1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঙ্গল গ্রহে পানির চিহ্ন পাওয়া গেল

৫ আগস্ট ২০১১

মঙ্গল গ্রহের ভূ-পৃষ্ঠের উপর পানির ধারা বয়ে গেছে তার স্পষ্ট প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছেন৷ যদি তা সত্যি হয়, তাহলে লাল রঙের এই গ্রহে পানির অস্তিত্বের সবচেয়ে স্পষ্ট প্রমাণ পেল নাসা৷

** ARCHIV ** Das undatierte computergenerierte Bild der European Space Agency ESA zeigt die Raumfaehre Mars Express, die am Montag, 2. Juni 2003, vom Raumfahrtzentrum Baikonur in Kasachstan zu ihrer rund 250 Millionen Kilometer weiten Reise zum Mars starten wird, um dort nach Wasser und Lebensspuren zu suchen. Es ist die erste Planetenmission der europaeischen Weltraumagentur. (AP Photo/HO, ESA -Illustration by Medialab) ** nur fuer redaktionelle Zwecke verwenden -- zu APD1299 **
ছবি: AP/ESA/Medialab

মঙ্গল গ্রহের চারপাশে ঘুরছে মার্স রিকনেসেন্স অরবিটার নামের এক যান৷ এই অরবিটারই গ্রহটি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে চলেছে৷ আর এর প্রেক্ষিতেই বিজ্ঞানীরা আশা করছেন, মঙ্গল গ্রহে পানির অনুসন্ধানে ভবিষ্যতে আরো মহাকাশযান পাঠানো হবে৷ অরবিটার মিশনের প্রধান মাইকেল মায়ার৷ তিনি সাংবাদিকদের বলেন, ‘‘মঙ্গল গ্রহে পানি রয়েছে বা পানি প্রবাহিত হচ্ছে এই ধরণের প্রমাণ আমাদের হাতে এসেছে৷ আর এই ধরণের আলামত এর আগেও আমরা পেয়েছি৷''

২০০৬ সাল থেকে রিকনেসেন্স অরবিটারটি মঙ্গল গ্রহের দিকে নজর রাখছে৷ অরবিটার থেকে যে সব তথ্য পাওয়া গেছে, তা থেকে বিজ্ঞানীরা বিশ্বাস করছেন, একদিন হয়তো মঙ্গল গ্রহে পানির অস্তিত্বের অকাট্য প্রমাণ পাওয়া যাবে৷ অরবিটার এসব তথ্য সংগ্রহ করেছে মঙ্গল গ্রহের বসন্ত এবং গ্রীষ্মকালে৷

ছবি: NASA

এ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের চন্দ্র এবং গ্রহাণুপুঞ্জ গবেষণাগারের অধ্যাপক আলফ্রেড ম্যাক এউইন জানান, ‘‘এখনো পর্যন্ত পর্যবেক্ষণ চালিয়ে আমরা শুদ্ধ পানির অস্তিত্বের চিহ্ন পেয়েছি, যদিও এর অকাট্য প্রমাণ আমরা পাই নি৷'' তিনি আরো জানান,‘‘পুরো বিষয়টি এখনো একটি রহস্য৷ তবে আমি বিশ্বাস করি আরো পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আমরা এবিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারবো৷''

তবে আসল কথা হল, এখনো পর্যন্ত সরাসরি পানির ধারা নয় – বরং মঙ্গল গ্রহের দুই মেরুতে জমে থাকা বরফ পাওয়া গেছে৷ ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক লিসা প্যাট জানান,‘‘আমি মনে করি এই আবিষ্কার নিঃসন্দেহে মঙ্গল গ্রহ নিয়ে বিভিন্ন গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাবে৷ প্রথমবারের মত আমাদের হাতে সুযোগ এলো মঙ্গল গ্রহে প্রাণীর সন্ধান সত্যিই আছে কিনা তা খতিয়ে দেখার৷''

তবে তিনি এও বলেন,‘‘পরবর্তী প্রশ্ন হবে, ঠিক কোথা থেকে বা কীভাবে পানির মত এই তরল পদার্থ মঙ্গল গ্রহে এল৷ আমরা বিশাল কোন জলাধারের কথা বলছি না, কিন্তু পানি বয়ে গেছে৷ সেই অল্প পরিমাণ পানিই বা কোথা থেকে এল?''

মঙ্গল গ্রহের যে সব ছবি অর্বিটার তুলেছে গত তিন বছর ধরে তাতে দেখা গেছে, কমপক্ষে ৭টি জায়গায় পানির নালার চিহ্ন দেখা গেছে৷ তবে তা পানি নাকি অন্য কোন তরল পদার্থ, তা এখনো বিজ্ঞানীরা নিশ্চিত করে জানাতে পারেননি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ