1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঙ্গলবার জার্মানি-নেদারল্যান্ডস মুখোমুখি

১৪ নভেম্বর ২০১১

একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি এবং নেদারল্যান্ডস'এর ফুটবল দল৷ বলা যেতে পারে মুখোমুখি হচ্ছে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী৷ তবে সময়ের সাথে উগ্র প্রতিদ্বন্দ্বিতার মনোভাবের ধারটা কমে গেছে বৈকি৷

Germany's head coach Joachim Löw (R) and assistant coach Hans-Dieter Flick react at the pitch during the friendly match Poland vs Germany at PGE Arena Gdansk in Gdansk, Poland, 06 September 2011. Photo: Marcus Brandt dpa
মঙ্গলবার আবার মাঠে নামছেন ল্যোভ’এর দলছবি: picture-alliance/dpa

ফুটবলের জগতে জার্মানি এবং নেদারল্যান্ডসের সম্পর্কের কথা ফুটবলপ্রেমীদের জানা৷ তবে জার্মান দলের কোচ ইওয়াখিম লোয়েভ বলেছেন,‘‘রেষারেষি দুই দেশের ফুটবল দলের মধ্যে একসময় ছিল এখন আর আগের মত নেই৷ কারণ নেদারল্যান্ডসের অনেক খেলোয়াড়ই বুন্দেসলিগার বিভিন্ন ক্লাবে খেলছে৷''

সাংবাদিকদের তিনি বললেন, জার্মানি বনাম নেদারল্যান্ডস খেলা সবসময়ই আকর্ষণীয়, উত্তেজনাকর৷ বিশেষ এক ঘটনা৷

বলা প্রয়োজন, দুটি দেশ বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক বেশ কিছু টুর্নামেন্টে৷ ১৯৭৪ সালে জার্মানি বিশ্বকাপ জিতেছিল এবং ফাইনাল খেলেছিল নেদারল্যন্ডসের বিরুদ্ধে৷ খেলার ফলাফল ছিল ২-১৷ ঐ বছর যদিও নেদারল্যান্ডসকে ফেভারিট বলে ধরা হয়েছিল৷ ১৯৯০ সালেও দুটি দেশ আবারো মুখোমুখি হয়৷ এবং খেলা একটা বিশ্রী আকার নেয়৷ দুজন খেলোয়াড়কে রেড কার্ড দিয়ে বের করে দেয়া হয়৷ থুতু ছিটোনোর ঘটনা ঘটে৷ জার্মানি জিতেছিল সে বছরের বিশ্বকাপ৷

এর ঠিক দু বছর পর ১৯৯২ সালে ইউরো কাপে প্রতিশোধ নেয় নেদারল্যান্ডস৷ গ্রুপ পর্যায়ের একটি খেলায় জার্মানিকে হারায় নেদারল্যান্ডস৷

জার্মান জাতীয় দলের কোচ লোয়েভ আরো জানান,‘‘আগের সেই রেষারেষি এখন আর চোখে পড়বে না৷ তখন প্রতিযোগিতা ছিল যেন আত্মসম্মানের ব্যাপার৷ যেভাবেই হোক জিততে হবে – এরকম একটা চিন্তা ছিল৷ এখন জার্মানির বিভিন্ন ক্লাবে একাধিক ডাচ খেলোয়াড় রয়েছে৷ জার্মানি এখন তাদের বাড়ির মত৷ তারা এখানেই থাকে৷''

আজকের প্রীতি ম্যাচ কোন ধরণের প্রভাব আগামী বছরের ইউরো কাপের ওপর ফেলবে না – বেশ জোর দিয়েই কথাগুলো বলেন লোয়েভ৷ তবে দুটি দলই জেতার চেষ্টা করবে৷ তুখোড় পারফরমেন্স দুটি দলই দেখাতে চেষ্টা করবে, সে বিষয়ে কোন সন্দেহ নেই – জানান কোচ ইওয়াখিম লোয়েভ৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ