1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভয়ংকর রোগ নিয়েও হাসিখুশি

৭ ডিসেম্বর ২০১৬

ওর নাম অড্রে নেথারি৷ জন্মের সময়ই হৃদযন্ত্রে ছিদ্র ছিল৷ পরে ধরা পড়ে আরো ভয়ঙ্কর এক রোগ৷ এখন বয়স মাত্র ছয়৷ এই বয়সেই সে জানে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে৷ তারপরও হাসিখুশি সে৷ অন্যের জীবন বাঁচানোর কাজেও নিজেকে সঁপে দিয়েছে সে৷

USA Champions Of Hope 2016 - Audrey Nethery
অড্রে নেথারিছবি: Getty Images for Global Genes/J. Grant

অড্রে নেথারি নামটি যুক্তরাষ্ট্রের অনেকেই ইতিমধ্যে শুনেছেন৷ তারকারাও চেনেন লুইসভিল, কেন্টাকির ফুটফুটে মেয়েটিকে৷ অভিনেত্রী, গায়িকা সেলেনা গোমেজ কিছুদিন আগেই অড্রের সঙ্গে জুম্বা নেচেছেন৷ সেই নাচের ভিডিও এখন সুপারহিট৷

অবসর সময়ে নাচতে আর গাইতে খুব ভালোবাসে অড্রে৷ এই বয়সের অনেক শিশুই অবশ্য মনের আনন্দে নাচে-গায়৷ তবে অড্রের ব্যাপারটা আলাদা৷ জন্মের পরই দেখা যায় ওর হার্টে ছিদ্র৷ বড় কষ্ট করে তাকে বাঁচিয়েছেন বাবা স্কট নেথারি আর মা জুলি হাইসে৷ সেই যাত্রা বাঁচাতে পারলেও মেয়ে যে আর দশ জনের মতো স্বাভাবিক জীবনযাপন করবে, স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, দীর্ঘায়ু হবে – এমন নিশ্চয়তা তারা পাননি৷ উল্টে পেয়েছেন ধীরে ধীরে মেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এমন বেদনায় বসবাসের নিষ্ঠুর এক জীবন৷

অড্রে ডায়মন্ড-ব্ল্যাকফ্যান অ্যানিমিয়ায় আক্রান্ত৷ এ রোগ হলে বোন মেরো রক্তের লোহিত কণিকা তৈরি করার ক্ষমতা হারায়৷ ফলে রোগীর শারীরিক বৃদ্ধি ব্যহত হয় এবং ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যায়৷

এ রোগ নিয়েই গত বছর অরল্যান্ডোয় জুম্বা নেচেছিল সে৷ ইউটিউবে এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় এক কোটি ৮৮ লক্ষ বার৷ 

অড্রে নিয়মিতই জুম্বা নাচে৷ নিজের আনন্দের পাশাপাশি অন্যকে আনন্দ দিতেও নাচে৷ নাচের আরেকটি উদ্দ্যেশ্য ডায়মন্ড-ব্ল্যাকফ্যান অ্যানিমিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো৷ বাবা স্কট নেথারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এইটুকু মেয়ে মারণব্যধিতে আক্রান্ত হয়েও যেভাবে হাসি, নাচে-গানে সবাইকে মাতিয়ে রাখে, তা দেখে তাঁরা অভিভূত৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ