1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারনেটের জাদুকর

৪ আগস্ট ২০১৭

লন্ডনের ২৩ বছরের তরুণ জুলিয়াস ডেইন-কে রাস্তার ম্যাজিশিয়ান বলা চলে৷ অপরদিকে তিনি ইন্টারনেটের, ফেসবুকের ম্যাজিশিয়ান, কেননা সেখানেই তাঁর অগুনতি ফ্যান আর ফলোয়ার৷

জাদু দেখাচ্ছেন জুলিয়াস ডেইনছবি: DW

মাত্র কয়েকদিনের মধ্যে এই ভিডিওটা ফেসবুকে দেখা হয়েছে দু'কোটি চল্লিশ লাখ বার৷ ম্যাজিক দেখিয়ে ইন্টারনেটে লক্ষ লক্ষ দর্শককে খুশি করার, চমকে দেওয়ার ক্ষমতা আছে লন্ডনের এই ২৩ বছর বয়সি তরুণের৷

ইন্টারনেট ম্যাজিশিয়ান জুলিয়াস ডেইন বললেন, ‘‘আমার বাবা ব্যাপারটা এখনও বুঝে উঠতে পারেননি৷ সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওঁর কোনো সম্পর্ক নেই৷ কাজেই আমি যখন বাবাকে বললাম, গত সপ্তাহে আমার এই ভিডিওটা ফেসবুকে পাঁচ কোটি বার দেখা হয়েছে, তখন বাবা বললেন: ‘বাঃ বেশ৷ তোমার পরীক্ষা কেমন চলছে?’ তখন আমি সবে ভিডিও তৈরি করা শুরু করেছি৷’’

ইন্টার্নশিপের বদলে ম্যাজিক

মাত্র বছর দুয়েক আগে নেশা বা পেশাটার শুরু: এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে ক্যালিফর্নিয়ায় গিয়ে, সেখানে তাঁর প্রথম ক্লিপগুলো তৈরি করেন জুলিয়াস ডেইন৷ সতীর্থরা যখন ইন্টার্নশিপ নিয়ে ব্যস্ত, জুলিয়াস তখন নেটে তাঁর জনপ্রিয়তা বাড়ানোয় মশগুল৷ দেশে ফিরে নিজের ট্রিকগুলোকে আরো চমকদার করার ফাঁকে পড়াশুনো শেষ করে, পুরোপুরি জাদুবিদ্যায় মন ঢেলে দেন জুলিয়াস৷

বিশেষ করে যে সব ভিডিও-য় তিনি ছোটখাট ম্যাজিক দেখিয়ে মহিলাদের মুগ্ধ করেন, সেগুলো বিশেষভাবে জনপ্রিয়৷ তাঁর ‘‘কী করে একটি মেয়েকে ম্যাজিক দেখিয়ে চমকে দিতে হয়’’ পর্যায়ের ভিডিওগুলো সব মিলিয়ে প্রায় ১৫ কোটি ক্লিক পেয়েছে৷

ছাত্রাবস্থাতেই ঘরোয়া আসর বা পার্টিতে ম্যাজিক দেখিয়েছেন জুলিয়াস৷ আজ তাঁর ফেসবুকে ফলোয়ারের সংখ্যা ৮০ লাখের বেশি৷ তাদের নানারকম প্রতিক্রিয়া শোনা যায়৷

ফর্মুলা

ধরা যাক জুলিয়াস বেরিয়েছেন ইস্ট লন্ডনে, কয়েকটা নতুন ম্যাজিক ট্রাই করে দেখার জন্য৷ কিন্তু ঠিক দর্শক পাওয়া চাই৷ জুলিয়াস বলেন, ‘‘পাঁচ কোটি ভিউয়ারের পছন্দের মতো ভিডিও তৈরি করার জন্য এমন দর্শক চাই, যাদের প্রতিক্রিয়া দেখার মতো হবে৷ সাধারণত সে ধরনের মানুষদের দেখলে বোঝা যায়, তারা নিজের ওপর আস্থা রাখে, তারা খোশমেজাজের, তাদের সঙ্গে কথা বলা যায়৷’’

খানিক বাদেই একটা চুল কাটার সেলুনের সামনে সেরকম দর্শক পাওয়া গেল৷ আজকের ম্যাজিকটা দেখানোর জন্য জুলিয়াসের একটা ফেল্টপেনের বেশি কিছু লাগবে না – এক জাদুবিদ্যা ছাড়া? তাহলে তো হয়েই যেতো৷ ‘‘ইন্টারনেটে এক থেকে পাঁচ মিনিটের ভিডিও দেখলে মনে হবে যেন তৈরি করতে কোনো কষ্টই হয়নি – আসলে কিন্তু ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে৷ ঠিক টিম, ঠিক লোকেশান, ঠিক ম্যাজিক – যা শিখতে ১০ ঘণ্টা থেকে ১০০ ঘণ্টা সময় লেগে যেতে পারে,’’ জানালেন জুলিয়াস ডেইন৷

শুধু ভেলকি দেখানোই নয়, লোকজনকে বোকা বানাতেও জুলিয়াসের জুড়ি নেই, বিশেষ করে রাস্তাঘাটে সম্পূর্ণ অচেনা মানুষদের৷ নিজের দাদিমাও জুলিয়াসের ফাজলামো থেকে রেহাই পাননি: ফেসবুকে ন'কোটি বিশ লাখ বার দেখা হয়েছে সে ভিডিও, জুলিয়াসের বিগেস্ট হিট৷ তবে ভাইরাল ভিডিও তৈরি করতে গেলে খেয়াল রাখতে হবে, ফ্যানরা ঠিক কি চায়: ‘‘চটপটে উপস্থাপনা; সেই রকমই চটপটে কন্টেন্ট, চটপট পাতা উলটে যাওয়ার মতো৷ শীর্ষকগুলো বেশি বড় হলে চলবে না – পুরোটা একটা ফর্মুলা৷ ফর্মুলা ফলো না করলে ভাইরাল হওয়া যাবে না৷’’

এ এমন একটা ফর্মুলা, যার কল্যাণে জুলিয়াস আজ অনলাইনে ম্যাজিক দেখিয়েই জীবনধারণ করতে পারেন৷ তবে বড় বড় ম্যাজিশিয়ানরা যা রোজগার করেন, জুলিয়াসের আমদানি তার ধারে-কাছে নয়৷

অথচ তাঁর রাস্তার ম্যাজিক দেখিয়েই দুনিয়াকে মুগ্ধ করেছেন জুলিয়াস ডেইন৷

রোব্যার্ট রিশটার/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ