চ্যাম্পিয়ন্স লিগের ২২ বছরের ইতিহাসে এবারের কোয়ার্টার ফাইনালিস্টরা আসলেই বেশ শক্তিশালী৷ কোয়ার্টার ফাইনালে রয়েছে এর আগে শিরোপাজয়ী ছয়টি দল এবং বিশ্বের সেরা খেলোয়াড়রা৷ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বার্সা ও অ্যাটলেটিকো মাদ্রিদ৷
বিজ্ঞাপন
স্যার অ্যালেক্স ফার্গুসন যুগের পর ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে চাপের মুখে৷ এবারে তাদের প্রতিদ্বন্দ্বী শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ, যে দলটি এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়ে বসে আছে৷ একই দিনে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ৷
ম্যানইউ বনাম বায়ার্ন মিউনিখ
চ্যাম্পিয়ান্স লিগের অন্যতম বড় দুটি ম্যাচ মঙ্গলবার৷ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ফলে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড৷ তবে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করাটাই তাদের এখন মূল লক্ষ্য৷ এদিকে, বুন্ডেসলিগায় টানা ১৯টি জয়ে শিরোপা নিশ্চিত হওয়ার পর শনিবার থেমেছে বায়ার্ন মিউনিখের জয়রথ৷ এদিন নিজেদের মাঠে হফেনহাইমের সঙ্গে তাদের ৩-৩ গোলে ড্র হয়েছে৷ এরই মধ্যে রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন৷
বুন্ডেসলিগার সাবেক তারকারা
বুন্ডেসলিগার গত ৫০ বছরের তারকারা
ছবি: picture-alliance/Pressefoto UL
উভে জেলার
১৯৬৩ সালে জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগার খেলা শুরু হওয়ার আগেই হামবুর্গ দলের ফরোয়ার্ড উভে জেলার খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন৷ তখন তাঁকে সবাই আদর করে ডাকতেন ‘আমাদেরই উভে’ বলে৷ ১৯৫৪ সাল থেকে তিনি জাতীয় দলে খেলতেন৷ বুন্ডেসলিগার ২৩৯ ম্যাচে অংশগ্রহণ করে ১৩৭টি গোল করেন তিনি৷
ছবি: picture-alliance/dpa
গ্যার্ড ম্যুলার এবং ফ্রানৎস বেকেনবাওয়ার
গ্যার্ড ম্যুলার (বাঁয়ে) বুন্ডেসলিগার ৪২৭ খেলায় ৪৬৫ গোল করেন৷ তাঁর এই অবিশ্বাস্য গোল করার ক্ষমতার জন্য তাঁকে ‘বোম্বার’ বলা হতো৷ ফ্রানৎস বেকেনবাওয়ার (ডানে) ও গোল জেপ মায়াযের সাথে মিলে ১৯৬৫ থেকে সত্তরের দশকের শেষ পর্যন্ত তিনি বায়ার্ন মিউনিখ দলের হয়ে বহু শিরোপা জেতেন৷
ছবি: picture-alliance/dpa
গ্যুন্টার নেৎসার এবং ভল্ফগাং ওবারাথ
জার্মান জাতীয় দলে ভল্ফগাং ওবারাথ (ডানে) গ্যুন্টার নেৎসারের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ তবে নেৎসার এফসি কোলন দলের ওবারাথের চেয়ে বোরুসিয়া ম্যোয়েনশেনগ্লাডবাখের হয়ে বুন্ডেসলিগায় একটি শিরোপা বেশি জেতেন৷ ১৯৭৩ সালে নেৎসার স্পেনের রেয়াল মাদ্রিদ এবং পরে সুইজারল্যান্ডের ফুটবল লিগে যোগদান করেন৷ কিন্তু ওবাররাথ বুন্ডেসলিগার কোলন দলেই থেকে যান৷
ছবি: picture-alliance/dpa
ক্লাউস ফিশার
শালকে দলের ফরোয়ার্ড ফিশারও গোল করায় পারদর্শী ছিলেন৷ কিন্তু গ্যার্ড ম্যুলারের সময়ে সক্রিয় থাকায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাঁকে সবসময় দ্বিতীয় স্থানেই থাকতে হয়েছে৷ বুন্ডেসলিগায় তিনি ৫৩৫ খেলায় অংশ নিয়ে ২৬৮টি গোল করেন৷
ছবি: picture-alliance/WEREK
কেভিন কেগেন
ছোটোখাটো মানুষটি ১৯৭৭ সালে হামবুর্গ দলে যোগ দেন এবং খুব তাড়াতাড়িই দর্শকদের নজর কাড়েন৷ ‘মাইটি মাউস’ হিসেবে পরিচিত কেগেন ৯০ খেলায় অংশ নিয়ে ৩২টি গোল করেন৷ সংগীত জগতেও তিনি অবদান রেখেছেন৷ সে সময় তাঁর গাওয়া ‘হেড ওভার হিলস ফর লাভ’ গানটি জার্মানির হিট গানের তালিকায় দশম স্থান অধিকার করেছিল৷
ছবি: picture-alliance/dpa/dpaweb
হারাল্ড ‘টনি’ শুমাখার
১৫ বছর ধরে এফসি কোলন দলের গোলরক্ষক ছিলেন শুমাখার৷ এরপর ‘আনফিফ’ বা ‘হুইসেল’ নামে তাঁর একটি বিতর্কিত বই প্রকাশিত হওয়ার পর ১৯৮৭ সালে তাঁকে খেলোয়াড় হিসেবে সাসপেন্ড করা হয়৷ তবে পরে তিনি শালকে, ইস্তাম্বুল, মিউনিখ এবং ডর্টমুন্ডে খেলেন৷ শুমাখার বুন্ডেসলিগার মোট ৪৬৪ টি খেলায় অংশগ্রহণ করেন৷
ছবি: picture-alliance/dpa
লোথার মাথিউস
জার্মান জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মাথিউসের৷ বুন্ডেসলিগায়ও তিনি দীর্ঘ ২১ বছর ধরে খেলেছেন৷ ১৯৭৯ সালে বুন্ডেসলিগায় প্রথম খেলা শুরু করার পর তিনি বায়ার্ন মিউনিখে যোগ দেন৷ বুন্ডেসলিগায় তিনি ৪৬৪ খেলায় অংশ নিয়ে ১২১ গোল করেন৷
ছবি: imago/Uwe Kraft
রুডি ফ্যোলার
১৯৮২ সালে তিনি ভের্ডার ব্রেমেন দলের হয়ে খেলা শুরু করেন৷ অল্পদিনের মধ্যেই তিনি তারকা হয়ে ওঠেন৷ পরে রোম এবং ফ্রান্সের মার্সেই দলেও খেলেছেন তিনি৷ এরপর আবারও বুন্ডেসলিগায় ফিরে বায়ার লিভারকুজেন দলের ক্রীড়া পরিচালক হন৷
ছবি: picture-alliance/dpa
ইয়োর্গেন ক্লিসমান
ক্লিসমান জার্মানির স্টুর্টগার্ট, বায়ার্ন মিউনিখ, ইটালির মিলান, মোনাকো, ইংল্যান্ডের টটেনহ্যাম, জেনুয়া এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দলে খেলেছেন৷ বুন্ডেসলিগায় ২২১টি খেলায় ক্লিসমানের গোল সংখ্যা ১১০টি৷ বর্তমানে তিনি মার্কিন জাতীয় দলের কোচ৷
ছবি: picture-alliance/dpa
অলিভার কান
বায়ার্ন মিউনিখ দলের গোলরক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন খেলেছেন৷ জার্মান জাতীয় দলেরও একজন খ্যাতিমান গোলরক্ষক হিসেবে কান পরিচিত ছিলেন৷ বেশ কয়েকবার জার্মান লিগ শিরোপা অর্জন করেন তিনি৷একসময় তিনি জার্মান জাতীয় দলের ক্যাপ্টেনও ছিলেন৷
ছবি: AP
মিশায়েল বালাক
নামি ফুটবল খেলোয়াড় বালাকের ফুটবল জীবন কখনও পূর্ণতা পায়নি৷ তাঁকে গণ্য করা হয় দ্বিতীয় স্থান অধিকারী তারকা হিসেবে৷ কারণ তিনি বিশ্বকাপ শিরোপা বা ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ – কোনটাই অর্জন করতে পারেননি৷ তবে বুন্ডেসলিগায় ২৬৭টি খেলায় অংশগ্রহণ করে ৭৭টি গোল করেন৷ মিশায়েল বালাক মোট চারবার লিগ শিরোপা জেতেন৷
ছবি: picture-alliance/Pressefoto UL
11 ছবি1 | 11
বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ – দুই দলের খেলার ধরনে আছে বৈচিত্র্য৷ তাই বলাটা খুবই কঠিন মঙ্গলবারের এই ম্যাচে কে জয় পাবে৷ এই মৌসুমে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই দল৷ কিন্তু কেউই জয় পায়নি৷ মঙ্গলবার প্রথম লেগে ক্যাম্প ন্যু-তে দুই দল মুখোমুখি হবে৷ বার্সার লিওনেল মেসি যেমন এই মৌসুমে ৩৬টি গোল করেছেন, তেমনি অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো কোস্টা ৩৩টি গোল করেছেন৷ বার্সেলোনা মিডফিল্ডার সাবি অ্যার্নান্দেস বলেছেন, ‘‘ইতিহাসের দিক দিয়ে অ্যাটলেটিকোর চেয়ে বার্সা পছন্দের দিক থেকে কিছুটা এগিয়ে৷ তবে খেলার ক্ষেত্রে দুই দলই একই পর্যায়ে রয়েছে৷''