1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মডেলিং ও স্বাস্থ্য

২২ মার্চ ২০১২

ইসরায়েলে সোমবার নতুন একটি আইন পাশ হয়েছে৷ এই আইন অনুযায়ী রুগ্ন মডেলদের কোন ধরণের বিজ্ঞাপণে ব্যবহার করা যাবে না৷

Dünnes Model Magermodel dünn magerছবি: AP

ইসরায়েলে যেসব মডেলদের ব্যবহার করা হয়, তারা সবাই রুগ্ন এবং তাদের ওজন অস্বাভাবিকভাবে কম৷ এছাড়া কম্পিউটারের সাহায্যে এসব মডেলদের আরো রুগ্ন দেখানো হয় বিভিন্ন বিজ্ঞাপণে৷ তবে আইনে উল্লেখ করা হয়েছে যদি কোন মডেলকে আরো রুগ্ন দেখানো হয় তাহলে তা জানাতে হবে৷ এর মধ্যে পুরুষ এবং মহিলা দুই ধরণের মডেলই রয়েছে৷

এমন রুগ্ন মডেলের ব্যবহার বন্ধ করতে চায় ইসরায়েলছবি: AP

রুগ্ন মডেলদের কাজ দেয়ার জন্য এবং তাদের রুগ্ন করে রাখার জন্য ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলোকে দায়ী করা হয়৷ নতুন এই আইনে বলা হয়েছে প্রয়োজনের তুলনায় কোন মডেল যদি বেশি রুগ্ন বা হালকা হয়, তাহলে এর জন্য ফ্যাশন কোম্পানি দায়ী থাকবে৷ কোন মডেল যদি অ্যানোরেক্সিয়া এবং বুলেমিয়ায় ভোগে তাহলেও দায়ী করা হবে কোম্পানিগুলোকে৷

সাংসদরা মনে করছেন, নতুন এই আইনের ফলে হয়তো স্বাস্থ্য সম্মত, সুস্বাস্থ্যের অধিকারী এরকম মডেলদের তারা জনসম্মুখে হজির করতে পারবেন৷

ইসরায়েলে ১৪ থেকে ১৮ বছর বয়সের মেয়েদের মধ্যে দুই শতাংশ মেয়ে খাওয়া-দাওয়ায় চরমভাবে অনিয়ম মেনে চলে৷ কারণ তারা মডেলদের মতো রোগা-পাতলা হতে চায়৷

নতুন আইন অনুযায়ী, প্রতিটি মডেলকে চিকিৎসকের কাছ থেকে সার্টিফিকেট আনতে হবে৷ এবং প্রতি তিন মাস পরপর মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট ফ্যাশন কোম্পানির কাছে দিতে হবে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নিয়ম বেধে দিয়েছে তা মেনে চলা হবে জানিয়েছে ইসরায়েল৷ 

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ