1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভয়াল কালরাতের কথা স্মরণ করছে বাংলাদেশ

২৫ মার্চ ২০১১

আজ ভয়াল ২৫শে মার্চ৷ ১৯৭১ সালের এইদিন মধ্যরাতে পাকিস্তানী সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল এদেশের নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর৷ শুরু করেছিল গণহত্যা৷

হানাদার বাহিনীর নৃশংসতার সামান্য নমুনাছবি: Dhaka National Archives

তারা আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানায় তখনকার ইপিআর সদর দফতরে৷ গ্রেফতার করে নিয়ে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷ তবে তার আগেই ওয়্যারলেস বার্তার মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন৷ আক্রান্ত বাঙালি জাতি এরপরই শুরু করে প্রতিরোধ সংগ্রাম৷ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে বাংলাদেশ৷

‘অপারেশন সার্চলাইট' নামের মধ্যরাতের ওই আক্রমণের বিভীষিকা আজও মুছে যায়নি প্রত্যক্ষদর্শীদের স্মৃতি থেকে৷ ওই এক রাতেই কমপক্ষে ৫০ হাজার নিরস্ত্র বাঙালিকে হত্যা করা হয়েছিল৷ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২টি ছাত্রাবাস – জগন্নাথ হল এবং জহুরুল হক হলেও হামলা চালায়৷ হামলা চালিয়ে নির্বিচারে হত্যা করে ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের৷ বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মধুসূদন দে যিনি মধু দা নামে পরিচিত তিনি সপরিবারে থাকতেন জগন্নাথ হলের পাশের একটি কোয়র্টারে৷ তার ছেলে অরুণ কুমার দের বয়স তখন ১৪ কি ১৫ বছর৷ তিনি আজও বেঁচে আছেন সেই ভয়ংকর স্মৃতি নিয়ে৷ ডয়চে ভেলেকে জানান সেই ভয়াল রাতের কথা৷

মুক্তিযুদ্ধ যাদুঘরছবি: Gerhard Klas

২৬শে মার্চ সকালেও চলে গণহত্যা৷ সকালে ছাত্র শিক্ষকদের জগন্নাথ হলের মাঠে লাইন ধরে দাঁড় করিয়ে ব্রাশফয়ারে হত্যা করে৷ হত্যা করা হয় জেসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতাসহ আরো অনেক শিক্ষকে৷ মধু দা ও তার পরিবারের সদস্যদেরও হত্যা করে তারা৷

অরুণ কুমার দে জানান এরপরও পাকিস্তানি সেনাবাহিনী বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়মিত টহল দিত৷ তাদের পরিবারের যারা বেঁচে ছিলেন পরে তারা সুযোগ বুঝে বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে চলে যান৷ ফিরে আসেন দেশ স্বাধীন হওয়ার পর৷ ফিরে এসে অনেক পরিচিত মুখকেই আর পাননি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ