1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মণিপুরে আবার গুলি, নিহত চার

২ জানুয়ারি ২০২৪

নতুন করে অশান্তি শুরু হয়েছে মণিপুরে। উপত্যকার প্রতিটি জেলায় কারফিউ ঘোষণা করা হয়েছে।

মণিপুরে আবার সংঘর্ষ
মণিপুরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছেছবি: Anuwar Hazarika/NurPhoto/picture alliance

নতুন বছরের প্রথম দিন থেকেই নতুন করে অশান্তি শুরু হয়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে। দুইপক্ষের সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত।

সোমবার থৌবাল জেলায় কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হাতে স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে বসতি এলাকায় ঢুকে পড়ে। স্থানীয় মানুষ জানিয়েছেন, এলাকায় ঢুকে ওই ব্যক্তিরা স্বয়ংক্রিয় বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

অন্যদিকে, স্থানীয় মানুষ ওই ব্যক্তিরা যে গাড়িতে এসেছিল তাতে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় এক ব্যক্তি ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''এলাকায় এক পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলছিল ওই আক্রমণকারীরা। কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে বিবাদ শুরু হয়। এরপরেই গুলি চালাতে শুরু করে ওই ব্যক্তিরা।''

উত্তপ্ত মণিপুরে বাফার জোনে সেনা বাংকার এবং এক বাঙালি

12:49

This browser does not support the video element.

এই সংঘর্ষের পিছনেও জাতিগত বিবাদ আছে বলে স্থানীয় এক সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে স্থানীয় প্রশাসনের সূত্রও একই কথা জানিয়েছে ডয়চে ভেলেকে। তবে পুলিশ এবং প্রশাসন প্রকাশ্যে এই বিবাদের কারণ নিয়ে কিছু বলছে না। ঘটনার পরেই উপত্যকার পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়। এরমধ্যে রাজধানী ইমফলও আছে। ইমফল ইস্ট এবং ওয়েস্ট দুইটি জেলাতেই কারফিউ জারি করা হয়েছে।

এতদিন কুকির সঙ্গে মেইতেইদের সংঘর্ষ চলছিল মণিপুরে। এবার সেই সংঘর্ষে অন্য গোষ্ঠীও ঢুকে পড়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে প্রকাশ্যে এ নিয়ে কেউই মুখ খুলতে চাইছেন না।

ঘটনার পর মুখ্যমন্ত্রী এন বিরেন সিং একটি বিবৃতি প্রকাশ করেছেন। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তিনি বলেছেন, ''আক্রমণকারীদের ছাড়া হবে না। মোবাইল পুলিশ টিম তাদের সন্ধানে বেরিয়ে পড়েছে। হাত জোড় করে আক্রান্তদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন।''

এর ঠিক দুইদিন আগেই পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে একটি গোষ্ঠীর গুলির লড়াই হয়েছে মোরেহ এলাকায়। মিয়ানমার সীমান্তবর্তী মোরেহ-তে গত প্রায় একবছর ধরে একের পর এক সংঘর্ষ চলছে। দুইদিন আগের ঘটনায় চারজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ