1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যানচালকের মেয়ে রাজকন্যা

২৯ জুলাই ২০১৪

একশ নবজাতক শিশুকে কেক কেটে, জামা-কাপড় আর উপহার দিয়ে পৃথিবীতে স্বাগত জানিয়েছে ফিলিপিন্স৷ একশ শিশুর মধ্যে একজনের নাম জেনালিন সেন্টিনো৷ সামান্য এক ভ্যানচালকের মেয়ে৷ জন্মদিনে রীতিমতো রাজকন্যার মর্যাদা পেয়েছে সে!

Philippinen durchstoßen 100-Millionen-Einwohner-Marke
ছবি: Getty Images/Afp/Jay Directo

রোববার ফিলিপিন্সের জনসংখ্যা ১০ কোটি ছুঁয়েছে৷ দিনটি উদযাপনের জন্য নেয়া হয়েছিল বিশেষ প্রস্তুতি৷ সরকারি হাসপাতালগুলোর দিকে ছিল বিশেষ নজর৷ উদ্দেশ্য একটাই- সমস্যায় জর্জরিত দেশটির একশ মিলিয়ন, অর্থাৎ দশ কোটিতম নাগরিককে চিহ্নিত করে তাকে স্বাগত জানানো৷ সারা দেশে একই সময়ে অনেক শিশুই জন্ম নিতে পারে৷ তাই একজনকে চিহ্নিত করা মুশকিল হতে পারে ভেবে একশজনকে বেছে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল৷ সে অনুযায়ী রোববার একশ নবজাতককে রাষ্ট্রীয়ভাবে বরণ করে নিয়েছে ফিলিপিন্স৷ সেখানে জেনালিন সেন্টিনো ছিল মধ্যমণি৷

রাত ১২টা ৬ মিনিটে ম্যানিলার হোসে ফাবেলা হাসপাতালে জন্ম নেয় এই কন্যাশিশু৷ অন্য কোনো দিনে জীবনের প্রথম সূর্যোদয় দেখলে জেনালিনের খোঁজ কেউ নিতো কিনা সন্দেহ৷ কিন্তু রোববার জন্মের সঙ্গে সঙ্গেই কেক কেটে জন্মের প্রথম মুহূর্ত উদযাপন করা হয় তার৷ ভ্যানচালক বাবা ক্লেমেন্তে সেন্টিনো আর মা ড্যালিন ক্যাবিগায়ানকে মিষ্টিমুখ করিয়ে হাতে তুলে দেয়া হয় ফুলের তোড়া, পোশাক-আশাক আর চমৎকার কিছু উপহার৷

অথচ জেনালিনের পৃথিবীতে আগমন কিন্তু খানিকটা অপ্রত্যাশিত৷ ক্লেমেন্তে জানিয়েছেন, ড্যালিনের সঙ্গে তাঁর এখনো বিয়ে হয়নি, সন্তান নেয়ার ইচ্ছেও তাঁদের ছিল না৷ এখন অবশ্য বাবা হিসেবে সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন, ভাবছেন বিয়েটাও সেরে নেবেন শিগগির৷

চ্যালেঞ্জ

জনসংখ্যা দশ কোটি হয়ে যাওয়াকে একই সাথে সুখবর এবং চ্যালেঞ্জ হিসেবে দেখছে ফিলিপিন্স৷ নবজাতক শিশুদের বরণ অনুষ্ঠানে তাই জনসংখ্যা কমিশনের পরিচালক হুয়ান অ্যান্টনিও পেরেজ বলেছেন, ‘‘এটা আমাদের জন্য একাধারে সুযোগ এবং চ্যালেঞ্জ৷ চাইলে আমরা (জনসংখ্যা বৃদ্ধির) সুবিধা আদায় করতে পারি৷ সেই চ্যালেঞ্জ সামনে রেখে কাজ শুরু করেছি৷''

ফিলিপিন্সে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমের সবচেয়ে বড় অন্তরায় জনমনে রোমান ক্যাথলিক চার্চগুলোর প্রভাব৷ ধর্মযাজকরা শুরু থেকেই জন্মনিয়ন্ত্রণের বিরোধিতা করে আসছেন৷ গত এপ্রিলেই কেবল জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আইন কার্যকর করতে পেরেছে সরকার৷ ফিলিপিন্সের নারীরা গড়ে তিনটি করে সন্তান জন্ম দেন৷ সরকারের লক্ষ্য, ‘দুই সন্তান' নীতি কার্যকর করে জনসংখ্যা বৃদ্ধির হারে কিছুটা লাগাম টানা৷

এসিবি/জেডএইচ (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ