1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভয়ের রাজনীতির বিরুদ্ধে ওবামা

১৮ জুলাই ২০১৮

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জড়ো হয়েছিলেন ১৪ হাজারেরও বেশি মানুষ৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সবাইকে আহ্বান জানান ‘ভয়, বিরক্তি ও সংকোচনের' রাজনীতি প্রত্যাখ্যান করতে৷

Südafrika Barak Obama
ছবি: Reuters/S. Sibeko

বার্ষিক নেলসন ম্যান্ডেলা লেকচারে এ বছরের বক্তা ছিলেন ওবামা৷ হোয়াইট হাউজ ছাড়ার পর এই ওবামা বড় কোনো আয়োজনে ভাষণ দিলেন৷ এবছর ছিল নেলসন ম্যান্ডেলর শততম জন্মবার্ষিকী৷

অন্য বিভিন্ন বিষয়ের মধ্যে ‘প্রতিক্রিয়াশীল' এবং ‘স্বেচ্ছাচারী' রাজনীতির বিরুদ্ধে কথা বলেন৷ দাবি তোলেন নারীর অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে৷

সরাসরি নাম উল্লেখ না করলেও ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে নিজের বক্তব্য শুরু করেন ওবামা৷ বলেন, ‘‘আমরা এখন অদ্ভুত ও অনিশ্চিত সময়ে বাস করছি...খুবই অদ্ভুত৷'' ওবামা দুঃখপ্রকাশ করে বলেন, ‘‘মাদিবা (ম্যান্ডেলার গোত্রের নাম) জেল থেকে মুক্তি পাওয়ার ২৫ বছর পরেও আমাকে এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে, সব জাতির মানুষ, নারী-পুরুষ সবাই সমান৷''

শুভ জন্মদিন ‘মাদিবা’

01:43

This browser does not support the video element.

 কোনো নির্দিষ্ট রাজনীতিবিদের নাম উল্লেখ না করে ওবামা বলেন, যাঁরা বিচ্ছিন্নতার রাজনীতির চর্চা করছেন, তাঁরা 'ছোট মনের' পরিচয় দিচ্ছেন৷ এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান ওবামা৷

আবারও ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কিছু রাজনীতিবিদ ‘‘মিথ্যা বলার সময় ধরা পড়ে সেটা ঢাকার জন্য আরো কিছু কথা বানিয়ে বলতে শুরু করেন৷'' গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যারা ক্ষমতায় আছেন, তাঁরা গণতন্ত্রকে টিকিয়ে রেখেছে এমন সব প্রতিষ্ঠানকেই ধ্বংস করে দিচ্ছেন৷''

অবশ্য এ নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট, ‘‘আমি শুধু বাস্তবতা বলছি৷ চারপাশে তাকিয়ে দেখুন৷''

এমন একসময়ে ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী পালন করছে সাউথ আফ্রিকা, যখন সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার দুর্নীতির তদন্ত নিয়ে চলছে তোলপাড়৷ ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ এএনসির প্রধানের পদ থেকেও ইস্তফা দিতে হয়েছে তাঁকে৷ নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ সহযোগী সিরিল রামাফোসা নিয়েছেন দলের দায়িত্ব৷

এডিকে/এসিবি (এএফপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ