজয় উল্লাসে পরিণত হয়৷

Bangladesch Studentenprotest
ছবি: Harun Rashid Swapan

শিক্ষার্থীদের আন্দোলন রূপ নিল বিজয় উল্লাসে

01:22

This browser does not support the video element.

সোমবার দুপুরের পর মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভুঁইঞা সংবাদমাধ্যমকে জানান, ‘‘অর্থমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট (মূল্য সংযোজন কর – মূসক) নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন৷ প্রধানমন্ত্রী ভ্যাট প্রত্যাহারে অর্থমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন৷''

এদিন বেলা সাড়ে তিনটার দিকে অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘‘চলতি অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ মূসক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷''

এরপর আধা ঘণ্টা পর এনবিআর-এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এক সংবাদ সম্মেলনে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেন৷ ওদিকে ‘নো ভ্যাট অন এডুকেশন' আন্দোলনের পঞ্চম দিন, মানে সোমবার সকাল থেকেই রামপুরা-বাড্ডা, গুলশান, উত্তরা, কাকলিতে ও ধানমন্ডিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা৷ তবে দুপুরের পর ভ্যাট প্রত্যাহার হচ্ছে এই খবর পেয়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান করেই উল্লাস প্রকাশ করে৷ বিকেলে ভ্যাট প্রত্যাহারের চূড়ান্ত ঘেষণা আসলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়, শুরু করে বিজয় উল্লাস৷

শেষমেষ জিতল শিক্ষার্থীরাইছবি: Harun Rashid Swapan

ভ্যাট প্রত্যাহারের ঘোষণায় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস-এর আন্দেলনরত ছাত্রদের একজন নাজমুল হাসান শান্ত ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা আনন্দিত৷ আমাদের আন্দোলন সফল হয়েছে৷ তিনি আরো বলেন, ‘‘এই চিন্তা ঠিক নয় যে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু বিত্তবানদের সন্তানরাই লেখাপড়া করে৷ এখানে অনেক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও লেখা পড়া করে৷''

‘নো ভ্যাট অন এডুকেশন' আন্দোলরে নেতা ফারহান হাবীব ডয়চে ভেলেকে বলেন, ‘‘ভ্যাট প্রত্যাহারের মাধ্যমে সরকার বেসরকারি পর্যায়ে উচ্চ শিক্ষার পথ সুগম করলো৷ এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই৷''

বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির সভাপতি শেখ কবির হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই সরকার যে শিক্ষাদরদী তা ভ্যাট প্রত্যাহারের মাধ্যমে আবারো প্রমাণ করলো৷''

প্রসঙ্গত, বাংলাদেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাড়ে চার লাখের মতো শিক্ষার্থী রয়েছে৷ চলতি বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি-র ওপর শতকরা সাড়ে সাত ভাগ ভ্যাট আরোপ করা হয়েছিল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ