1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবাদপত্রের মালিকরা উদ্বিগ্ন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৩ জানুয়ারি ২০১৫

বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন-এর (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে আরো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে৷ এর ফলে উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন৷

Abdus Salam
ছবি: ETV

নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং তথ্য প্রযুক্তি আইনের এই মামলায় পুলিশ মঙ্গলবার আদালতে তাঁর রিমান্ডের আবেদন জানালেও আদালত তাকে রিমান্ডে না দিয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে৷ অন্যদিকে সাম্প্রতিক সময়ে প্রশাসনিক ও আইনগত দিক থেকে ‘প্রচার মাধ্যমের ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের বিভিন্ন ঘটনায়' উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)৷

ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম এখন কারাগারে আছেন৷ গত ৫ই জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে ইটিভির নিচ থেকে আটক করে পুলিশ৷ পরদিন তাঁকে গত বছরের নভেম্বরে ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন জানান হলে আদালত রিমান্ড না দিয়ে পাঁচ দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন৷

এরপর বিএনপি-র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে ৮ই জানুয়ারি রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় ঢাকার তেজগাঁ থানায়৷ এই মামলায় সালামকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত৷ তবে এখনো এই মামলায় তাঁকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়নি৷ ৪ঠা জানুয়ারি দিবাগত রাতে লন্ডন থেকে তারেক রহমানের বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচার করায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়৷

তারেক রহমানছবি: gemeinfrei

মঙ্গলবার আবদুস সালামকে ক্যান্টনমেন্ট থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখান হয়েছে৷ তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানান হয়৷ সালামের পক্ষে জামিনের আবেদনও করা হয়৷ ঢাকা মহানগর হাকিম সাবরিনা আলী দু'টি আবেদনই নামঞ্জুর করে সালামকে জেল গেটে পাঁচদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন৷

মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই সাখাওয়াৎ হোসেন ডয়চে ভেলেকে জানান, ‘‘২০১৪ সালের ১০ই নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ও তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন কানিজ ফাতেমা নামে এক নারী৷ আর এই মামলায় একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুষ্ঠান ‘একুশের চোখ'সহ নারীর সাবেক স্বামী শাহজালাল এজাহারভুক্ত আসামি৷''

তিনি জানান, ‘‘গত বছরের ৬ই নভেম্বর প্রচারিত ‘একুশের চোখ' অনুষ্ঠান নিয়ে তখন মোট ৩টি মামলা হয় ৷ তার মধ্যে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ও তথ্য প্রযুক্তি আইনের দু'টি মামলায় আবদুস সালামকে গ্রেপ্তার দেখানো হল৷ তিনি অবশ্য স্বীকার করেন, এর কোন মামলায়ই আবদুস সালাম এজাহারভুক্ত আসামি নন৷ তবে ইটিভির উপস্থাপক ইলিয়াস হোসোইন এজাহারভুক্ত আসামি৷ এসআই সাখাওয়াৎ হোসেন দাবি করেন, ‘‘উপস্থাপক ইলিয়াস হোসাইন পলাতক আছেন৷ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷ তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হলে ওই দু'টি মামলার অভিযোগে কার কতটুকু সংশ্লিষ্টতা আছে তা জানা যাবে৷'' তিনি আরও বলেন, ‘‘এই দু'টি মামলাই জামিন অযোগ্য ধারার৷''

এদিকে আবদুস সালামের আইনজীবী ইউনূস আলী ডয়চে ভেলেকে বলেন, ‘‘ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে হয়রানির উদ্দেশ্যে ক্যান্টনমেন্ট থানার দু'টি মামলায় গ্রেপ্তার দেখান হয়েছে৷ মামলার এজাহার বা বর্ণনায় কোথাও তাঁর নাম নেই৷ আর তিনি অভিযোগের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নন৷'' তবে রাষ্ট্রদ্রোহের মামলাটি তদন্তের পরই বোঝা যাবে সালাম কোন অপরাধ করেছেন কি না বলে মন্তব্য করেন আইনজীবী ইউনূস আলী৷ তিনি বলেন, ‘‘আমরা আইনি লড়াই চালিয়ে যাব৷''

গত ৫ই জানুয়ারি রাত থেকে একুশে টেলিভিশনের সম্প্রচারে যে বিঘ্ন ঘটে, তা এখনো অব্যাহত আছে৷ ঢাকাসহ দেশের অনেক এলাকার দর্শকই একুশে টেলিভিশন দেখতে পাচ্ছেন না৷

এদিকে বাংলাদেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এক বিবৃতিতে সাম্প্রতিক সময়ে প্রশাসনিক ও আইনগত দিক থেকে ‘প্রচার মাধ্যমের ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের' বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে৷ রবিবার সংগঠনের এক সভায় এ উদ্বেগ জানানো হয়৷ এর পাশাপাশি সংবাদপত্র, টেলিভিশন ও অন্যান্য প্রচারমাধ্যমকে বিভিন্ন সংবাদ প্রকাশ ও অনুষ্ঠান সম্প্রচারে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়৷

নোয়াবের পাঠান বিজ্ঞপ্তিকে জানান হয়েছে যে সভায় বলা হয়, গত ২৮শে ডিসেম্বর ইংরেজি দৈনিক নিউ এজ-এর কার্যালয়ে পুলিশ তল্লাশির অপচেষ্টা করে৷ আপত্তির মুখে কার্যালয়ে ঢুকতে না পেরে তারা সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয় এবং পত্রিকার কার্যালয়ের সামনে সমবেত সাংবাদিকদের ভিডিওচিত্র ধারণ করে৷ নোয়াবের সদস্যরা মনে করেন, এ ধরনের ঘটনা সংবাদপত্রের স্বাধীন চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার অন্তরায়৷

নোয়াবের সদস্যরা বলেন, টিভি চ্যানেলের টক শো, সরাসরি সম্প্রচারে বাধা ও নানা বিধিনিষেধ আরোপের মধ্য দিয়ে এক ধরনের চাপ তৈরি করা হচ্ছে৷ একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে ৬ই জানুয়ারি ভোররাতে (৫ই জানুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটা) গ্রেপ্তার করা হয়েছে৷ একুশে টেলিভিশনের সম্প্রচার এখনো অনেক এলাকায় বন্ধ রয়েছে৷ সভায় ইটিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার করায় এবং অনেক এলাকায় এর সম্প্রচার বন্ধ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়৷ সভায় নোয়াবের সদস্যরা সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন৷

‘দৈনিক প্রথম আলো' সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন৷ এ কে আজাদ, তাসমিমা হোসেন, মতিউর রহমান চৌধুরী, এ এস এম শহীদুল্লাহ খান, মাহ্ফুজ আনাম, রিয়াজউদ্দিন আহমেদ, সাঈদ হোসেন চৌধুরী, আলতামাশ কবির, এম শামসুর রহমান ও কাজী আনিস আহমেদ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ