1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মকবুল ফিদা হুসেনের ইন্তেকাল

৯ জুন ২০১১

ভারতের জনপ্রিয় চিত্রকর মকবুল ফিদা হুসেন আজ লন্ডনের একটি হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷

বহুমুখী প্রতভাধর মকবুল ফিদা হুসেনছবি: AP

২০০৬ সাল থেকে মকবুল ফিদা হুসেন নির্বাসিত জীবন যাপন করছিলেন৷ তিনি বসবাস শুরু করেন কাতারে৷ মকবুল ফিদা হুসেনকে ভারতের ‘পিকাসো' বলে আখ্যা দেয়া হয়৷ লন্ডনের রয়্যাল ব্রম্পটন হাসপাতালে তিনি মারা যান৷ ভারতের বেশ কিছু টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান৷ এছাড়া তাঁর ফুসফুসও ঠিকমতো কাজ করছিল না৷

নবীন চিত্রকর জিতিশ কাল্লাত এনডিটিভিকে আক্ষেপের সঙ্গে বলেন,‘‘ভারতের সৌভাগ্য হয়নি গত কয়েক মাসে ফিদা হুসেনকে দেখার৷ তাঁর মৃত্যু ভারতের জন্য একটি বিশাল শূন্যতা বয়ে আনবে৷'' জিতিশ কাল্লাত ফিদা হুসেনের চেয়ে বয়সে অনেক ছোট এবং অভিজ্ঞতাও তুলনামূলকভাবে কম৷ কিন্তু তারপরেও ফিদা হুসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি৷ তিনি বলেন,‘‘চিত্রকর হওয়ার অর্থ কী তা ফিদা হুসেনই এদেশে প্রথম স্পষ্ট করে জানিয়েছেন৷''

হিন্দু মৌলবাদীদের হুমকির ফলে দেশ ছাড়তে বাধ্য হন হুসেনছবি: AP

মুম্বইয়ে বড় হয়েছেন মকবুল ফিদা হুসেন৷ হিন্দু দেবী সরস্বতীর নগ্ন একটি স্কেচ আকার পর হিন্দু উগ্র মৌলবাদীরা ভীষণভাবে ক্ষিপ্ত হয়৷ হিন্দুদের বিশ্বাসের ওপর আঘাত হানা হয়েছে – এই অভিযোগ আনা হয় ফিদা হুসেনের বিরুদ্ধে৷ এরপরই তার ওপর চড়াও হয় হিন্দু মৌলবাদীরা৷ ফলে দেশ ছাড়তে বাধ্য হন মকবুল ফিদা হুসেন৷ ২০০৬ সালে থেকে তিনি কাতারে বসবাস শুরু করেন এবং ২০১০ সালে কাতারে নাগরিকত্ব গ্রহণ করেন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ