প্রসঙ্গ মঞ্চনাটক
২১ সেপ্টেম্বর ২০১২বিজ্ঞাপন
কারণটা তাহলে কী? সেলিম বলছেন, রাজধানীর জনজীবনে যানজট, যানবাহনের সংকট থেকে শুরু করে নিরাপত্তার অভাবের কথা৷ তাঁর কথায় এটা পরিস্কার যে নিশ্চিন্তে, নির্বিঘ্নে নাটকপাড়ায় নাটক উপভোগ করতে যাওয়ার পরিবেশ নেই৷ নেই অনেক আগে থেকেই৷
ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে দর্শক না বাড়ার আরেকটা কারণও উল্লেখ করেছেন বাংলাদেশের এই নাট্যকর্মী৷ তাঁর মতে, দেশে যখন একটামাত্র টেলিভিশন চ্যানেল ছিল তখন মঞ্চনাটকের দর্শকও ছিল বেশি৷ কিন্তু এখন দেশে অনেক টিভি চ্যানেল, দর্শকের সামনে তাই আগের চেয়ে অনেক বেশি টিভিমুখী হওয়ার সুযোগ৷ সুযোগটা তাঁরা নিচ্ছেনও৷
সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: আরাফাতুল ইসলাম