1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঙ্গল শোভাযাত্রা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ এপ্রিল ২০১৩

১লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রায় তুলে ধরা হয় বাঙালি সংস্কৃতির নানা দিক৷ তা ফুটিয়ে তোলা হয় চিত্র, মুখোশ আর প্রতীকে৷ প্রতি বছরই এই মঙ্গল শোভাযাত্রার একটি মূলভাব থাকে৷

ছবি: Reuters

সেই মূলভাব প্রতিবাদের, ভালোবাসার এবং দ্রোহের৷ সেখানে অশুভের বিনাশ কামনা করা হয়৷ প্রার্থনা হয় সত্য এবং সুন্দরের জন্য৷

এই মঙ্গল শোভাযাত্রা প্রথম শুরু হয়েছিল ১৯৮৫ সালের ১লা বৈশাখে যশোরে৷ তখন ছিল দেশে সামরিক স্বৈরশাসন৷ উদ্দেশ্য ছিল দেশের লোকজ সংস্কৃতি উপস্থাপনের মাধ্যমে সব মানুষকে এক করা৷ এক যাত্রায় নিয়ে আসা৷ আর সেই শোভাযাত্রায় অশুভের বিনাশ কামনা করে শুভ শক্তির আগমনের প্রার্থনা করা৷ এই উদ্যোগ নিয়েছিলেন চারু শিল্পী মাহবুব জামাল শামিম৷ তিনি ঢাকার চারুকলা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যশোরেই চারু পিঠ নামে একটি প্রতিষ্ঠান খোলেন তখন৷ তিনি ডয়চে ভেলেকে জানান, ১লা বৈশাখে এই মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য ছিল দুটি৷ দেশের লোকজ সংস্কৃতিকে তুলে ধরা৷ আর তার মাধ্যমে সবাইকে সত্য এবং সুন্দরের পথে আহ্বান করা৷ তাই তাদের শোভাযাত্রায় স্থান পায় নানা ধরনের চিত্র, হাতে বানানো পাখা, ঘোড়া, হাতি, ঢোল, বাঁশি প্রভৃতি৷ শোভাযাত্রাটি থাকে নান্দনিকতায় পরিপূর্ণ৷

মঙ্গল শোভাযাত্রার মূলভাব প্রতিবাদের, ভালোবাসার এবং দ্রোহেরছবি: Getty Images

তবে শেষ পর্যন্ত যশোরে সীমাবদ্ধ থাকেনি এই মঙ্গল শোভাযাত্রা৷ ১৯৮৯ সালে ১লা বৈশাখে ঢাকার চারুকলা থেকেও শুরু হয় এই মঙ্গল শোভাযাত্রা৷ আর সেই শোভাযাত্রার মূলভাব ছিল অগণতান্ত্রিক শক্তির বিনাশ৷ মাহবুবু জামাল শামিম জানান, এখন সারা দেশেই এই মঙ্গল শোভাযাত্রা ছড়িয়ে পড়েছে৷ ১লা বৈশাখ বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা একটি প্রধান অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং সারা দেশে একই সময় ১লা বৈশাখ সকাল ১০টায় এই মঙ্গল শোভাযাত্রা বের হয়৷

এবারে ঢাকার চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয় তাতে হাজারো মানুষ অংশ নেন৷ ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, শিশু নির্বিশেষে সবাই অংশ নেন এই শোভাযাত্রায়৷ শোভাযাত্রার মূল ভাব ‘রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধ অনিঃশেষ'৷ এই মূল ভাবকে সামনে রেখেই বর্ণিল আর রঙিন করা হয় শোভাযাত্রাকে৷ বিশাল আকৃতির এক সরীসৃপ আর এর বিপরীতে শান্তির পায়রার প্রতিকৃতি মঙ্গল শোভাযাত্রায় অশুভের বিনাশের কথা বলেছে৷ আর বাংলার রয়েল বেঙ্গল টাগারের দিকে ধেয়ে আসা এক কুত্‍সিত দানব বলে দিয়েছে দেশের বর্তমান পরিস্থিতি৷ শোভাযাত্রায় হাতি, ঘোড়া, মুখোশ, নানা ধরণের পাখি, সরাচিত্র – সব কিছুই বাঙালির চিরায়ত সংস্কৃতিকে তুলে ধরে৷ শোভাযাত্রায় অংশ নেয়া সব শ্রেণির মানুষ বলেন, এটা তাদের শক্তি দেয়৷ বাঙালি হিসেবে গর্ব করার মত অনুপ্রেরণা দেয়৷

ঢাকায় এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে চারুকলা ইন্সটিটিউট৷ বরাবরের মতো এবারও শোভাযাত্রার আয়োজন, নানা ধরণের চিত্র, প্রতিকৃতি, মুখোশ তৈরি করেছেন চারুকলার ছাত্র এবং শিক্ষকরা প্রাণের টানে, স্বেচ্ছা শ্রমে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ