1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঙ্গল গবেষণা

২০ ফেব্রুয়ারি ২০১২

মঙ্গলগ্রহ নিয়ে গবেষণায় ইউরোপের সঙ্গে থাকতে পারছে না যুক্তরাষ্ট্র৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি ২০১৩ সালের জন্য যে বাজেট প্রস্তাব পেশ করেছেন তাতে নাসা’র পক্ষে মঙ্গল অভিযানের জন্য অর্থ বরাদ্দ দেয়া সম্ভব হবেনা৷

ছবি: picture-alliance/Bildagentur-online/Saurer

এক্সোমার্স

মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব আছে, কী নেই - এই প্রশ্নের উত্তর জানার জন্য নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা, ইসা যৌথভাবে কাজ করার জন্য ২০০৯ সালে একটি চুক্তি করেছিল৷ পরিকল্পনা ছিল ২০১৬ সালে একটি অর্বিটার আর ২০১৮ সালে একটি রোভার পাঠানোর৷ এর মাধ্যমে মঙ্গলগ্রহে মিথেন গ্যাসের সন্ধান করা হতো৷ এছাড়া সেখান থেকে মাটি এনে গবেষণা করা হত৷ মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা জানার জন্য এসব গবেষণা জরুরি ছিল৷ যে প্রকল্পের আওতায় এসব পরিকল্পনা করা হয়েছে তাকে বলা হচ্ছে ‘এক্সোমার্স'৷ এর ব্যয় ধরা হয়েছিল প্রায় দু'শো কোটি ডলার, যেটা ভাগাভাগি করে দেয়ার কথা নাসা ও ইসা'র৷ কিন্তু এখন নাসা বলছে, তাদের পক্ষে এই খরচ দেয়া সম্ভব হবে না৷ ফলে বিপদে পড়তে যাচ্ছে ইসা৷

হাল ছাড়ছেনা ইসা

সংস্থার এক মুখপাত্র ফ্রাঙ্কো বোনাকিনা জানিয়েছেন, তারা রাশিয়ার সঙ্গে যোগাযোগ করবেন৷ এছাড়া ইসার সব সদস্য রাষ্ট্রকে আরও অর্থ দেয়ার জন্য অনুরোধ জানানো হবে৷

এদিকে নাসা না থাকায় বেড়ে যাবে প্রকল্পের ব্যয়৷ কেননা ইসা'র তৈরি রোভারকে মঙ্গলগ্রহে অবতরণের জন্য যে ‘ল্যাণ্ডার' প্রয়োজন সেটা রয়েছে শুধুমাত্র নাসার কাছে৷ এখন নাসা না থাকলে এই ল্যাণ্ডারও তৈরি করতে হবে৷ ইসা মুখপাত্র বোনাকিনা বলছেন, এর ফলে খরচ কী পরিমাণ বাড়বে সেটা আগামী মাসে জানা যাবে৷ এরপর সেটা জানানো হবে ইসার সব সদস্য রাষ্ট্রকে৷ তিনি বলেন, নির্ধারিত সময়েই প্রকল্প বাস্তবায়ন করা হবে৷

বোনাকিনার এই বক্তব্যের সাথে সুর মিলিয়েছেন ইটালীয় মহাকাশ সংস্থার প্রেসিডেন্ট এনরিকো সাগেজে৷ তিনি বলছেন, আর্থিক সংকট থাকলেও প্রকল্প বাস্তবায়নে ইটালি সহযোগিতা করে যাবে৷ তিনি বলেন, মঙ্গলে অভিযান চালানোটা গুরুত্বপূর্ণ৷ এবং এজন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেটাও মেনে চলা প্রয়োজন৷

ছবি: NASA/JPL-Calech/University of Arizona

উল্লেখ্য, ইসার সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৷

নাসার বাজেট

প্রেসিডেন্ট ওবামা ২০১৩ সালে নাসার জন্য এক হাজার ৭৭০ কোটি ডলার প্রস্তাব করেছেন৷ বর্তমানের চেয়ে সেটা প্রায় ১০ কোটি ডলার কম৷ নাসার বাজেট সম্পর্কে জানাতে গিয়ে এর প্রশাসক চার্লি বোল্ডেন সাংবাদিকদের বলেন, মঙ্গল অভিযান নিয়ে অন্যভাবে ভাবতে চায় যুক্তরাষ্ট্র৷

নাসার প্রস্তাবিত বাজেটে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস'এর গবেষণা ও রক্ষণাবেক্ষণ কাজে তিনশো কোটি ডলার বরাদ্দের কথা বলা হয়েছে৷ এছাড়া চাঁদ সহ মঙ্গলগ্রহ ও আইএসএস'এর বাইরের অরবিটে বিজ্ঞানীদের নিয়ে যাওয়ার জন্য ক্যাপসুল ও রকেট তৈরির কাজে প্রায় ৩৯০ কোটি ডলার দেয়া হচ্ছে৷

গত বছর বন্ধ হয়ে যাওয়া স্পেস শাটল কর্মসূচি সমাপ্ত করতে এবং এতে ব্যবহৃত শাটল তিনটিকে জাদুঘরে পাঠানোর জন্য সাড়ে ৭০ কোটি ডলার দেয়া হবে৷

শাটল কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় অ্যামেরিকার বিজ্ঞানীদের আইএসএস'এ যাওয়ার জন্য এখন রাশিয়ার সয়ুজ রকেটের উপর নির্ভর করতে হচ্ছে৷ পাশাপাশি মহাকাশযান বানানোর জন্য বেসরকারি খাতকে সহায়তা করছে নাসা৷ এজন্য এবার ৮৩ কোটি ডলার দেয়ার প্রস্তাব করা হয়েছে৷

উল্লেখ্য, মহাকাশ গবেষণার জন্য প্রায় দশ হাজার কোটি ডলার ব্যয়ে আইএসএস নির্মাণ করা হয়েছে৷ এতে যৌথভাবে বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, জাপান ও ক্যানাডা৷

মহাকাশ প্রযুক্তি উন্নয়ন ও গবেষণা খাতে দেয়া হচ্ছে ৭০ কোটি ডলার৷ এছাড়া কেনেডি স্পেস সেন্টারে ‘লঞ্চিং প্যাড' নির্মাণ ও উন্নয়নের জন্য প্রায় ৬২ কোটি ডলারের প্রস্তাব করা হয়েছে৷ শিক্ষাখাতে দশ কোটি আর নাসার দশটি সেন্টার পরিচালনার জন্য ২৮০ কোটি ডলার দেয়া হবে বলে জানা গেছে৷

প্রেসিডেন্ট ওবামার এই বাজেট প্রস্তাবের সমালোচনা করেছে প্ল্যানেটারি সোসাইটি৷ এটি মহাকাশ বিজ্ঞান বিষয়ক একটি অ্যাডভোকেসি গ্রুপ৷ এক বিবৃতিতে তারা বলছে, বাজেটে যে বিষয়গুলো প্রাধান্য দেয়া হয়েছে সেটা ভুল পথের নির্দেশ করছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ