1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিটি নির্বাচন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ এপ্রিল ২০১৫

মঙ্গলবার ঢাকা ও চট্টগামে সিটি কর্পোরেশন নির্বাচন৷ তার আগে শুরু হয়েছে ‘অপরাধী ও মামলার আসামি’ গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান৷ বিএনপির অভিযোগ, তাদের প্রার্থী ও কর্মী-সমর্থকরা যাতে কেন্দ্রে না যেতে পারে, সেজন্যই এ অভিযান৷

ফাইল ছবিছবি: DW/S. Kumar Day

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম অবশ্য ডয়চে ভেলেকে বলেন যে, আইনে নির্বাচনের দিন বা তার আগে-পরে মামলার আসামিদের গ্রেপ্তারে কোনো আইনগত বাধা নেই৷

পুলিশের অভিযানে এরই মধ্যে ঢাকায় গত দু'দিনে কমপক্ষে অর্ধশত মানুষ আটক হয়েছেন৷ ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত পলাতক মেয়র প্রার্থী মীর্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করেন, ‘‘আমাদের কর্মী-সমর্থকদের ঘরে ঘরে গিয়ে ভয় দেখানো হচ্ছে৷ যাঁদের পাচ্ছে তাদের আটক করা হচ্ছে৷''

পুলিশ এর মধ্যে কয়েকজনকে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগেও আটক করেছে৷ যুগ্ম কমিশনার মনিরুল ইমলাম জানান, ‘‘মিরপুরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তিন লাখ টাকাসহ৷ সে ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের জন্য ভোট কিনছিল৷''

‘আইনে নির্বাচনের দিন বা তার আগে-পরে মামলার আসামিদের গ্রেপ্তারে কোনো আইনগত বাধা নেই’ছবি: AFP/Getty Images/M. Uz Zaman

তবে বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার প্রেস উইং-এর কর্মকর্তা সাইরুল কবির খান ডয়চে ভেলেকে জানান, ‘‘এটা নতুন ষড়যন্ত্র৷ কর্মী-সমর্থকদের গ্রেপ্তার অভিযানের সঙ্গে এখন বিএনপি প্রার্থীদের হেনস্তা করতে টাকা দিয়ে ভোট কেনার সময় গ্রেপ্তারে নতুন নাটক করছে পুলিশ৷''

ঢাকা উত্তরে মেয়র পদে শাসক দল আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক, বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল৷ ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন, বিএনপির প্রার্থী মামলায় পলাতক মীর্জা আব্বাস৷ আর চট্টগ্রামে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, বিএনপির প্রার্থী মনজুর আলম৷ মীর্জা আব্বাস ছাড়া বিএনপির মেয়র প্রার্থীরা সকলেই প্রকাশ্যেই আছেন৷ তবে তিন সিটি কর্পোরেশনে বিএনপির শতাধিক কাউন্সিলর প্রার্থী একাধিক মামলার আসামি হওয়ায়, তাঁরা এখনো আত্মগোপনেই আছেন৷

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আযম খান ডয়চে ভেলেকে জানান, ‘‘বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আগে থেকেই মিথ্যা মামলা দিয়ে এসেছে পুলিশ৷ আর এখন সেই সব মামলায় হয়রানি করছে৷ নতুন মামলাও দিচ্ছে৷ কিন্তু মঙ্গলবার ভোটের দিন বিএনপি প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্রে যাবেন৷ ভোটকেন্দ্র কাউকে দখল করতে দেয়া হবে না৷''

তাঁর কথায়, ‘‘যতই ভয় দেখানো হোক, নীরবে বিএনপির প্রার্থীদের ভোট দেবেন ভোটাররা৷ সরকার এটা বুঝতে পেরেছে৷ তাই ভোটররা যাতে ভোটকেন্দ্রে না যান, সেই চেষ্টা করছে তারা৷''

ছবি: AFP/Getty Images

ডিএমপি-র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘‘আমরা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছি যে, মঙ্গলবার আত্মগোপনে থাকা অনেক প্রার্থী, মানে যাঁরা মামলার আসামি, তাঁরা বের হয়ে আসতে পারেন৷ তাই আমরা সেভাবেই প্রস্তুত আছি৷ তাঁদের যেখানে পাওয়া যাবে, সেখানেই গ্রেপ্তার করা হবে৷''

নির্বাচনে এবার শেষ পর্যন্ত মাঠে সেনাবাহিনী থাকছে না৷ তারা ‘স্ট্রাইকিং ফোর্স' হিসেবে থাকবে৷ প্রয়োজন হলে তাদের ডাকা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ তবে সব মিলিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ৮০ হাজার সদস্য মাঠে থাকছে৷

তিন সিটিতে মোট ২,৭০৫টি কেন্দ্রের মধ্যে ২,১৮০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ এবার মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট এক হাজার ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ মেয়র প্রার্থী মোট ৪৮ জন৷

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ ডয়চে ভেলেকে জানান, ‘‘নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে৷ ভোটকেন্দ্রগুলোও প্রস্তুত৷ আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতিতে কোনো কার্পণ্য করিনি৷''

শনিবার রাত ১২টার পর থেকে মোটরসাইকেল এবং সোমবার রাত ১২টা থেকে যানবাহন চলাচলে আরোপ করা হয়েছে নির্বাচনের জন্য৷ তবে প্রার্থী প্রশাসন ও অনুমোদিত ব্যক্তি এবং জাতীয় হাইওয়েতে এই নিষেধাজ্ঞা নেই৷ নির্বাচনের জন্য বুধবার ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে৷ এদিকে বহিরাগতদের ঢাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে আগেই৷ কোনো কেন্দ্রে কোনো বহিরাগত পাওয়া গেলে পুলিশে দেয়া হবে বলেও কমিশন জানিয়েছে৷

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ই জানুয়ারির একতরফা নির্বাচনের বছর পূর্তিতে এ বছর প্রতিবাদ সমাবেশ না করতে পেরে ৬ই জানুয়ারি থেকে টানা হরতাল অবরোধের কর্মসূচি পালন করে আসছিল বিএনপি৷ কিন্তু গতমাসে সিটি নির্বাচনে তফসিল ঘোষণার পর, বিএনপি আন্দোলন ছেড়ে নির্বাচনমুখী হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ