1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঞ্চ কাঁপালেন ‘সেক্সি দাদু'

১০ নভেম্বর ২০১৬

গতবছর বেইজিং-এ চাইনিজ ফ্যাশন উইকে ক্যাটওয়াকে নেমে বাজার মাত করেন দেশুন ওয়াং, যদিও তাঁর বয়স ৮০৷ নয়ত তিনি পেশায় চিত্রাভিনেতা৷ সুদীর্ঘ জীবন, বিচিত্র অভিজ্ঞতা৷

দেশুন ওয়াং
ছবি: Getty Images/AFP

‘‘দ্য ফরবিডেন কিংডম'' বা ‘‘ওয়ারিওর্স অফ হেভেন অ্যান্ড আর্থ''-এর মতো ছবিতে যারা দেশুন ওয়াং-কে দেখেছেন, তারা তাঁকে ক্যাটওয়াকে দেখলে সম্ভবত আরো অবাক হতেন৷ খালি গায়ে কিংবা জামাকাপড় পরা অবস্থায় দেশুন যে কোনো কমবয়সি পুরুষ মডেলের সঙ্গে পাল্লা দিতে পারেন, এমন তাঁর স্বাস্থ্য, সৌষ্ঠব, স্টাইল অথবা হাঁটা-চলা৷

দেশুনের জন্ম চীনের শেনিয়াং প্রদেশে, সেখানেই বড় হয়েছেন৷ ২৪ বছর বয়সে হন মঞ্চাভিনেতা; ৪৪-এ ইংরেজি শিখতে শুরু করেন; ৪৯ বছর বয়সে নিজের মুকাভিনয়ের দল গঠন করেন৷ তারপর যান বেইজিং-এ; সেখানে ভবঘুরে হয়ে কিছুদিন কাটান৷ ৫০ বছর বয়সে প্রথম জিম-এ পা দেন, ওয়ার্ক-আউট করতে শুরু করেন৷ ৫৭-য় মঞ্চে ফিরে সৃষ্টি করেন ‘‘লিভিং স্কাল্পচার পার্ফর্মেন্স'', যা কিনা দুনিয়ার একমাত্র ‘‘জীবন্ত'' পার্ফর্মেন্স আর্ট

 

এরপর ৭০ বছর বয়স থেকে রীতিমতো শরীরচর্চ্চা৷ ৭৯ বছর বয়সে প্রথমবার মডেল হিসেবে ফ্যাশন শো-তে অংশগ্রহণ৷ আজ তাঁকে বিশ্বের ‘‘হটেস্ট গ্র্যানপা'' বা সবচেয়ে সেক্সি দাদু বা ঠাকুর্দা বলে বিবেচনা করেন অনেকে – জানিয়েছেন দেশুন নিজেই৷ এবং তিনি যে ইন্টারনেটে ঢেউ তুলেছেন, সেটাও তাঁর অজানা নয়৷

দেশুনের উপদেশ হলো, বয়সটাকে কিছু না করার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়, নিজের মধ্যে সম্ভাবনাটাকেই দেখা উচিত৷ দেশুনেরও এখনও অনেক স্বপ্ন আছে, বলে জানালেন এই ৮০ বছরের তরুণ...৷

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ